এন্ড্রয়েড ১১ এর বেটা ভার্সন বেশ কয়েক মাস আগেই ডেভেলপারদের জন্য উনক্ত করে দিয়েছিল। বরাবরের মতই গুগলের পিক্সেল ফোন গুলো সবার আগেই অর্থাৎ সেপ্টেমর থেকেই আপডেটের জন্য মনোনীত পিক্সেল ফোনগুলোতে আসতে শুরু হয়েছে। বেটা টেস্টিং শেষে এখন মোস্ট রিসেন্ট ফ্ল্যাগশিপ গুলোতে এন্ড্রয়েড ১১ এর আপডেট আসা শুরু হয়ে গিয়েছে। মিড-রেঞ্জের ও বাজেট ফোনগুলোতে আসতে হয়ত আরো বেশ কিছুদিন সময় লাগতে পারে। কিন্তু এন্ড্রয়েড ১১ তে কি কি নতুন একই সাথে গুরুত্বপূর্ণ ফিচার থাকছে তা কিন্তু এখনই জেনে নিতে পারেন।
এন্ড্রয়েড ৯ থেকে ১০ কে ম্যাসিভ আপডেট বলা হয়। যেমনঃ এন্ড্রয়েড ১০ ডার্ক থিম থেকে শুরু করে প্রাইভেসি উপর আরো বেশি কট্রোল ইউজারকে দিয়ে দেওয়া ইত্যাদি আপডেট ছিল। কিন্তু এন্ড্রয়েড ১০ থেকে ১১ আমরা এমন বড় কিছু দেখতে পাব না। কিন্তু আমরা এন্ড্রয়েড ১১ এমন কিছু ছোট ছোট ফিচার এড করেছে যা সবার কমবেশি দরকার। তো, এমন কিছু দরকারি ফিচারের ইনসাইটস দেখে নেওয়া যাক।
Media Controls
মনে করেন আপনি স্পটিফাই দিয়ে গান শুনে ফেইসবুক ব্রাউস করতে গিয়ে একটা মাস্ট ওয়াচ ইউটিউব ভিডিও পেলেন এবং ঐটা দেখা শেষ করার পর আবার যখন গান শুনা রিজিউম করতে যাবেন তখন আবার স্পটিফাই অ্যাপে যাওয়া লাগত এতদিন। কিন্তু এন্ড্রয়েড ১১ এসে আপনাকে আর অ্যাপে যাওয়া লাগবে না। নটিফিকেশন শেইড থেকেই রিজিউম করা যাবে ইউটিউব এর মিডিয়া ব্লক সুইপ করে দিয়েই। এক কথায় বললে নটিফিকেশন শেইডে শুধু একটা অ্যাপের বদলে অনেক অ্যাপের মিডিয়া কন্ট্রোল করা যাবে।
Notifications
এন্ড্রয়েড ১১ এ নটিফিকেশন সেকশানে মোট ৩টি সাব সেকশন থাকছে। আগে যেখানে দুইটি অর্থাৎ এলার্ট আর সাইলেন্ট সেকশন ছিল শুধু যেখানে কনভারসেশন নামে আরেকটি এড করা হয়েছে। নতুন সেকশনে মেসেজ ও সোশাল ম্যাসিং সব এর অ্যাপে এর নটিফিকেশন থাকবে। যাতে করে কোনো মেসেজ মিস না হয়। ঐ কনভারসেশন সেকশনে আবার কোনো একটা মেসেজ থ্রেড অথবা কোনো অ্যাপকে হাই প্রাইয়োরিটি সেট করে দেওয়া যাবে। অপর দুইটি সেকশন এর কাজ আগের মতই থাকছে।
Notifications History
ঘুম থেকে উঠে আমরা নটিফিকেশন সুইপ করতে করতে আমরা অনেক সময় না জেনেই দরকারি নটিফিকেশন সুইপ করে দিই। কিন্তু ঐ নটিফিকেশন আর পাওয়া যেত না। কিন্তু এন্ড্রয়েড ১১ এ নটিফিকেশন হিস্টোরিতে সব নটিফিকেশন ২৪ ঘন্টার জন্য সেভ থাকবে। কিন্তু এর জন্য সেটিংস থেকে অন করে দেওয়া লাগবে যাতে করে হিস্টোরি সেভ থাকতে পারে। Settings > Apps & notifications > Notifications > Notification history তে গিয়ে হিস্টোরি সেভ অন করা যাবে এবং এই সেকশন থেকেই নটিফিকেশন হিস্টোরি দেখা যাবে।
Chat Bubbles
এই ফিচার একবারেই নতুন কিছু না। ফেইসবুক মেসেঞ্জারে এই ফিচার অনেক আগেই থেকেই আছে। এমনকি এন্ড্রয়েড ১০ এ ফোনের ডিফল্ট মেসেজিং অ্যাপ এর জন্য চ্যাট বাবল ছিল। কিন্তু এন্ড্রয়েড ১১ এ এসে এটা পুরোপুরি সিস্টেম ওয়াইড একটা ফিচার করে দিয়েছে। অর্থাৎ ফোনের সব মেসেজিং অ্যাপের জন্য চ্যাট বাবল চালু করে দেওয়া যাবে। যেমনঃ টেলিগ্রাম, ওয়াটসঅ্যাপ এও মেসেঞ্জারের মত চ্যাট বাবল দিয়ে চ্যাট করা যাবে।
Screen Recorder with Audio
