SSD মার্কেটে নতুন প্লেয়ার! PC Power Thunder Strike 1TB Review

Script:

  • Intro : SSD মার্কেটের প্রাইসের Drop এর সাথে বাজারে নিত্য নতুন SSD Brand ও নিজেদের জায়গা দখলের চেষ্টায় রয়েছে। তারই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশি একটি ব্র্যান্ড Pc Power; দেশের বাজারে প্রথমবারের মতো তাদের SSD Line Up রিলিজ করেছে। PC Power Thunderstrike নামে যেগুলো Gen 3 SSD। আজকে তাদের 1TB Capacity নিয়ে আলোচনা হবে। আপনাদের সাথে আছি আমি ফাহিম অতুল; ফিরছি Intro এর পর…

  • UNBOXING & BOX CONTENT:

SSD এর সাথে কোনো বক্স দেয়া হয়নি এইটা একটা micro sd কার্ড যেভাবে প্যাকেট করা থাকে ঠিক একই একটা Paper হ্যাংগিং প্যাকেট এ ssd টা আসে, প্যাকেট এর পিছনের দিকে Cut out ছিলো। যেইটা হালকা চাকু দিয়ে কেটে ssd টা বের করা যায়, হ্যাংগিং প্যাকেট এর সামনে Branding এবং ক্যাপাসিটি এর ইনফরমেশন দেওয়া আছে এবং পিছনের দিকে Read/ Write speed এর তথ্য সহ বাকি সব ইনফরমেশন দেওয়া আছে। Unboxing করার পর আমরা একটা প্লাস্টিক এর ট্রান্সপারেন্ট ট্রে তে ssd ট পাই, সাথে কোনো থাম্ব screw নেই, সাথে ছিলোনা কোনো user Manual। SSD-টির Unboxing বলতে তেমন কিছু Special নেই, Micro SD Card এর মতো Packaging এ SSD-টি আসে যেটি কে Simply পিছনের Cutout কাটলেই বের হয়ে আসবে।

  • Specifications & KEY Features:

Pc Power Thunderstrike একটি PCie Gen3 ssd যা একটি Nvme 1.3 protocol এর।M.2 2280 Form factor এ তৈরি SSD-টির স্টিকার টা উঠানোর পর আমরা দেখতে পাই একটি Dark Blue কালার এর PCB তে একটি Hosin Global  এর কন্ট্রোলার চিপ এবং ৪ টা মেমোরি চিপ রয়েছেযার sequential Read Speed 3100MB/s এবং Write speed 2100MB/s যা Gen3 ssd এর ক্ষেত্রে একটু Low বলতে হয়। তবে এতে কোনো Dram নেই। Random Read Speed 142k IOPS এবং Random Write Speed 137k IOPS। এতে রয়েছে HMB ( HOST MEMORY BUFFER) Support। সেই সাথে Basic Features গুলো আছে

  • Controller Analysis : 

Pc Power ThunderStrike এ Hison Global এর Controller ব্যবহার করা হয়েছে যার মডেল নাম্বার HG2283-N13-31। এই Brand এর Controller আমরা Usullay Market এ দেখতে পাইনা। OEM Manufacture বলে এর Data পেতে বেশ বেগ পেতে হয়েছে।Controller-টি একটি Dram Less Gen3 Controller এটি NVMe 1.3 পর্যন্ত supported, এই কন্ট্রোলার টি Maximum 2TB ক্যাপাসিটি পর্যন্ত সাপোর্ট করে, Controller টির ক্লেইম করা Sequential Read speed Upto  3300MB/s এবং Write speed 3200MB/s এবং এর Random Read speed 142K IOPS, 4K Random Write Speed 137K IOPS এবং এটি HMB ( HOST MEMORY BUFFER) Supported,এটি Upto 4 টি Channel এ মোট 16 টি CE Enable করে এর Flash Transfer Rate হচ্ছে 1200MT/s, এই Controller টি 3D TLC Supported, এবং কন্ট্রোলার টি ONFi 4.2 &  Toggle 3.0 compatible, এছাড়াও এতে security হিসেবে রয়েছে AES 128/256 bit encryption, SHA 128/256/512 bit, এবং RSA 2048 bit, এবং আরও রয়েছে Pyrite support।

