OnePlus N10 & N100: হেডফোন জ্যাক ও মাইক্রোএসডি স্লট সহ দুটি বাজেট ফোন

OnePlus সম্প্রতি এনাউন্স করল আরো দুটি বাজেট ফোন। কয়েকমাস আগেই তাঁরা মার্কেটে OnePlus Nord দিয়ে বেশ সাড়া ফেলে দিয়ে ছিল। এরপরই গুঞ্জন শুরু হয় আসতে যাচ্ছে OnePlus এর আরো বাজেট ফোন। এর প্রেক্ষিতে OnePlus দুটি ফোন যথাক্রমে OnePlus N10 & OnePlus N100 এনাউন্স করে। মজার ব্যাপার হল OnePlus X এর পর এই প্রথম হেডফোন জ্যাক ও মাইক্রোএসডি স্লটসহ ফোন বাজারে নিয়ে এসেছে।

OnePlus এর এনাউন্সমেন্ট থেকে জানায় যায়, আপাতত ফোন দুটি শুধুমাত্র ইউরোপের বাজারে পাওয়া যাবে। পরবর্তীতে নর্থ এমেরিকাতে এভাইলেবল হবে। কিন্তু এশিয়ার ব্যাপারে কোনো ইঙ্গিত পাওয়া যায় নি। দুটি ফোনের মধ্যে OnePlus N10 পাওয়া যাবে নভেম্বরের ১০ তারিখ থেকে এবং OnePlus N100 এভাইলেবল হতে আরো মাস খানের এর মত লাগতে পারে।

OnePlus N10 একটি মাত্র কালারে পাওয়া যাবে সেটি হচ্ছে Midnight Ice একইভাবে OnePlus N100 ও একটি কালার অর্থাৎ Midnight Frost পাওয়া যাবে।

OnePlus N10 এর স্পেসিফিকেশনঃ-

  • ৮ ন্যানোমিটারের Snapdragon 690 অক্টাকোর প্রসেসর (দুইটি গ্লোল্ড কোর ও ৬টি সিলভার কোর) ও Adreno 619L জিপিইউ
  • 6.49-inch FHD+ IPS LCD সিংগেল কাটআউট পাঞ্চহোল ডিসপ্লে সাথে ৯০হার্টজ রিফ্রেশ রেইট
  • ৬৪মেগাপিক্সেলের মেইন +  ৮মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড + ২মেগাপিক্সেলের ম্যাক্রো + ২মেগাপিক্সেলের
    মনোক্রোম সেন্সর সম্বনয়ে পিছনে কোয়াড ক্যামেরা সেটাপ ও সামনে ১৬মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
  • ডিসপ্লে প্রোকেটশনের জন্য Coring Gorila Glass 3 ও বাদবাকি বডি প্লাস্টিক দিয়ে তৈরি
  • ৬ জিবি র‍্যাম, ১২৮ জিবি UFS 2.1 স্টোরেজ, সাথে এক্সটারনাল মাইক্রোএসডি কার্ড সাপোর্ট
  • এন্ড্রয়েড ১০ উপরে Oxygen OS এর কাস্টমোইড স্কিন
  • ৪৩০০ মিলি এম্পাওয়ায়রের ব্যাটারি যা চার্জ করা যাবে Warp Charge 30T দিয়ে
  • রিয়ার মাউন্টেড ফিংগার প্রিন্ট সেন্সর
  • ৫জি+৪জি সাপোর্ট ও স্টেরিও স্পিকার
  • হেডফোন জ্যাক ও ডুয়েল সিম সাপোর্ট।

OnePlus N100 এর স্পেসিফিকেশনঃ-

  • সদ্য লঞ্চ হওয়া Qualcomm Snapdragon 460 যা একটি ১১ ন্যানোমিটার এর প্রসেসর যাতেও ৮টি কোর রয়েছে। সাথে জিপিউ হিসেবে থাকছে Adreno 610
  • 6.52-inch HD+ IPS LCD সিংগেল কাটাআউট পাঞ্চহোল ডিসপ্লে সাথে রেগুলার  ৬০হার্টজ রিফ্রেশ রেইট ডিসপ্লের পিক্সেল ডেনসিটি হচ্ছে 269 ppi
  • ১৩মেগাপিক্সেলের মেইন +  ২মেগাপিক্সেলের বোকেহ + ২মেগাপিক্সেলের ম্যাক্রো অন্যদিকে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ৮মেগাপিক্সেল
  • ডিসপ্লে প্রোকেটশনের জন্য Coring Gorila Glass 3 ও বাদবাকি বডি প্লাস্টিক দিয়ে তৈরি
  • ৪ জিবি র‍্যাম, ৬৪ জিবি UFS 2.1 স্টোরেজ, সাথে এক্সটারনাল মাইক্রোএসডি কার্ড সাপোর্ট
  • ৫০০০ মিলি এম্পাওয়ায়রের ব্যাটারি যা চার্জ করা যাবে ১৮ওয়াট ফাস্ট চার্জার দিয়ে
  • অপারেটিং সিস্টেম হিসেবে এন্ড্রয়েড ১০ উপরে Oxygen OS এর কাস্টমোইড স্কিন
  • রিয়ার মাউন্টেড ফিংগার প্রিন্ট সেন্সর
  • অনলি ৪জি সাপোর্ট ও স্টেরিও স্পিকার
  • হেডফোন জ্যাক ও ডুয়েল সিম সাপোর্ট

আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আমরা জানি OnePlus ফোন গুলোতে OnePlus Alert Slider থাকে। কিন্তু সদ্য এনাউন্স করা ফোন দুটিতে যা দেওয়া হয়নি কিন্তু প্রথম নর্ড ফোনে এই এলার্ট স্লাইডার দেওয়া হয়েছিল।

এবার যদি মূল্যের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে OnePlus N10 এর মূল্য ইউরোপে রাখা হয়েছে £329/€349 যা ডলারে কনভার্ট করলে দাঁড়ায় $411। অন্যদিকে OnePlus N100 এর মূল্য £179/€199 যা ডলারে হচ্ছে $234।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot