[Updatedx1] চলে এল Samsung S21 Series: স্পেসিফিকেশন, দাম ও S20 Series এর সাথে পার্থক্য

দুইদিন আগে এনাউন্স হয়েছিল Samsung লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট Exynos 2100। এর দুইদিন পরই চলে এই চিপসেটসহ S21 Series এর মোস্ট এন্টিসিপেটেড তিনটি ফোন- S21, S21 Plus, S21 Ultra। আজকের আর্টিকেলে আমরা দেখব এই তিনটি ফোনের স্পেসিফিকেশন,দাম ও মোস্ট ইম্পোর্টেন্টলি প্রিভিয়াস জেনারেশন ফ্ল্যাগশিপ Series S20 এর সাথে কোন কোন জায়গায় চেইঞ্জেস এসেছে তা তুলে ধরার চেষ্টা করব যাতে  বর্তমানে যারা S20 Series এ আছেন তাঁদের আপগ্রেড করা আসলেই জরুরি কিনা তা সহজেই বুঝতে পারবেন।

বিল্ডঃ-

S21 সিরিজের বেইস ভ্যারিয়েন্টটি অর্থাৎ S21 এর ব্যাক সাইড পলিকার্বনেটের আইমিন প্লাস্টিকের। এছাড়া বাদবাকি স্পেক এই সিরিজের সব ফোনের জন্যই একই তা হল অ্যালুমিনিয়াম ফ্রেইম, ডিসপ্লে প্রোটেকশনের জন্য ফ্রন্ট গ্লাসটি Coring Gorrila Glass Victus ও S21 Plus ও S21 Ultra এর ব্যাক সাইডেও ফ্রন্টের মত Coring Gorilla Glass Victus দেওয়া। এখন যদি আমরা S20 সিরিজের সাথে পার্থক্য বের করার চেষ্টা করি সেটা হচ্ছে S20 তে ফ্রন্ট ও ব্যাক  উভয়েই Coring Gorilla Glass 6 ব্যবহার করা হয়েছিল। পিছনের ক্যামেরা মডিউলটিও সম্পূর্ণ আলাদা। Samsung এটির নাম দিয়েছে “Contour Cut Camera housing” যেটা কিনা ডিরেক্ট অ্যালুমিনিয়াম ফ্রেইমের সাথে মার্জ করা।

ডিসপ্লেঃ-

গতবারের মতই এইবারও ডিসপ্লে সাইজে হবহু একই থাকছে অর্থাৎ S21 এর সাইজ হচ্ছে 6.2 inch, S21 PLUS এর 6.7 inch ও  S21 Ulta এর 6.8 inch। এছাড়া এইভাবে সবগুলো ফোনে Adaptive Refresh Rate(হায়েস্ট 120Hz) দেওয়া হয়েছে যেটা S20 Series এ ছিল না। S21 ও S21 PLUS এর ডিসপ্লে রেজ্যুলেশন হচ্ছে 2400 x 1080 pixels, দুটো ডিভাইসই হায়েস্ট 1300nits ব্রাইটনেস তুলতে সক্ষম ও পিক্সেল ডেনসিটি হচ্ছে যথাক্রমে 421 PPI ও 394 PPI । অন্যদিকে প্রিমিয়াম ফ্ল্যাগশিপ S21 Ulta এর রেজ্যুলেশন হচ্ছে 3200 x 1440 pixels, হায়েস্ট 1500nits ও পিক্সেল ডেনসিটি 515 PPI। বরবারের মতই এইবারও Dynamic AMOLED টেকনোলজি ব্যবহার করা হয়েছে। S21 ও S21 PLUS এ ফ্ল্যাট প্ল্যালেন ব্যবহার করা হলেও S21 Ultaতে করা হয়েছে কার্ভড প্যানেল। সবগুলো ফোনই HDR10+ সাপোর্টেড। আগের ফ্ল্যাগশিপ সিরিজ S20তে সব গুলো ফোনই কার্ভ ডিসপ্লের ও QHD+ রেজ্যুলেশন ছিল যদিও তখন 1440p তে 120hz পাওয়া যেত না।