  • Memory Cell Analysis : 

SSD-টি যেহেতু OEM Manufactured এবং Hosin Global Brand এর Controller আমরা Usually Use হতে দেখি না, So এটির Flash Tool আমরা খুজে পাইনি। যার ফলে, SSD-টির Memory Cell Info বের করাও Possible হয়নি…

  • Performance Test: 

অনেক হয়েছে হাতে কলমের ঘসাঘসি এবার আমরা দেখবো কোম্পানি এর ক্লেইম করা পারফরম্যান্স ঠিক কতটা যুক্তি যুক্ত এবং কতটা সঠিক,

আমরা Performance test গুলো 3 টা ভাগে ভিভক্ত করে নিয়েছি,

  • Windows boot up time
  • Read-Write
  • Synthetic Benchmark test
  • Temperature Test

তবে তার আগে আমরা আমাদের টেস্ট সিস্টেম সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে নেই!

  • system specifications:
  1. processor হিসেবে আছে AMD Ryzen 5 7600,
  2. Motherboard হিসেবে MSI X670E Gaming Plus WiFi
  3. RAM হিসেবে Kingston Fury Renegade 16GB DDR5
  4. Primary SSD হিসেবে আছে T-Force Z540 Cardia Gen 5 SSD

টা মাদার বোর্ড এর cpu এর সাথে কানেক্টেড 4টি M.2 slot রয়েছে সবগুলোই Cpu lane এর সাথে সংযুক্ত।, 

  • Windows Boot up Time Test: 

আমরা এই sss টা তে Windows 11 pro Install দিয়ে boot up করে দেখেছি, Bios screen থেকে Windows এর Welcome screen পর্যন্ত আসতে সময় লেগেছে 4 সেকেন্ড এর মতো…

  • 82 GB PREMIERE PRO PROJECT R/W TEST : 

Real Life Transfer এ SSD-টির Performance কেমন তা এবার দেখা যাক। প্রথমে আমরা আমাদের T force z540 2TB থেকে Premier pro এর একটি পুরো 82 Gb এর ফাইল আমাদের রিভিউ ইউনিট এ Write করে দেখি যেখানে আমরা সর্বোচ্চ 2.51 GB/s বা 2570.24 MB/s. এবং সর্বনিম্ন 1.79 GB/s বা 1832.96 MB/s এ 38 সেকেন্ড এ ফাইলটি সম্পূর্ণ ট্রান্সফার হয়েছে এই সময়ে ssd টির এক্টিভ টাইম ছিলো 42-100% এবং Avarage response Time 25 ms থেকে 1859 ms ( Mili second)  ছিলো। তারপর আমরা উক্ত 82 GB এর ফাইলটি আমাদের রিভিউ ইউনিট অর্থাৎ Pc Power ThunderStrike থেকে Read করে সর্বোচ্চ 2.61 GB/s বা 2672.64MB/s এবং সর্বনিম্ন 1.24GB/s বা 1269.76MB/s speed এ ফাইলটি 41 সেকেন্ড এ সম্পুর্ণ  ট্রান্সফার  হয়েছে এই সময় ssd টির এক্টিভ Time ছিলো 16% থেকে 100% এবং Avarage response Time ছিলো 0.3 ms constant

  • Blackmagic 105Gb Braw File Transfer Test : 

