Google Pixel 8 & 8 Pro: সম্ভাব্য Specs,Price,features

Apple এনাউন্স করেছে তাদের iPhone 15 Lineup । টেক জায়ান্ট গুগল ও বসে নেই। Google ও ঘোষণা দিয়ে রেখেছে তাদের জনপ্রিয় স্মার্টফোন Pixel সিরিজের পরবর্তী সংস্করণ এর ফোন।  অক্টোবরের ৪ তারিখে এনাউন্সড হবে Pixel 8 ও Pixel 8 Pro। সম্ভাব্য স্পেসিফিকেশন, ফিচার গুলো এক নজর দেখে নেওয়া যাক এবার।

উল্লেখযোগ্য যত পয়েন্টঃ

বিস্তারিত আলোচনার আগে আমরা এবারের Google Pixel 8 লাইনআপের আলোচিত বিষয়গুলো খুবই সংক্ষেপে চোখ বুলিয়ে নিতে পারি।

  • বরাবরের মতই Base version ও pro version থাকবে।
  • সম্পুর্ণ নতুন চিপসেট ফিচার করবে দুটি ফোনই।
  • সম্পুর্ণ নতুন প্রাইমারী ক্যামেরা থাকবে দুটি ফোনেই।
  • অনুমান করা হচ্ছে Jade, Licorice, Porcelain, and Sky, এই চারটি কালারে আসবে Pixel 8 Proডিভাইস গুলো ।
  • আগের বছরের পিক্সেল ডিভাইসগুলোর তুলনায় দাম বাড়তে পারে।
  • বেইস পিক্সেল বা Pixel 8 এর ডিজাইনে তেমন কোনো পরিবর্তন আসবেনা।
  • যদিও প্রো মডেলের ডিজাইনে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে।
  • অনেকদিন পর Google Camera App এ বড়সর পরিবর্তন দেখা যেতে পারে।
  • Pixel 8 Pro তে থাকবে একটি IR Thermometer । যেটা দিয়ে শরীরের তাপমাত্রা মাপা যাবে।

Pixel 8 and 8 Pro: SoC Specs

এখন পর্যন্ত যা যা তথ্য পাওয়া গিয়েছে, তার ভিত্তিতে বলা যায় যে Pixel 8 ও 8 Pro তে একই প্রসেসর থাকবে। সম্পুর্ণ নতুন Google Tensor G3 প্রসেসর থাকবে Pixel 8 ও 8 Pro তে। এটা একটা 4nm Node এ প্রস্তত প্রসেসর । Apple এর মত hexa core কিংবা Snapdragon, Exynos এর মত Octa core নয়, বরং এই প্রসেসরটির কোর কনফিগারেশন কিছুটা উদ্ভট, ৯ কোর এর প্রসেসর। Gsmarena এর স্পেকস অনুসারে এতে থাকবে একটি ৩ গিগাহার্জের  Cortex-X3 কোর, 2.45 GHz এর ৪টি Cortex-A715 কোর ও 2.15 GHz এর আরো চারটি Cortex-A510 কোর। জিপিইউ হিসেবে এতে থাকবে Immortalis-G715s MC10।

UFS 4.0 revision এর স্টোরেজ থাকবে ১২৮-২৫৬-৫১২ (only pro model) গিগাবাইটের । প্রত্যেক ক্ষেত্রেই র‍্যাম থাকবে ১২ গিগাবাইট ।

Pixel 8 and 8 Pro rumored camera specs

Android Authority এর মতে দুটি ফোনের প্রাইমারী ক্য্যামেরা হিসেবে Isocell GN2 সেন্সর থাকবে।Pixel 7A তে ব্যবহ্বত ৬৪ মেগাপিক্সেল এর IMX787 থাকতে পারে Ultrawide হিসেবে। আর Pixel 8 Pro তে তৃতীয় ক্যামেরা হিসেবে থাকবে 48 মেগাপিক্সেল এর Samsung GM5 টেলিফটো লেন্স।

ফ্রন্ট ক্যামেরাতে অবশ্য আগের মতই Samsung 3J1 ১১ মেগাপিক্সেল শুটার উপস্থিত থাকবে।

Google Pixel 8 and 8 Pro Design and display specs:

Pixel 8 ও 8 Pro এর ডিজাইন কেমন হবে তার কিছুটা ধারণা পেতে পারেন sneak peak video এবং এই স্ক্রিনশট থেকে। দুটি কালার দেখা যাচ্ছে ভিডিও ও ছবিতে।

Pixel 8  এর ডিসপ্লে সাইজ কমে 6.1 Inch এ চলে আসতে পারে এবার। তবে হাই রিফ্রেশ রেট থাকতে পারে।

অন্যদিকে Pixel 8 Pro তে ডিসপ্লে সাইজ ও রিফ্রেশ রেট আগের মত থাকলেও রেজুলুশন ও ব্রাইটনেসে উন্নতি দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Pixel 8 and 8 Pro Battery

Pixel 8 এ প্রায় 4500 Mah ব্যাটারি ও 8 Pro তে থাকবে প্রায় 5000 Mah ব্যাটারি।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot