Search

Samsung S22 Series Announced: এক হয়ে গেল Galaxy S এবং Note সিরিজ

বছরের কয়েকটি মোস্ট এন্টিসিপিয়েটেড স্মার্টফোন সিরিজের একটি এনাউন্স হয়ে গেল কালকে। এইবছরের প্রথম Galaxy Unpacked ইভেন্টের মাধ্যমে এনাউন্স হয় Samsung Galaxy S22 Series। একইসাথে এনাউন্স হয় Galaxy S8 Tab ও। বরাবরেই মত এইবারও S22 Series-এ মোট তিনটি ফোনের দেখা পাচ্ছি। যেখানে রয়েছে- Samsung Galaxy S22, Samsung Galaxy S22 Plus, Samsung Galaxy S22 Ultra। এই সিরিজের অন্যতম আকর্ষণ ছিল Exynos 2200-এ AMD RDNA GPU। আবার Note সিরিজের বক্সি ডিজাইন Galaxy S সিরিজে আসার একটা শক্ত রিউমার আগে থেকে শোনা গিয়েছিল যা সত্য হয়েছে। অন্যদিকে এই দুয়েকটা ব্যতীত তেমন গ্রাউন্ডব্রেকিং টেকনোলজির রিউমার আগে থেকে তেমন আলোচনাও হয়নি। তাই বলে ফ্ল্যাগশিপ থেকে ফ্ল্যাগশিপে কিছু মেজর/মাইনর স্পেক আপডেট থাকবে না তা তো হয় না। আবার এই সিরিজে আমরা কিছুক্ষেত্রে ডাউনগ্রেডও দেখতে পাচ্ছি যা আন-এক্সসেপ্টেবল হলেও সত্যি। তাই আজকের আর্টিকেলটি এমনভাবে সাজানো হয়েছে যাতে এই সিজিরের খুটিনাটি স্পেসিফিকেশন এবং যাবতীয় সবকিছু এক নিমিষেই জানা যায়।

Design & Build: 

প্রথমেই শুরু করা যাক ডিজাইন এন্ড বিল্ড দিয়ে। এইখানে আমরা দেখতে পাচ্ছি, সবকটি ফোনেই একই ধরনের বিল্ড এপ্রোচ ফলো করা হয়েছে। অর্থাৎ আগের মত একটি ফোন প্লাস্টিক বিল্ড অন্যগুলো গ্লাস স্যান্ডউইচ এমনটা করা হয়নি। এইবার তিনটি ফোনেই সাইড ফ্রেইমে দেওয়া হয়েছে আরমর গ্রেইডের অ্যালুমিনিয়াম। অন্যদিকে সামনে পিছনে গ্ল্যাস স্যান্ডউইচ ডিজাইনে দেওয়া হয়েছে একদম লেটেস্ট কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস। এই সিরিজের প্রথম দুইটি ফোন অর্থাৎ ভ্যানিলা S22 এবং S22 Plus-এর ডিজাইন একদম আইন্ডেটিক্যাল এর ঠিক আগের(S21) জেনারেশনের সাথে। কিন্তু S22 Ultra তে আমরা পুরাই ডিজাইন চেঞ্জ দেখতে পাচ্ছি। S22 Ultra এর লুক/ডিজাইন পুরোপুরি Note সিরিজের সাথে মিলে যায়। সেই ফ্ল্যাট বটম/টপ, বক্সি ডিজাইন মোস্ট ইম্পর্ট্যান্টলি বিল্ট-ইন S-Pen আরো স্পেসিফিকভাবে বললে এটিকে Note 20-এর কিছুটা আপডেটেড ডিজাইন বলা যায়। গত বছর Samsung Note সিরিজ নিয়ে অনেক রিউমার ছড়িয়েছিল। যার মধ্য অন্যতম ছিল Note কে ডিসকন্টিনিউ করা হবে বা S সিরিজের সাথে মার্জ করে ফেলা হবে S সিরিজেই S-Pen ইন্টিগ্রেড করে। এখন দেখা যাচ্ছে, ঐসব রিউমার আসলেই সত্য হয়েছে। প্রথমত, গত বছর আমরা কোনো Note সিরিজের ফোন দেখিনি। আবার S21 Ultra তে প্রথম S সিরিজের ফোন হিসেবে আলাদাভাবে S-Pen সাপোর্ট দেওয়া হয়েছিল। কালার ভ্যারিয়েন্ট যেটাই হোক না কেন S-Pen কিন্তু শুধু কালো কালারেই আসবে যদিও পেনের ক্যাপ ফোনের কালারের সাথে মিল থাকবে।

Display: 