এবার একটি 105 Gb এর 8k blackmagic এর ফুটেজ ফাইল নিয়ে একটি টেস্ট চালিয়ে দেখি,যখন এই ফাইল টি Tforce Z540 থেকে Pc Power Thunderstrike তে write করি তখন দেখতে পাই সর্বোচ্চ Write speed 2.31GB/s বা 2365.44 MB/s এবং সর্বনিম্ন Write speed 2.03GB/s বা 2078.72 MB/s এ ফাইলটি ট্রান্সফার হতে মোট সময় লেগেছে 51 সেকেন্ড এবং এই ফাইল ট্রান্সফার করার সময় Active Time ছিলো 26% থেকে 79% এবং Avarage Response Time ছিলো 131ms থেকে 386 ms এই ফাইলটি Write করার সময় লক্ষ করা যায় যে পুরো ট্রান্সফার প্রক্রিয়াটিতে একবার ও speed ড্রপ হয় নি Constent Speed ছিল, যা একটি ভালো দিক বলা চলে, আমরা এবার উক্ত 105 Gb এর ফাইলটি আমাদের রিভিউ ইউনিট অর্থাৎ Pc Power ThunderStrike  থেকে Tforce Z540 তে Read করে দেখতে পাই সর্বোচ্চ 2.68 GB/s বা 2744.32 MB/s এব সর্বনিম্ন 2.56 GB/s বা 2621.44 MB/s এ ফাইলটি 40সেকেন্ড এ Read হয় এই সময় Ssd এর এক্টিভ Time ছিলো 98%-100% এবং Avarage Response Time ছিলো 0.3ms Constant  ছিলোতবে Every File Transfer Test এর সময় দেখা Claim Write Speed থেকে কিছু বেশিই দিচ্ছিলো। এটি ভালো তবে এটার Actual Information টা Mention করা উচিত ছিল…

  • Synthetic Benchmark via crystal disk mark 8 : 

তারপর আমরা ssd টাকে crystaldisk mark 8 এ একটা benchmark টেস্ট চালিয়ে দেখি, তার আগে বলে নেই আমরা সিনথেটিক Benchmark টি crystal disk mark 8 এর টেস্ট সেটিংস এর ব্যপারে, আমরা 8 gig Nvme প্রোফাইল এর Test Time 5 দিয়ে টেস্ট চালিয়ে দেখেছি, Pc Power Thunderstrike এর ক্লেইম করা Read এবং Write speed যথাক্রমে, 3100MB/s এবং 2100 MB/s। আমরা যখন Crystal disk mark 8 দিয়ে test নেই, তখন দেখতে পাই Sequential Read speed 3241.98 MB/s অর্থাৎ ক্লেইম করা স্পিড থেকে 142.98MB/s বেশি পাওয়া গিয়েছে এবং Sequential Write speed 2352.30 MB/s পাওয়া গিয়েছে যা ক্লেইম করা স্পিড থেকে 152.30MB/s বেশি পাওয়া গিয়েছে…

  • Temperature Test : 

Ssd টিতে idle অবস্থায় Temperature ছিলো 28° Celcius এবং On stress এ Temperature পৌছেছিল 54° celcius এর ঘরে।Gen3 SSD হিসেবে এই Temperature কিছুটা বেশি এর কাতারেই ফেলতে হচ্ছে। Gen3 SSD হিসেবে এর এই Temperature আরো কম Expect করেছিলাম আমরা; তবে যেহেতু 60 Degree Cross করছে না সো ওইদিক দিয়ে Safe বলা যায়…

  • Brand reliability : 

Pc Power কথা বলতে গেলে Computer solution INC এর নাম চলে আসে, দেশের পুরোনো এবং পরিচিত ডিস্ট্রিবিউটর Computer Solution INC তারা তাদের পরিচিত আরো বিস্তৃত করার জন্য একটি ব্র্যান্ড Launch করে Pc Power যার নাম আপনারা এর আগেও শুনেছেন, বাংলাদেশের বাজারে Ups এবং Case মার্কেটে বড় ধরনের সারা ফেলার পর তারা এখন SSD নিয়েও কাজ করছে তার ই ধারাবাহিকতায় তারা তাদের প্রথম Gen3 Nvme ssd Line up রিলিজ করে Pc power Thunderstrike নামে। তারা পিসি পার্টস Like Mouse, Keyboard, Headphones ইত্যাদি আরো বিভিন্ন বিষয় নিয়ে R&D করছে এবং ডিজাইন, ব্র্যান্ডিং এবং আইডিয়া সব তারা দেশে করেছে শুধু Manufacturing টা China-তে হচ্ছে। PC Power Mainly “Computer Solution INC” এর একটি Brand। Ups এবং Case মার্কেটে বড় ধরনের সারা ফেলার পর তারা এখন SSD নিয়েও কাজ করছে। Product Design, RnD, Branding তারা দেশেই করছে তবে Manufacturing-তারা China থেকে করে আনছে…

