৭ হাজারে Value For Money কি? MiPhi MP300G3 Gen3 SSD Bangla Review

SSD এর বাজারে যেখানে দাম একটু একটু কমে আসছে, সেই সাথে একটু একটু করে নতুন কিছু Brand ও Competition এ বাজারে আসছে, আবার আসছে কিছু নতুন Model ও। তবে নতুন Brand-গুলোর মধ্যে Mostle Gen4 SSD এর দেখা পাওয়া গিয়েছে। দেশের বাজারে Gen4 Lineup যেভাবে Enrich হয়েছে Gen3 এর Market এ আমরা ওভাবে Enrich হতে দেখিনি Recent Time এ । তবে আসতে আসতে সেটিও Enrich হওয়া শুরু করেছে। এতক্ষণে হয়তো Guess করে ফেলেছেন আজকে একটি Gen3 SSD নিয়ে কথা হতে যাচ্ছে। হ্যা, ঠিকই ধরেছেন। কথা বলছিলাম MiPhi MP300G3 Gen3 SSD এর কথা। এই SSD নিয়ে হবে কথা, কিছু অনুসন্ধান।

  •  Competitor Analysis:

বর্তমানে আপনারা “Miphi” এর এই MP300G3 ssdটা পাবেন 7,100TK ( সাত হাজার একশো টাকায়) যা বর্তমান বাজার এ একটা ভালো প্রাইসে দিচ্ছে আমরা এইটার প্রাইসে আশেপাশে যেসব ssd রয়েছে সেগুলো দেখে নেওয়া যাকঃ

তাহলে আসুন দেখি এইটার প্রাইস Range এ কে কে কম্পিট করছে, 

  • ADDLINK S70 Lite 1TB M.2 2280 PCle NVME SSD যার Sequential (Read/Write speed – 3200MB/S / 2600 MB/s) এবং এর প্রাইস ( 7200tk)
  • OCPC MFL -300 1TB M.2 NVME SSD যার (sequential READ/Write SPEED 3300MB/s এবং  3000MB/s)  এর প্রাইস – (7300tk)
  • Transcend 1TB 112S M.2 PCle 3.0×4 SSD যার sequential READ/WRITE SPEED : 1700MB/s এবং  : 1400 MB/s) এর প্রাইস – (7100TK)
  • WESTERN DIGITAL GREEN SN350 1TB M.2 NVME GEN3 SSD যার (sequential READ/WRITE SPEED: 3200MB/S এবং 2500MB/s এর প্রাইস – (7,500tk)
  • TEAM MP33 PRO 1TB M.2 PCle GEN3 NVME SSD যার ( sequential Read/ Write speed 3500MB/s এবং 3000 MB/s)  (Price: 7,350)
  • LENOVO LN860 1TB M.2 GEN3 X4 PCle NVME SSD যার ( Sequential Read & Write speed : 3500 MB/s এবং 3000 MB/s)  এর প্রাইস -( 7,500 tk)
  • HP EX 900 M.2 1TB PCle NVME SSD যার ( sequential Read/ Write Speed : 3300MB/s এবং 2700MB/s)  এর প্রাইস -( 7,600 tk)
  • UNBOXING & BOX CONTENT: 

SSD এর সাথে কোনো বক্স দেয় নি এইটা একটা micro sd কার্ড যেভাবে প্যাকেট করা থাকে ঠিক একই একটা Paper হ্যাংগিং প্যাকেট এ ssd টা আসে, আরেকটা মজার বিষয় এইটার পিছনে কাট আউট দেওয়া নেই তাই আমাদের এইটার পাশে দিয়ে কেটে নিতে হয় এবং বের করতে হয়, হ্যাংগিং প্যাকেট এর সামনে Branding এবং ক্যাপাসিটি এর ইনফরমেশন দেওয়া আছে নিচে এর দিকে Read/ Write speed এর তথ্য রয়েছে, এবং পিছনের দিকে ssd সম্পর্কিত বাকি সব তথ্য দেওয়া আছে।Unboxing করার পর আমরা একটা প্লাস্টিক এর ট্রান্সপারেন্ট ট্রে তে ssd ট পাই, সাথে কোনো থাম্ব screw নেই, সাথে ছিলোনা কোনো user Manual

