আর পাঁচ দিন পর এনাউন্স হতে যাচ্ছে বিশ্বের সর্বপ্রথম Gorilla Glass 6 ও মিনিমাল নচ বিশিষ্ট Oppo F9 স্মার্টফোনের। সত্যি কথা বলতে, এই ফোনের নচটিকে আমার কাছে পারফেক্ট নাক বলে মনে হচ্ছে। কারণ, এই নচটিতে শুধু মাত্র ক্যামেরা ছাড়া আর কিছু খুজে পাবেন না। যদিও অপ্পোর ভিয়েতনাম ওয়েবসাইটে Oppo F9 ফোনটিকে লিস্ট করা হয়েছে কিন্তু অফিসিয়ালি এনাউন্স হওয়ার আগেই এটির স্পেসিফিকেশন নিয়ে গুজব রটে গেছে স্মার্টফোন দুনিয়ায়। চলুন দেখে নেই কি কি থাকতে পারে Oppo এর এই আপার মিডরেঞ্জ প্রিমিয়াম Oppo F9 স্মার্টফোনে।
Network | GSM/ HSPA/ LTE |
Body | Dimensions: 156.7 x 74 x 8 mm (6.17 x 2.91 x 0.31 in) Weight: 169 g (5.96 oz) Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Display | LTPS IPS LCD capacitive touchscreen, 16M colors Size: 6.3 inches, 99.1 cm2 (~85.4% screen-to-body ratio) Resolution: 1080 x 2280 pixels, 19:9 ratio (~400 ppi density) Multitouch: Yes Protection: Corning Gorilla Glass 6 – ColorOS 5.2 |
Platform | OS: Android 8.1 (Oreo) Chipset: MediaTek MT6771 Helio P60 CPU Octa-core (4×2.0 GHz Cortex-A73 & 4×2.0 GHz Cortex-A53) GPU: Mali-G72 MP3 |
Memory | Card slot microSD, up to 256 GB (dedicated slot) Internal 64 GB, 4 GB RAM or 128 GB, 6 GB RAM |
Main Camera | Dual 16 MP, f/1.9, PDAF 2 MP, depth sensor Features: LED flash, HDR, panorama Video: 1080p@30fps |
Selfie Camera | Single 25 MP, f/2.0 Video: 1080p@30fps |
Sensor | Fingerprint (rear-mounted), accelerometer, gyro, proximity, compass |
Battery | Non-removable Li-Ion 3500 mAh battery |
Color | Sunrise Red, Twilight Blue, Starry Purple |
এছাড়াও একটি স্মার্টফোনে সাধারণভাবে যা থাকে তার সব কিছুই আপনি এতে পাবেন।
অনুমান করা হচ্ছে Oppo F9 এর ভারতীয় মূল্য প্রায় ২২ হাজার রুপির কাছকাছি হতে পারে। বাংলাদেশে Oppo F9 আপনারা পেতে পারেন ৩০ থেকে ৩২ হাজার টাকার মধ্যে। তবে দাম সম্পর্কে কনফারমেশন অফিশিয়াল এনাউন্সমেন্টের পরেই দেয়া যাবে।
সময় পেলে আপনারা পড়ে আসতে পারেন Huawei Nova 3i এর অফিসিয়াল লঞ্চ সম্পর্কে। আর্টিকেলটি পড়ার জন্য এখানে ক্লিক করুন।