  • Capacities & variants : 

Pc Power Thunderstrike sdd টি 4 টি ভেরিয়েন্ট এ পাওয়া যায় 128Gb, 256 Gb, 512Gb এবং 1tb দেশের বাজারে 4 ta version ই পাওয়া যাচ্ছে। 

  • Endurance : 

Pc Power Thunderstrike টির 128GB এর Endurance 60 TBW, 256GB এর Endurance 120 TBW 512gb এর Endurance 240 TBW এবং 1TB Capacity এর Endurance 480 TBW। যা একটি Gen 3 এর Ssd হিসেবে Okeish বলা যায়,আমাদের রিভিউ ইউনিট এর MTBF ( Mean Time Between Failure)  1 million Hours। Pc Power  এইখানে ssd এর warrenty 3 বছর ক্লেইম করেছে অর্থাৎ আমাদের রিভিউ ইউনিট অর্থাৎ 1Tb ভেরিয়েন্ট এ প্রতিদিন 448.87 GB write করতে পারলে,তাহলে 3 Years এর মধ্যে TBW আপনারা শেষ করতে পারবেন। যেটি Normal user দের জন্য যথেষ্ট তবে যারা একটু Heavy Loaded কাজ করেন অর্থাৎ বড় বড় ফাইল নিয়ে নাড়াচাড়া করেন তাদের একটু Problem হয়ে যাবে।

  • Price warranty & Support : 

Pc Power Thunderstrike Gen 3, এর:

128 Gb ভেরিয়েন্ট টি বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে 1900  টাকায়।

256 Gb ভেরিয়েন্টি টি বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে 2400 টাকায়।

512 Gb ভেরিয়েন্ট টি বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে 4200 টাকায়।

1 Tb টি বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে 7100 টাকায়

এবং এই ssd এর জন্য 3 বছরের Warranty দিয়েছে, Pc Power। 

  • Cost Per GB : 

ssd টি টার 128 Gb capacity এর Cost per GB 14 টাকা 84 পয়সা

এর 256 Gb capacity এর Cost per gb 9 টাকা 37 পয়সা

এর 512 Gb Capacity এর Cost per gb 8 টাকা 20 পয়সা!

এবং এর 1 TB Capacity এর Cost Per Gb 6 টাকা 83 পয়সা

যেটা Average ঠিকঠাক বলা চলে…

  • Final thoughts: 

এখন ssd টার ভালো এবং খারাপ দিক গুলো কি কি সেইটা নিয়ে আলোচনা করবো, প্রথমে 

  • ভালো দিক গুলো : 
  1. প্রাইস এর কথায় আসি হ্যা বর্তমান বাজারে Gen 3 ssd এর মধ্যে খুব ভালো প্রাইস অফার করছে Pc Power। 
  2. আর যদি speed এর কথা বলি তাহলে এই ssd টা আপনাকে ফাইল ট্রান্সফার এ Constent speed offer করবে।
  3. এর Temperature management যথেষ্ট ভালো।
  • খারাপ দিক গুলো :
  1. খারাপ দিক গুলোর মধ্যে এর Tempareture জিনিসটাকেই Highlight করার মতো, কেননা Gen3 হয়েও Under Benchmark Stress এ এটির Tempareture প্রায় 54 ডিগ্রি ছুয়েছিল, তবে It’s Not That Much Concerning As Long As It Tempareture is Below 60 Degree।
  2. এছাড়া আর তেমন কোনো Issue আমরা দেখতে পাইনি

বাজেটে ভালো একটি SSD এটি। যারা বাজেটে Overall ভালো একটি SSD খুজছিলেন,যদি আপনাদের তেমন বড় বড় ফাইল ট্রান্সফার করা না লাগে এবং TBW নিয়ে মাথা ব্যথা নেই তারা এটিকে আপনাদের Consideration List এ রাখতে পারেন। তবে যারা বড় ফাইল নিয়ে Constant কাজ করেন তাদেরকে অন্য Option দেখার জন্য Recommend থাকবে।

THE END

Script Written By: Shahad Mahmud 

©2024, PC Builder Bangladesh

 

 

 

 

Share This Article

Search