  • Design & Build Quality :

ssd টা হাতে নেওয়ার পর দেখবেন এর উপরে Miphi এর একটা ব্র্যান্ডিং স্টিকার লাগানো, এবং স্টিকার টা উঠানোর পর আমরা দেখতে পাই একটি Dark Blue কালার এর PCB তে একটি Phison এর কন্ট্রোলার চিপ এবং ২ টা মেমোরি চিপ, এখন প্রশ্ন আসতে পারে 1 tb এর ssd তে ২ টা মেমোরি চিপ,?  নাহ ssd এর বিপরীত দিক অর্থ্যাৎ পিছনে আরেকটি ইনফরমেশন স্টিকার রয়েছে স্টিকার টা তুল্লেই বাকি খুজে না পাওয়া মেমোরি চিপ দুটো খুজে পাবেন

  • Specifications & KEY Features:

Miphi Mp300G3 একটি PCle Gen3 ssd যা একটি Nvme 1.4 protocol এর ssd যা একটি M.2 2280 Form factor এ তৈরি,যার sequential Read Speed 3300MB/s এবং Write speed 3000 MB/s যা ডিসেন্ট Enough একটি Gen3 ssd এর জন্য। তবে এতে কোনো Dram নেই। Random Read Speed 680K IOPS এবং Random Write Speed 650K IOPS।তবে Research এর Time এ একটি জিনিস আমাদের চোখে পড়েছে। SSD-এর Packet এ এর Write Speed Upto 3100MB/s Mention করা থাকলেও Official Datasheet এ এটির Write Speed 3000 MB/s Mention করা। এখন কোনটি সঠিক কে জানেএতে রয়েছে HMB ( HOST MEMORY BUFFER)  Support। সেই সাথে Basic Features গুলো আছে।

  • Controller Analysis : 

Miphi mp300G3 তে Phison এর Controller ব্যবহার করা হয়েছে যার মডেল নাম্বার Ps5015-E15-35 যা একটি Dram Less Gen3 Controller এটি NVMe 1.4 পর্যন্ত supported, এই কন্ট্রোলার টি 2Tb ক্যাপাসিটি পর্যন্ত সাপোর্ট করে,Controller টির ক্লেইম করা Sequential Read speed 3400MB/s এবং Write speed 3000MB/s  এবং এর Random Read speed 500K IOPS, 4K Random Write Speed 720K IOPS এবং এটি HMB ( HOST MEMORY BUFFER) Supported,এটি Upto 4 টি Channel এ মোট 16 টি CE Enable করে এর Flash Transfer Rate হচ্ছে 1200MT/s, এই Controller টি 3D TLC Supported, এবং কন্ট্রোলার টি 4.0 & ONFi 4.2 compatible, এছাড়াও এতে security হিসেবে রয়েছে AES 256 bit encryption, SHA 512 bit, এবং RSA 2048 bit, এবং আরও রয়েছে Pyrite support।Controller-টি 198-Ball, 7mm X 11mm Package Size এ SSD তে Install করা থাকে।

  • Memory Cell Analysis :

এইটার Memory Cell Analysis করলে দেখা যায়, এটিতে Sk Hynix,176 Layer এর 3dv7 TLC cell ব্যবহার করা হয়েছে, এটির Page size 16K এবং CE Size 512Gb, এবং এর Die size 512 Gb এই Memory Cell এ Channel এর 4 টি, তবে অন্যান্য  Information Encrypted থাকায় এর Blocks সংখ্যা এবং Block এ Page সংখ্যা পাওয়া যায়নিMemory cell এর Driver model W10 এবং এর LBA Size 512। Firmware version EHFMC1.0 এই ssd টি তে মোট ডাটা ব্যাংক 16 টি। 

