Search

Marvo GT-016 Gamepad: বাংলা রিভিউ

কয়েক বছর আগেও আমাদের দেশে গেমপ্যাড কিনতে গেলে গেমারদের গলদঘর্ম হতে হতো।হাতে গোনা কয়েকটি মডেল কিনতে পাওয়া যেত। কয়েক বছরের ব্যবধানে পরিস্থিতি একেবারেই বদলে গিয়েছে। Enthusiast গেমারদের সংখ্যা যেমন বেড়েছে, একই সময়ে অনেক গুলো নতুন ব্রান্ড ও তাদের নতুন মডেলের গেমপ্যাড বাজারে প্রবেশ করেছে এই সময়টাতে। একই বাজেটে অপশন বেশি হওয়ায় তাই confusions ও বেড়েছে পাল্লা দিয়ে। আজকে আমরা রিভিউ করবো Marvo এর Scorpion GT-016 মডেলটি।

Brand Background

Marvo (মারভো) সম্পর্কে কেও কেও জানেন, কেও কেও জানেন না। Marvo একটি টেক ব্রান্ড যেটি Shenzhen বেজড হলেও অনেক গুলো দেশে প্রোডাক্ট সাপ্লাই, ডিস্ট্রিবিউশন, এক্সপোর্ট করে থাকে। গেমিং পেরিফেরালস গুলো বানানোই মুলত ব্রান্ডটির কাজ। Mouse,Mousepad,Headphone,Gamepad,Keyboard ,speakers ইত্যাদি Marvo এর প্রধান প্রোডাক্টস গুলোর মধ্যে অন্যতম। মুলত থাইল্যান্ড,হংকং,সিঙ্গাপুর,মালয়েশিয়া এর মত দেশগুলোতে Marvo এর প্রোডাক্ট গুলো বেশি জনপ্রিয়। আমাদের দেশে অল্প পরিসরে কিছু প্রোডাক্ট অফিশিয়ালি আসে Universal Computer BD এর মাধ্যমে।

know more about marvo and their products: Link 1, Link 2, Link 3, Link 4, Link 5. Link 6

Model,Pricing,Warranty,competitors

আমরা আজকে যে Gamepad টি নিয়ে কথা বলবো তার মডেল হচ্ছে Marvo GT-016 Wired Gaming Controller । আমাদের দেশে এই মডেলটি ১৬০০-১৭০০ টাকার মধ্যে বিক্রি হয়ে থাকে। যদিও আমি এই কন্ট্রোলার টি প্রায় ২ বছর আগে মালয়েশিয়া থেকে এনেছি । ২০২১ সালের মাঝামাঝি এই কন্ট্রোলারটি Shopee.com.my থেকে আমার কিনতে খরচ হয়েছিল ৫২ রিঙ্গিত বা ১০৫০ টাকা মত। তবে এখন মুদ্রার দাম পরিবর্তন হওয়ায় হয়তো এটি কিনতে ১২০০/১৩০০ মত লাগতে পারে।

আমাদের দেশে একটা লম্বা সময় ধরে ২০০০ টাকার নিচে ভালো গেমপ্যাড এর ক্রাইসিস ছিল, তবে গত তিন কি চার বছরে বেশ অনেকগুলো ব্রান্ড ও তাদের বিভিন্ন মডেলের গেমপ্যাড বাজারে প্রবেশ করেছে। যেমন Fantech এর GP11 Shooter, GP12, Revolver GP 13 Shooter, Marvo GT-014,GT-016,Havit G158BT, MARVO GT-60 WIRELESS, Astrum GW520 Wireless ইত্যাদি মডেল বর্তমানে ১০০০-১৭০০ টাকার মধ্যে বাজারে পাওয়া যায়। এর মধ্যে Fantech GP11 Shooter বাজার বেশ ভালো মাতিয়েছিল একটা সময়ে। ফ্যানটেক এর বাকি মডেল গুলো ও যথেষ্ট প্রিমিয়াম ও বাজেট অনুসারে কোয়ালিটি সম্পন্ন বলেই মনে হয়। এই অপশনগুলোর ভিড়ে ১৬০০-১৭০০ টাকায় আমাদের Marvo GT-016 কেমন হতে পারে তা নিয়ে আমরা আজকের লেখার শেষে মতামত জানাবো।