চিপসেট, র‍্যাম ও স্টোরেজঃ-

Samsung  S21 series এ আমেরিকা, চাইনা ও হংকঙের জন্য Snapdragon 888 দিয়েছে এবং ইউরোপ, ইন্ডিয়া ও আমাদের দেশ সহ অনেক দেশের জন্য তাঁদের নিজস্ব প্রসেসর Exynos 2100 দিয়েছে। যা অনেক বছর ধরেই হয়ে আসছে। দুইটি চিপসেটই একদম ফ্রেশ Snapdragon 888 দিয়ে এর আগে  Mi 11 ও IQOO 7 লঞ্চ হয়েছে অন্যদিকে S21 series দিয়েই Exynos 2100 এর যাত্রা শুরু হচ্ছে। Snapdragon 888 নিয়ে ইতিমধ্যে দুই পর্বের আর্টিকেল রয়েছে সব খুঁটিনাটি নিয়ে। [প্রথম পর্ব][দ্বিতীয় পর্ব] তাই এইখানে বিস্তারিত আলোচনা করা হচ্ছে না। অন্যদিকে Exynos 2100 এর সিপিউ আর্কিটেচকচারও অনেকটা 888 এর মত শুধু ক্লক স্পিড কিছুটা বেশি Exynos 2100 এর। একটি Cortex X1 কোর যার ক্লক স্পিড 2.9GHz , তিনটি Cortex A78 কোর যাদের ক্লক স্পিড 2.8GHz, Cortex A55 কোর যাদের ক্লক স্পিড 2.2GHz করে। জিপিউ হিসেবে থাকছে  Mali-G78 MP14 যাতে রয়েছে 14 কোর।Exynos 2100 এর খুঁটিনাটি একটি আর্টিকেল শীঘ্রই আসছে। অন্যান্য বার Exynos ভ্যারিয়েন্ট কিছুটা পিছিয়ে থাকলেও এইবার মনে হচ্ছে গ্যাপ টা কমে আসবে। কেননা Snapdragon 888 তৈরি করেছে Samsung তাঁদের নিজস্ব 5nm প্রসেসে। তাছাড়া সিপিউ জিপিউ স্পেকসগুলোও বেশ প্রমিসিং মনে হচ্ছে।

প্রিভিয়াস ফ্ল্যাগশিপ সিরিজে 12GB র‍্যাম থেকে শুরু হলেও এইবার কমিয়ে তা 8GB করে দিয়েছে অর্থাৎ S21 ও S21 PLUS এ শুধু 8GB র‍্যাম দেওয়া হয়েছে। স্টোরেজ হিসেবে দুইটি অপশন 128GB/256GB থাকছে। অন্যদিকে হাই এন্ড ফ্ল্যাগশিপ S21 Ultaতে 12GB/16GB র‍্যামের পাশাপাশি স্টোরেজ পাওয়া যাবে 128GB থেকে 512GB পর্যন্ত। বলতে গেলে S21 ও S21 PLUS উভয়েই র‍্যাম ও স্টোরেজ হেডরুম কমিয়ে ফেলা হয়েছে  S20 ও S20 PLUS থেকে।

ক্যামেরাঃ-

ক্যামেরা সেকশানে S21 ও S21 PLUS এ আগের জেনেরাশনের তুলনায় হার্ডওয়্যার স্পেকস এর দিকে খুব বেশি পার্থক্য নেই সেটা হোক ফ্রন্ট ও ব্যাক। কিন্তু ইমজে প্রসেসিং এ কেমন ইম্প্রুভমেন্ট হয়েছে তা জানতে আমাদের ওয়েট করতে হবে রিভিউ আসা পর্যন্ত। কিছুটা খুব বেশি মেজর না হলেও মাইনর ইম্প্রুভমেন্ট অবশ্যই আসবে কেন না নতুন চিপসেটের সংযুক্ত হয়েছে। S21 ও S21 PLUS এ কোয়াড ক্যামেরা সেটাপে রয়েছে 12MP প্রাইমারি ক্যামেরা যার এপেচার f/1.8, সেন্সর সাইজ 1/1.76″ ও OIS রয়েছে। আল্ট্রা ওয়াইড ও রয়েছে 12MP এর সেন্সর যেটার f/2.2 ও 120° ফিল্ড ওফ ভিউ আছে। টেলিফটো ক্যামেরাটি 64MP, এপেচার f/2.0, সেন্সর সাইজ 1/1.76 এটাতেও রয়েছে OIS। ফ্রন্টে 10MP এর একটি ক্যামেরা যেটা এপেচার f/2. 2 এবং ফিল্ড ওফ ভিউ  হচ্ছে 80°। সেলফি ক্যামেরাকে জায়গা করার দেওয়ার জন্য ডিসপ্লেতে রয়েছে সিংগেল পাঞ্চ হোল কাটআউট। 4K@60fps ভিডিও রেকর্ড করা যাবে।

                               

অন্যদিকে S21 Ultaতে মেইন ও আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেন্সর আগের মতই 108MP ও 12MP নিয়েই আছে। বাদবাকি এপেচার, পিক্সেল সাইজও এক্সেট আগের মতই কিন্তু টেলিফটো আগে একটি 48MP থাকলেও এইবার S21 Ultaতে 10MP এর ভিন্ন এপেচার বিশিষ্ট(ƒ/2.4/ƒ/4.9) দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার একটি দিয়ে 3x অন্যটি দিয়ে 10x  অপ্টিক্যাল জুম করা যাবে। আল্ট্রা ওয়াইড বাদে সবগুলো ক্যামেরা সেন্সরে OIS সাপোর্টেড। ফ্রন্ট ক্যামেরো আগের মত 40MP ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। 4K@60fps ভিডিও রেকর্ড করা যাবে।