  • HMB & SLC Cache : 

এই ssd তে DRAM না থাকলেও দুধ এর স্বাদ ঘোলমেটানোর জন্য রয়েছে HMB ( Host memory buffer)  support রয়েছে কিন্তু এর ক্যাপাসিটি কিংবা এর স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় নি এতে SLC Cache আছে কি না সেই সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায় নি,

  • Performance Test: 

অনেক হয়েছ হাতে কলমের ঘসাঘসি এবার আমরা দেখবো কোম্পানি এর ক্লেইম করা পারফরম্যান্স ঠিক কতটা যুক্তি যুক্ত এবং কতটা সঠিক, আমরা Performance test গুলো 4 টা ভাগে ভিভক্ত করে নিয়েছি,

  • Windows boot up time
  • Read-Write
  • Synthetic  test
  • Temperature Test

তবে তার আগে আমরা আমাদের টেস্ট সিস্টেম সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে নেই!

  • system specifications:
  1. processor হিসেবে আছে AMD Ryzen 5 7500F,
  2. Motherboard হিসেবে MSI X670E Gaming Plus WiFi
  3. RAM হিসেবে Kingston Fury Renegade 16GB DDR5
  4. Primary SSD হিসেবে আছে T-Force Z540 Cardia Gen 5 SSD

টা মাদার বোর্ড এর cpu এর সাথে কানেক্টেড 4টি M.2 slot রয়েছে সবগুলোই Cpu lane এর সাথে সংযুক্ত।, 

  • Windows Boot up Time Test: 

আমরা এই sss টা তে Windows 11 pro Install দিয়ে boot up করে দেখেছি, Bios screen থেকে Windows এর Welcome screen পর্যন্ত আসতে সময় লেগেছে 4 সেকেন্ড,  যা একটি Gen 3 Ssd অনুযায়ী যথেষ্ট।

  • 82 GB PREMIERE PRO PROJECT R/W TEST : 

Real Life Transfer এ SSD-টির Performance কেমন তা এবার দেখা যাক।

প্রথমে আমরা আমাদের T force z540 2 tb থেকে Premier pro এর একটি পুরো 82 Gb এর ফাইল আমাদের রিভিউ ইউনিট এ Write করে দেখি যেখানে আমরা সর্বোচ্চ 2.8. GB/s বা 2867.2 MB/s. এবং সর্বনিম্ন 1.61 GB/s বা 1648.4 MB/s এ 36 সেকেন্ড এ ফাইলটি সম্পূর্ণ ট্রান্সফার হয়েছে এই সময়ে ssd টির এক্টিভ টাইম ছিলো 75- 97% এবং Avarage response Time 60ms থেকে 1590 ms ( Mili second)  ছিলো।এখানে একটা বিষয় সম্পর্কে কথা না বল্লেই নয়, ফাইলটি Write করার সময় Around 50% এ  ট্রান্সফার স্পিড 0 তে নেমে যায় আবার ১/২ সেকেন্ড পর ফাইলটি ট্রান্সফার হওয়া শুরু করেতারপর আমরা উক্ত 82 GB এর ফাইলটি আমাদের রিভিউ ইউনিট অর্থাৎ Miphi mp 300G3 থেকে Read করে সর্বোচ্চ 2.24 GB/s বা 2293.76MB/s এবং সর্বনিম্ন 1.77GB/s বা 1812.48MB/s speed এ ফাইলটি 40 সেকেন্ড এ সম্পুর্ণ  ট্রান্সফার  হয়েছে এই সময় ssd টির এক্টিভ Time ছিলো 61% থেকে 99% এবং Avarage response Time ছিলো 0.3 থেকে 0.4 ms।

  • Blackmagic 105Gb Braw File Transfer Test : 

এবার একটি 105 Gb এর 8k blackmagic এর ফুটেজ ফাইল নিয়ে একটি টেস্ট চালিয়ে দেখি, যখন এই ফাইল টি Tforce Z540 থেকে Miphi mp 300G3 তে write করি তখন দেখতে পাই সর্বোচ্চ Write speed 2.32 GB/s বা 2375.68 MB/s এবং সর্বনিম্ন Write speed 2.30GB/s বা 2355.2 MB/s এ ফাইলটি ট্রান্সফার হতে মোট সময় লেগেছে 45 সেকেন্ড এবং এই ফাইল ট্রান্সফার করার সময় Active Time ছিলো 68% থেকে 77% এবং Avarage Response Time ছিলো 342ms থেকে 386 ms এই ফাইলটি Write করার সময় লক্ষ করা যায় যে পুরো ট্রান্সফার পক্রিয়াটি তে একবার ও speed ড্রপ হয় নি Constent Speed ছিল, যা একটি ভালো দিক বলা চলে,

আমরা এবার উক্ত 105 Gb এর ফাইলটি আমাদের রিভিউ ইউনিট অর্থাৎ Miphi MP 300G3 থেকে Tforce Z540 তে Read করে দেখতে পাই সর্বোচ্চ 2.46 GB/s বা 2519.04 MB/s এব সর্বনিম্ন 2.41 GB/s বা 2467.84 MB/s এ ফাইলটি 43 সেকেন্ড এ Read হয় এই সময় Ssd এর এক্টিভ Time ছিলো 97%-99% এবং Avarage Response Time ছিলো 0.3ms থেকে 0.4 ms ছিলো!

অর্থাৎ Single Solid Files গুলোর ক্ষেত্রে এই SSD-টি মোটামুটি ভালো Handle করতে পারে, তবে Cluster Chunk File থাকলে এই SSD-টি একটু খাবি খায়, যেটি আমরা Premiere Pro Copy Test এ দেখতে পেয়েছিলাম।

 

  • Synthetic Benchmark via crystal disk mark 8 :

তারপর আমরা ssd টাকে crystaldisk mark 8 এ একটা benchmark টেস্ট চালিয়ে দেখি, তার আগে বলে নেই আমরা সিনথেটিক Benchmark টি crystal disk mark 8 এর টেস্ট সেটিংস এর ব্যপারে, আমরা 8 gig Nvme প্রোফাইল এর Test Time 5 দিয়ে টেস্ট চালিয়ে দেখেছি, Miphi mp300G3 এর ক্লেইম করা Read এবং Write speed যথাক্রমে, 3300MB/s এবং 3000 MB/s। আমরা যখন Crystal disk mark 8 দিয়ে test নেই, তখন দেখতে পাই Sequential Read speed 3356.36 MB/s অর্থাৎ ক্লেইম করা স্পিড থেকে 56.36 MB/s বেশি পাওয়া গিয়েছে এবং Sequential Write speed 3145.18 MB/s পাওয়া গিয়েছে যা ক্লেইম করা স্পিড থেকে 145.18 MB/s বেশি পাওয়া গিয়েছে…

  • Temperature Test :

Ssd টিতে idle অবস্থায় Temperature ছিলো 37° Celcius এবং On stress এ Temperature পৌছেছিল 59° celcius এর ঘরেGen3 SSD হিসেবে এই Temperature বেশি এর কাতারেই ফেলতে হচ্ছে। কারণ Mostly Dramless Gen4 SSD গুলোকে এTempareture Range এ Belong করতে দেখা যায়। Gen3 SSD হিসেবে এর এই Temperature আরো কম Expect করেছিলাম আমরা…

  • Brand reliability : 

