DIY Phone Skin How to Make DBrand Like SKin Under 1$ | ৫০ টাকার মধ্যে হুয়াওয়ে GR3 স্কিন

High quality phone skin are costly, however you can make one in home under 1$.

ডি ব্র্যান্ডের মত একটা কোয়ালিটি স্কিনের দাম অনেকেরই নাগালের বাইরে, পিসিবি বিডি ল্যাবে রাকিব তৈরি করে দেখালো প্রায় একই কোয়ালিটির স্কিন, কিন্তু মাত্র ৫০ টাকার মধ্যে। স্কিনটি লাগানো হয়েছে হুয়াওয়ে GR3 স্মার্টফোনে, ঠিক এইভাবে আপনারাও পারবেন আপনাদের ফোনটিকে সুন্দর একটা স্কিন দিতে অত্যন্ত সস্তায়।

কার্বন ফাইবার টেক্সচারটি প্রতি স্কয়ার ফিট ২০-৫০ টাকার মধ্যে পাওয়া যাবে যেকোন গাড়ি অথবা বাইক ওয়ার্কশপে, প্রতি স্কয়ার ফিটে কমপক্ষে তিনটা স্কিন করা যাবে।

Watch Huawei GR3 Review video at: https://www.youtube.com/watch?v=GbKwHXzaZP0

Share This Article

Search