Search

ফ্রিতে Bitdefender antivirus ব্যবাহর করুণ ৫ টি ডিভাইস এ ৯০ দিনের জন্য

আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই, বর্তমান ডিজিটাল যুগে নিজের তথ্য নিরাপত্তা ও ভাইরাস অ্যাটাক নিয়ে অনেকেই চিন্তিত। হ্যাকাররা বিভিন্ন ভাবে তথ্য চুরি করে যাচ্ছে, যেহেতু আমরা অনেকেই পাইরেটেড সফটওয়্যার ব্যাবহার করি তাই এ ঝুকি আমাদের অনেক বেশি। বর্তমানে র‍্যানসমওয়্যার ম্যালওয়্যার অ্যাটাক অনেক দেখা যাচ্ছে, যারা এই অ্যাটাকের শিকাড় হচ্ছে তাদের সব ডাটা নষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনেই, করার কিছুই থাকছে না। তাই এই সকল আক্রমণ থেকে বাঁচতে প্রয়োজন হয় একটি ভালো মানের এন্টিভাইরাস, অনেকেই windows defender ব্যবহার করে থাকে কিন্তু তা খুব সামান্যই নিরাপত্তা দিয়ে থাকে। বাজারে অনেক এন্টিভাইরাস পাওয়া যায়। কোন এন্টিভাইরাস টি সবচয়ে ভালো তা সঠিক ভাবে বলা সম্ভব না এক একটি এন্টিভাইরাস এক এক দিক দিয়ে ভালো।

  1. Kaspersky Total Security
  2. Bitdefender Antivirus Plus
  3. Norton 360 Deluxe
  4. Trend Micro Maximum Security
  5. McAfee Internet Security
  6. ESET Smart Security Premium

এ গুলো বর্তমানে নিরাপত্তার দিক দিয়ে অন্যদের থেকে এগিয়ে, আপনারা চাইলে কেনার আগে এগুলোর trial version ব্যবহার করে দেখতে পারেন কোনটি আপনার জন্য ভাল। তবে এগুলো ১৫-৩০ দিন trial দেয় তাও security limit করা থাকে। আপনার অবস্থা যদি এমন হয় হতে টাকা নাই কিন্তু একটা Antivirus খুবিই দরকার যা ভালো নিরাপত্তা প্রদান করবে। তাহলে Bitdefender Antivirus টি ব্যবহার করতে পারেন এটিও ৩০ দিনের trial দেবে তবে একটি প্রক্রিয়াতে এটি ৯০ দিন সম্পূর্ণ সুবিধা নিয়ে ব্যবহার করতে পারবেন। এ জন্য প্রথমেই এখান থেকে email দিয়ে আপনাকে registration করে নিতে হবে তারপর Bitdefender Antivirus টি Install করে login করলেই আপনি ৯০ দিন ৫ টি ডিভাইস এ এটি ব্যবহার করেতে পারবেন। ৯০ দিন শেষ হবার পর ও যদি আপনি আবার ৯০ দিন ব্যবহার করতে চান তবে আবার নতুন email দিয়ে registration করে পুরাতন ID টি রিমুভ করে নতুন ID login করলেই হবে। তবে মনে রাখবেন ফ্রি জিনিস আপনাকে কখনোই সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করবে না, তাই টাকা দিয়ে license copy কিনে ব্যবহার করা উত্তম। ১ ৩ ৫ ৭ ১০ User ভিত্তিতে license বিক্রয় হয়ে থাকে, চাইলে বন্ধুরা মিলে ৩ ৫ User ver. নিতে পারেন এতে জন প্রতি খরচ অনেক কমে যাবে।

Share This Article

Search