আনবক্সিংঃ

আনবক্সিং এ বেশি গুরুত্ব দেওয়ার কারণ নেই, তার উপায় ও নেই কারণ লাইভ ইনবক্সিং এর ভিডিও ,ছবি কোনোটাই আমার কাছে নেই। তাই বক্সে কি ছিল, বক্স দেখতে কেমন সেগুলোই হালকা দেখিয়ে এই আনুষ্ঠানিকতা সেরে ফেলতে হচ্ছে।

মোটামুটি বেশ বড় একটা বক্সের মধ্যে আসে গেমপ্যাডটা। ভেতরে একটা ডিস্ক, এডাপ্টর আর একটা Marvo এর স্টিকার,পেপার ছাড়া আর কিছু নেই।

এখানে একটা বিষয় বলে রাখা ভালো,ওয়েবসাইটের কোথাও (রিজিওনাল ওয়েবসাইটগুলো সহ), এই মডেলের প্লাটফর্ম লিস্টে এন্ড্রয়েড বা ফোন উল্লেখ করা নেই। এমনকি অন্যান্য কোনো সাইটেও নেই। তবে আমাদের ইউনিটের বক্সে একাধিক জায়গায় লেখা রয়েছে PC,PS,Android সাপোর্ট। এবং ভেতরে একটি OTG বা এডাপ্টর জাতীয় জিনিস দেওয়া রয়েছে।

Design,features,buttons

প্রথমেই Marvo GT-016 এর ডিজাইন নিয়ে কথা বলা যাক। গেমপ্যাডটির প্রধান রঙ মুলত কালো। full black color scheme এর সাথে জায়গায় জায়গায় red color এর উপস্থিতি দেখা যায়। গ্রিপ থেকে শুরু করে সব জায়গাতেই একটি স্মুদ সারফেস রয়েছে, গ্রিপের সুবিধার জন্য বা গ্রিপ আলাদা করার জন্য আলাদা কালার বা ওই অংশের surface আলাদা করে ডিজাইন করা হয়নি। সম্পুর্ণ shell টিই একইভাবে রাখা হয়েছে।

এটি একটি X-box Layout এর Gamepad। বামদিকে মুভমেন্ট এক্সিস ( Horizontal Axis 0,Vertical Axis 1,Button 9) রয়েছে, তার মোটামুটি ডানে, নিচের দিকে চারটি মুভমেন্ট বাটন। তার পাশেই আবার Horizontal ,vertical axis ও button 10। মাঝামাঝি পজিশনে একটা home button, একটা Start ও একটা Select Button রয়েছে।ডানদিকে যথারীতি A,B,X,Y ।চারটি বাটন এর labeling চার রঙ এ করা।

হোম বাটন প্রেস করলে xbox-game bar চালু হয়। তারপর সেখান থেকে ইচ্ছামত মেনু,সাবমেনু, বিভিন্ন অপশন এ যাওয়া যায়।

Select,Start এর মাঝামাঝি নিচে রয়েছে একটি লাল রঙের Turbo বাটন।এই ৩টি বাটনের উপরেই একটা আলাদা কালো রঙের সেকশন আলাদা করা রয়েছে glossy ফিনিশ এর সাথে, যেখানে মাঝ বরাবর রয়েছে Marvo এর লোগো,তার বামে বর্ডারে রয়েছে RED LED Indicator। মোটামুটি এই অংশটুকুই এই গেমপ্যাড এর ডিজাইনটাকে কিছুটা গেমিং, কিছুটা স্টাইলিশ একটা ভাব এনে দিয়েছে।