ব্যাটারি, ওএস ও অন্যান্যঃ-

S21 ও S21 Ultaতে ব্যাটারি সাইজ চেইঞ্জ হয়নি অর্থাৎ S21 এ 4,000mAh এবং S21 Ulta এ 5,000mAh রাখা হয়েছে। অন্যদিকে S21 PLUS এ 300mAh বাড়িয়ে 4500mAh থেকে 4,800mAh করা হয়েছে। আগের মতই 25W ফাস্ট চার্জিং USB 3.2 পোর্ট দিয়ে ও 15W wireless charging, 4.5W reverse wireless charging ফিচার আগের মতই বহাল রয়েছে। সবচেয়ে বড় চমক হচ্ছে কিন্তু সেটা আগে থেকে শোনা যাচ্ছিল স্পেশালি Apple iPhone 12 series লঞ্চ করার পর থেকেই যে, S21 Series এও বক্সে চার্জার প্রোভাইড করা হবে না এবং আসলেই চার্জার বক্সের সাথে দেওয়া হয়নি। ওএস হিসেবে থাকছে এন্ড্রয়েড ১১ এর উপরে স্যামসাং এর কাস্টম স্কিন OneUI3.1 । Bluetooth 5.1, NFC, Wi-Fi 6, 5G, I68 rating, ultrasonic fingerprint sensor ও ফেইস আনলক বরাবরই আগের মত থাকছে।

হেডফোন জ্যাক তো আগেই বাদ দেওয়া হয়েছে এইবার মাইক্রো এসডি কার্ড সাপোর্টও বাদ দেওয়া হয়ছে। আরেকটি বড় আপগ্রেড হচ্ছে এই S21 Series এ প্রথম বারের মত S Pen সাপোর্ট করবে কিন্তু তা আলাদাভাবে কিনে নিত হবে চার্জার এর মত।

কালার ভ্যারিয়েন্ট ও মূল্যঃ-

প্রাইসিং এও একটি চমক থাকছে। প্রতিটি ফোন আগের বারের চেয়ে $200 কম রাখা হয়েছে।

S21 পাওয়া যাবে এই চারটি কালারে- Phantom Violet, Phantom Gray, Phantom White, Phantom Pink এবং

স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী যাদের মূল্য রাখা হয়েছে-
Samsung Galaxy S21 — 8GB + 128GB  $799.99
Samsung Galaxy S21 — 8GB + 256GB  $899.99

S21 Plus পাওয়া যাবে এই তিনটি রেগুলার কালারে- Phantom Violet, Phantom Gray, Phantom White
দুইটি এক্সলুসিভ কালার(লিমিটেড এডিশন): Phantom Gold, Phantom Red

স্টোরেজ ও র‍্যাম ভ্যারিয়েন্ট অনুযায়ী যাদের মূল্য রাখা হয়েছে-
Samsung Galaxy S21 Plus — 8GB + 128GB  $999.99
Samsung Galaxy S21 Plus — 8GB + 256GB  $1,099.99

S21 Ultra পাওয়া যাবে এই দুইটি রেগুলার কালারে- Phantom Gray, Phantom White
তিনটি এক্সলুসিভ কালার(লিমিটেড এডিশন): Phantom Titanium, Phantom Navy, Phantom Brown

স্টোরেজ ও র‍্যাম ভ্যারিয়েন্ট অনুযায়ী যাদের মূল্য রাখা হয়েছে-
Samsung Galaxy S21 Ultra — 12GB + 128GB  $1,199.99
Samsung Galaxy S21 Ultra — 12GB + 256GB  $1,299.99
Samsung Galaxy S21 Ultra — 16GB + 512GB  $1,399.99

বাংলাদেশের Samsung S21 Series এর মূল্য প্রিঅর্ডার ও এভাইভেলিটি সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়ার সাথে এই সেকশনটি আপডেট করে দেওয়া হবে তাই আপডেট জানতে এই আর্টিকেলটি বুকমার্ক করে রাখুন।

আপডেট ১ঃ বাংলাদেশে অফিশিয়ালি  Galaxy S21 Ultra 5G (12/256GB) 139 999 টাকায় প্রিঅর্ডার নেওয়া শুরু হয়েছে। প্রি অর্ডারের গিফট হিসেবে 10000 Taka ক্যাশ ব্যাক অথবা Samsung Galaxy Buds Pro দেওয়া হবে। প্রিঅর্ডার করতে ভিসিট করুনঃ এইখানে

 

Share This Article

Search