এতদিন থার্ড পার্টি অ্যাপ দিয়ে স্ক্রিন রেকর্ড করা গেলেও ফোনের ইন্টারনাল অডিও একই সাথে রেকর্ড করার সুযোগ ছিল না। এখন কুইক টাইলস থেকে স্ক্রিন রেকর্ড করা শুরু করার সময় অন স্ক্রিন ট্যাপ ও অডিওসহ রেকর্ড করতে চাচ্ছেন কিনা ঐ অপশান থাকবে। কিছুটা দেরিতেও এটা ওয়েলকামিং কেননা এতে থার্ড পার্টি অ্যাপের নির্ভরশীলতা কমাবে।
Scheduled Dark Mode
এন্ড্রয়েড ১০ এ নেটিভ ডার্ক মোড দিলেও ঐটা ছিল খুবই সিম্পল। হয় আমরা ডার্ক মোড অন করব অথবা অফ করে রাখব। কিন্তু ডু নট ডিস্টার্ব বা অনেক ফিচার এর মত শিডিউড করে দেওয়া যেত না দিনের একটা নির্দিষ্ট সময়ে নিজে নিজে অফ অন হবে। কিন্তু এন্ড্রয়েড ১১ এসে শিডিউড ডার্ক মোড সব অ্যাপে আলাদা আলাদাভাবে সেট করা যাবে।
App-pinning to the share sheet
আমরা অনেকে গ্যালারী থেকে একটা ইমেজ বা ফাইল ম্যানেজার থেকে একটা ডকুমেন্ট শেয়ার শিটের মাধ্যমে ডিরেক্ট মেইল বা ওয়াটসঅ্যাপে শেয়ার করে থাকি। এতদিন শেয়ার শিটে কোন একটা স্পেসিফিক অ্যাপ পিন করা রাখা যেত না। কিন্তু এখন থেকে একটা স্পেসিফিক অ্যাপ পিন করে রাখতে পারবেন এবং শেয়ারিং এর সময় কোন অ্যাপে পাঠাচ্ছেন ঐটা আর না খুজেই খুব দ্রুতই পিন করা অ্যাপে শেয়ার করা যাবে।
More privacy control
কোনো একটা অ্যাপকে আমাদের ডাটা এক্সেস দেওয়ার সময় এলাউ/ ডেনি ছাড়াও ‘only while using this app’ অপশন দেখে থাকি। এন্ড্রয়েড ১১ এ আরো নতুন একটি অপশন “only this time” সংযোজন করেছে। সাসপিসিয়াস অ্যাপ গুলোর ক্ষেত্রে আপনারা চাইলে প্রতিবার এই অপশন ব্যবহার করে কিছুটা নিশ্চিন্তে থাকা যাবে।
Power button menu
বর্তমানে পাওয়ার বাটন কয়েক সেকেন্ড ধরে রাখলে পাওয়ার বাটন মেনু দেখায়। কিন্তু পাওয়ার বাটন মেনুর পাশাপাশি খালি জায়গা ইউটিলাইজ করার জন্য গুগল এন্ড্রয়েড ১১ এ বেশ কিছু অপশন দিয়েছে। যেমনঃ Google Pay সার্ভিসকে পিন করে রাখা যাবে। তাছাড়া স্মার্ট ডিভাইস গুলোকে ডিরেক্ট পাওয়ার মেনু থেকে কন্ট্রোল করা যাবে। কিন্তু ফিচারটি গুগল অন্য স্মার্ট ফোন নির্মাতাদেরকে তাঁদের কাস্টম স্কিনের জন্য বাধ্যতামূলক করে দেয় নি ফলে আমরা এটা ইউভার্সালি সব এন্ড্রয়েড ১১ স্মার্টফোনে দেখব তার কোনো নিশ্চয়তা নাই।
Voice Access
ভয়েস এক্সেসকে নতুন এন্ড্রয়েডে আরো বেশি ইউজার ফ্রেন্ডলি ও কন্টেক্স বেসিস করা হয়েছে। আগে ফোন হাতে নেওয়া ছাড়া যদি ভয়েস এক্সেস দিয়ে কোন কাজ করাতে হত তখন ঐ অ্যাপের বিভিন্ন সেকশনের জন্য দেওয়া নাম্বার গুলোকে কল করা লাগত। যেমনঃ আগে বলতে হত “tap 4 times” একটা টুইট কম্পোস করার জন্য। কিন্তু এখন “Open Twitter, compose tweet” বললেই যথেষ্ট হবে।
Update via Playstore
সাধারণত মেজর আপডেট গুলো স্মার্টফোন নির্মাতারা তাঁদের প্রেফারেবল ওয়েতে দিয়ে থাকে। এন্ড্রয়েড ১১ থেকে গুগল ডিরেক্ট প্লে স্টোরের মাধ্যমেই ইউজারের কাছে পৌঁছে দিতে পারবে। কিন্তু মেজর আপডেট না এই ওয়েতে আসবে না। কিছু গুরুত্বপূর্ণ সিকিউরিটি প্যাচ হয়ত পাওয়া যাবে। দুয়েকটা মেজর আপডেটের পর অনেক ফ্ল্যাগশিপ ফোন(বাজেট ফোনের কথা তো বাদই দিলাম) আপডেট থেকে বঞ্চিত হতে দেখা যায় কিন্তু প্লেস্টোরের মাধ্যমে আপডেটের কারণে সব ফোন গুলো আশা করা যাচ্ছে গুরুত্বপূর্ণ প্যাচগুলো পাওয়া যাবে।
Emoji
প্রতি এন্ড্রয়েড আপডেটেই নতুন কিছু ইমোজি এড করা হয়। এইবারও তার ব্যাতিক্রম নয়। এন্ড্রয়েড ১১ এ নতুন করে ১১৭টি ইমোজি এড করা হয়েছে।
ইমেজ সোর্সঃ android police,android authroity