যারা SSD নিয়ে হালকা ঘাটাঘাটি করেছেন তারা Taiwan Based SSD Controller Brand Phison এর নাম একবার হলেও শুনেছেন হয়তো। SSD Controller এ Phison One of The Reliable Brand। তো সেই Phison, Micromax এর সাথে Collaboration করে 2023 সাথে MiPhi নামের একটি SSD Brand Establish করে এবং  India তে তাদের Manufacture Plant দেয়।Already তাদের SSD Lineup এ SATA, Gen3, Gen4 এবং Gen5 SSD যুক্ত হয়েছে। So বলতে গেলে খুব বেশি সময় হয়নি তাদের SSD, তবে Already Market এ ভালো ভালো SSD তারা আনান শুরু করেছে…

  • Capacities & variants : 

miphi Mp300G3 ssd টি 3 টি ভেরিয়েন্ট এ পাওয়া যায় 256 Gb, 512Gb এবং 1tb দেশের বাজারে 3 ta version ই পাওয়া যাচ্ছে।

  • Endurance : 

Miphi MP300G3 Ssd টির 256GB এর Endurance 150TBW, 512GB এর Endurance 300TBW এবং 1TB Capacity এর Endurance 600 TBW। যা একটি Gen 3 এর Ssd হিসেবে Okeish বলা যায়, Miphi এইখানে ssd এর warrenty 5 বছর ক্লেইম করেছে অর্থাৎ প্রতিদিন  336.657 GB write করতে পারবেন, তাহলে 5 Years এর মধ্যে TBW আপনারা শেষ করতে পারবেন। যেটি Normal user দের জন্য যথেষ্ট তবে যারা একটু হেভই লোডেড কাজ করেন অর্থাৎ বড় বড় ফাইল নিয়ে নাড়াচাড়া করেন তাদের একটু Problem হয়ে যাবে এই SS

  • Price warranty & Support : 

Miphi mp300G3 ssd টি বর্তমান বাজারে পাওয়া যাচ্ছে 7100 টাকায় এবং Miphi এই ssd এর জন্য 5 বছরের Warranty দিয়েছে,

  • Cost Per GB : 

ssd টি টার 1TB capacity এর Cost per GB 6 টাকা 93 পয়সা

এর 256 gb capacity এর Cost per gb 9 টাকা 57 পয়সা

এর 512 gb capacity এর Cost per gb 8 টাকা 40 পয়সা!

  • Final thoughts: 

এখন ssd টার ভালো এবং খারাপ দিক গুলো কি কি

সেইটা নিয়ে আলোচনা করবো, প্রথমে

  • ভালো দিক গুলো :
  1. প্রাইস এর কথায় আসি হ্যা বর্তমান বাজারে Gen 3 ssd এর মধ্যে খুব ভালো প্রাইস অফার করছে Miphi,
  2. আর যদি speed এর কথা বলি তাহলে এই ssd টা আপনাকে বড় বড় ফাইল ট্রান্সফার এ Constent speed offer করবে।
  3. এর Temperature management যথেষ্ট ভালো, হিট হলেও তেমন পারফরম্যান্স ড্রপ দিতে দেখিনি।
  • খারাপ দিক গুলো :
  1. খারাপ দিক গুলোর মধ্যে এর Tempareture জিনিসটাকেই Highlight করার মতো, কেননা Gen3 হয়েও Under Benchmark Stress এ এটির Tempareture প্রায় 60 Degree Touch করছিলো। অনেক ক্ষেত্রে Workload বেশী হলে 60 Degree ও Cross করতে পারে।

“তবে Miphi এর জন্য কিছু সাজেশন থাকবে, ssd সম্পর্কে Information গুলো Solid রাখার Try করবেন, কেনোনা দেখা গিয়েছে Website এ একরকম এবং Packet এ আরেকরকম যা খুব বিভ্রান্তিকর, কনজিউমার দের জন্য “ 

এই জিনিসগুলো সাইডে রাখলে বাজেটে বেশ ভালো একটি SSD এটি। যারা বাজেটে Overall ভালো একটি SSD খুজছিলেন, এটিকে আপনাদের Consideration List এ রাখতে পারেন

Script Written By: Shahad Mahmud

©2024, PC Builder Bangladesh

 

 

 

 

Share This Article

Search