Samsung S22 Ultra ছাড়া বাদবাকি দুইটা ফোন S22/S22 Plus-এ ডিসপ্লে স্পেকসে নোটেবল কোনো আপগ্রেড দেখা যাচ্ছে না। আগের FHD+ অর্থাৎ 1080 x 2340 রেজ্যুলেশনের আমোলেড ফ্ল্যাট প্ল্যানেল ব্যবহার করা হয়েছে। সাথে (10-120Hz) এডাপ্টিভ রিফ্রেশ রেইট সাপোর্ট রয়েছে। কিন্তু ডিসপ্লে সাইজ আগের চেয়ে একটু করে ছোট করা হয়েছে। S21 ডিসপ্লে সাইজ 6.2-inch হলেও S22 তে তা 6.1-inch এবং S21 Plus 6.7-inch-এর ডিসপ্লে কে 6.7-inch করা হয়েছে S22 Plus-এ। অন্যদিকে S22 Ultra এর ডিসপ্লে QHD+(1440 x 3088) রেজ্যুলেশনের 6.8-inch কার্ভ আমোলেড প্যানেল রাখা হয়েছে আগের মত। কিন্তু রিফ্রেশ রেইট আরো কম অর্থাৎ এখন সর্বনিম্ম 1Hz পর্যন্ত নামতে পারবে। আবার পিক ব্রাইটনেস 1700 nits এ উন্নিত করা হয়েছে। এছাড়া 240Hz টাচ স্যামপ্লিং রেইট, HDR10+ আরো বেশ কিছু ফিচার তো রয়েছেই। সবগুলো ফোনে আগের মতই সেন্টার পাঞ্চহোল ডিসপ্লে কাট-আউট রাখা হয়েছে সেলফি ক্যামেরার জন্য।

Processor, Ram & Storage:

এই সেকশানে কি কি থাকবে না থাকবে সবাই সেটা আগে থেকেই মোটামুটি অনুমান করে নিতে পারে। Samsung মূলত রিজিওন ভেদে দুই ধরনের চিপসেটে তাঁদের অধিকাংশ ফোন বাজারজাত করে থাকে। এইবার যদিও একটি রিউমার বের হয়েছিল যে, গ্লোবালি একটি চিপসেট(Snapdragon) দেওয়া হতে পারে। কিন্তু তার কয়েকদিন পরই Samsung তাঁদের নিজস্ব চিপসেট Exynos 2200 এনাউন্স করে যাতে AMD RDNA GPU সহ রয়েছে। তাই এইবারও USA, INDIA ও Korea এমনকি বাংলাদেশসহ কিছুদেশের জন্য  Snapdragon 8 Gen 1 এবং অন্যদিকে ইউরোপ সহ বাদবাকি দেশগুলোর জন্য Exynos 2200 দিয়েই মার্কেটে ছাড়বে S22 Series। Snapdragon 8 Gen 1 বিস্তারিত জানতে হলে পড়ে আসতে পারেন আমাদের ডিটেইলড আর্টিকেল। Exynos 2200 নিয়ে এখনও তেমন বেশি কিছু জানা যায় নি যেহেতু Samsung নিজেই এই চিপসেট নিয়েই ধোঁয়াশার মধ্যে রেখে দিয়েছে সবাইকে। তবে চিপসেট সাইজ, সিপিউ সেটাপ এবং অন্য অনেক কিছুই কারেন্ট ফ্ল্যাগশিপগুলোর সাথে কম্পিটিটিভ স্পেসিফিকেশন থাকবে। ভ্যানিলা S22 এবং S22 Plus এর জন্য শুধু মাত্র 8GB LPDDR5 Ram এবং 128GB/256GB UFS 3.1 স্টোরেজ অপশান থাকছে। অন্যদিকে S22 Ultra এর জন্য  8GB/12GB LPDDR5 Ram এবং 128GB/256GB/512GB এমন কি 1TB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ পাওয়া যাবে। যদিও গতবার 16GB-এর একটি ভ্যারিয়েন্ট এভাইলেবল ছিল।

Camera:

এইখানেও অনেকটা সিমিলার এপ্রোচ অর্থাৎ S22/S22 Plus-এর জন্য এক ধরনের ক্যামেরা অ্যারে। অন্যদিকে S22 Ultra এর জন্য অন্য ভিন্ন ধরনের ক্যামেরা সেটাপ। S22/S22 Plus এ দেখা যাচ্ছে 12MP মেইন ক্যামেরা আপগ্রেড করে 50MP এর একটি সেন্সর দেওয়া হয়েছে যার এপেচার ƒ/1.8, পিক্সেল সাইজ 1.0μm, ফিল্ড অফ ভিউ  85° এবং এতে OIS রয়েছে। আল্ট্রাওয়াইড সেন্সর ঠিক আগের মতই অর্থাৎ 12MP এর সেন্সর যার এপেচার ƒ/2.2, পিক্সেল সাইজ 1.0μm, ও 120° ফিল্ড ওফ ভিউ আছে। সর্বশেষ আছে টেলিফটো ক্যামেরা যাতে দেওয়া হয়েছে 10MP সেন্সর। যেটি কিনা 3X অপ্টিক্যাল জুম সাপোর্ট করে এবং OIS রয়েছে। ফ্রন্টে 10MP এর একটি ক্যামেরা যেটা এপেচার f/2. 2 এবং ফিল্ড ওফ ভিউ হচ্ছে 80°। অন্যদিকে S22 Ulta-তে মেইন, টেলিফটো ও আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সর আগের মতই 108MP,10MP & 12MP-ই আছে। বাদবাকি এপেচার, পিক্সেল সাইজও এক্সেট আগের মতই। টেলিফটো সেন্সর দুইটির এপেচার ভিন্ন ভিন্ন এবং দুইটি যার একটি দিয়ে 3x অন্যটি দিয়ে 10x অপ্টিক্যাল জুম করা যাবে। আল্ট্রা ওয়াইড বাদে সবগুলো ক্যামেরা সেন্সরে OIS সাপোর্টেড। ফ্রন্ট ক্যামেরো আগের মত 40MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সবগুলো ফোনে 8K @24fps & 4K@60fps ভিডিও রেকর্ড করা যাবে।

Battery & Charging:

অদ্ভুত ব্যাপার হচ্ছে S22/S22 Plus-এর চার্জিং স্পিড আগের মত রাখলেও তাদের ব্যাটারি সাইজ আগের চেয়ে কমানো হয়েছে। আগে S21-এ 4000mAh ব্যাটারি থাকলেও এইবার তা কমিয়ে 3700mAh এবং S21 Plus এ 4800mAh থাকলেও S22 Plus-এ তা কমিয়ে 4500mAh করা হয়েছে। আবার S22 Ultra-তে অপরিবর্তিত 500mAh রাখলেও চার্জিং স্পিড দ্বিগুন অর্থাৎ ২৫ ওয়াট থেকে ৪৫ ওয়াট করা হয়েছে। যদিও কোনো ফোনের বক্সে কোনো চার্জার থাকবে না। তাছাড়া 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে সব ফোনে।

Others:

আউট অফ দ্য বক্স এই সিরিজের সবগুলো ফোনে OneUI 4.1 বেইসড অন Android 12। Samsung সম্প্রতি তাঁদের আপডেট পলিসিতে পরিবর্তন নিয়ে এসেছে। এখন থেকে চার বছর ধরে মেজর এন্ড্রেয়েড আপডেট এবং পাঁচ বছর ধরে সিকিউরিটি আপডেট দিয়ে যাবে। এছাড়া সবগুলো ফোনে 5G, Bluetooth 5.2, NFC, UltraWide Band(not S22), আল্ট্রাসনিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর ইত্যাদি রয়েছে।

Price and Color Variant:

exclusive color

আদতে নতুন এই সিরিজের দাম S22 পাওয়া যাবে এই চারটি কালারে- Phantom Black, Phantom White, Green, Pink Gold এবং অনলাইনে আলাদা ভাবে আরো কিছু কালার এভাইলেবল- Cream, Graphite, Sky Blue, Violet।

স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী যাদের মূল্য রাখা হয়েছে-
Samsung Galaxy S22 — 8GB + 128GB  $799.99
Samsung Galaxy S22 — 8GB + 256GB  $899.99

S22 Plus পাওয়া যাবে এই তিনটি রেগুলার কালারে- Phantom Black, Phantom White, Green, Pink Gold
তিনটি এক্সলুসিভ কালার(লিমিটেড এডিশন): Cream, Graphite, Sky Blue, Violet।

স্টোরেজ ও র‍্যাম ভ্যারিয়েন্ট অনুযায়ী যাদের মূল্য রাখা হয়েছে-
Samsung Galaxy S22 Plus — 8GB + 128GB  $999.99
Samsung Galaxy S22 Plus — 8GB + 256GB  $1,049.99

S22 Ultra পাওয়া যাবে এই দুইটি রেগুলার কালারে- Phantom Black, Phantom White, Green, Burgundy
তিনটি এক্সলুসিভ কালার(লিমিটেড এডিশন): Graphite, Sky Blue, Red

স্টোরেজ ও র‍্যাম ভ্যারিয়েন্ট অনুযায়ী যাদের মূল্য রাখা হয়েছে-
Samsung Galaxy S22 Ultra — 8GB + 128GB   $1,199.99
Samsung Galaxy S22 Ultra — 12GB + 256GB  $1,299.99
Samsung Galaxy S22 Ultra — 12GB + 512GB  $1,399.99
Samsung Galaxy S22 Ultra — 12GB + 1TB      $1,599.99

গতকাল লঞ্চের পর থেকেই প্রিঅর্ডার শুরু হয়েছে বিভিন্ন দেশে ২৫ তারিখ থেকে ফিজিক্যাল স্টোরে পাওয়া যাবে। বাংলাদেশের Samsung S22 Series এর মূল্য প্রিঅর্ডার ও এভাইভেলিটি সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়ার সাথে এই সেকশনটি আপডেট করে দেওয়া হবে তাই আপডেট জানতে এই আর্টিকেলটি বুকমার্ক করে রাখুন।

Share This Article

Search