ফিচার,স্পেকস-

  • ভাইব্রেশন এর জন্য দুই খানা মোটর দেওয়া আছে।
  • x-input,d-input সাপোর্ট করে।
  • ড্রাইভার এর জন্য ছোট্ট ডিস্ক দেওয়া আছে। সাইটে কোনো ড্রাইভার নেই।
  • এন্ড্রয়েড সাপোর্ট এর কথা ওয়েবসাইটে মেনশন করা নেই, কিন্ত একটা এডাপ্টর দেওয়া রয়েছে।তবে সেটা কিভাবে কাজ করে তা বুঝে উঠতে পারিনি অনেকদিনেও।
  • Connectivity: USB 2.0
  • Cable Length:1.8m
  • Single Mode
  • No-Bluetooth

My experience, Compatibility ,Performance

প্রায় ২ বছর যাবত এই গেমপ্যাডটা আমার কাছে। এটা দিয়ে খুব বেশি গেম যে খেলা হয়েছে ব্যাপারটা তা নয়, তবে লং টার্ম রিভিউ দেওয়ার জন্য যথেষ্ট তথ্য আমার সংগ্রহে আছে বলেই মনে করি। Far Cry 6 (২ বার সম্পুর্ণ গেম ফিনিশ দেওয়া হয়েছে এটা দিয়ে), Spiderman Remastered, Forza Horizon 5, Watch Dogs Legion, Cricket 22, Cricket 19, FIFA 22, Gotham Knights, Saints Row 2022 Reboot এর মত গেম গুলো খেলা হয়েছে এই গেমপ্যাড দিয়ে।

গেমগুলোর সাথে এই গেমপ্যাড সম্পুর্ণ 100% Compatible ছিল। গেমগুলোর control scheme এর সাথে কোনো রকমের contradiction পাওয়া যায়নি, কোনো limitation এর ও সম্মুখীন হতে হয়নি। বাটনগুলো ঠিকঠাক কাজ করেছে।গেম কম্পাটিবিলিটি overall excellent মনে হয়েছে আমার কাছে।

responsiveness এর কথা যদি বলি, responsiveness ভালো ছিল। ক্লিক করার সাথে সাথেই বাটন মোটামুটি কাজ করেছে। Analog sticks গুলোর রোটেশন,স্মুদনেস মোটামুটি মানের। বাজেট অনুসারে বেশ ভালোই বলা যায়। খারাপ নয়। গেমগুলোতে এর জন্য সমস্যা একেবারেই হয়নি, বিশেষ করে spiderman remastered বা gotham এর মত গেমে এগুলো বেশ ভালো সার্ভিস দিয়েছে। Left stick এর Hold and move ও ভালো কাজ করেছে । a,b,x,y এর রেস্পন্সিভনেস ও ভালো ছিল। সাউন্ড কেমন ছিল তা নিচের ভিডিও থেকে ধারণা পেতে পারেন।

এবার আসা যাক LT,RT,LB,RB নিয়ে। এখানে আমার কিছু কথা আছে, বিশেষ করে LB,RB নিয়ে। এই দুটি বাটন এর কন্ডিশন আমার খুব একটা ভালো মনে হয়নি, প্রেসিং এক্সপেরিয়েন্স ও খুব একটা ভালো না, বিশেষ করে LB,RB এর কথা যদি বলা হয়। প্রেস করতে গেলে মনে হয় ভেতরে কোথাও যেন বেধে যাচ্ছে বা properly প্রেস হচ্ছে না (রেস্পন্স ঠিক আছে যদিওবা), আর এর থেকেও বড় সমস্যা হচ্ছে, প্রায়ই ভেতরে দেবে গিয়ে বসে থাকে এই বাটনগুলো। তখন আবার প্রেস করলে ঠিক হয়। এটা একটা Major flaw। LT, RT অবশ্য ঠিকঠাক ই ছিল।

Compatibility, experience,performance এর ব্যাপারে তো কথা বলা শেষ। এবার অন্যান্য বিষয়গুলোর দিকে একটু আলোকপাত করা যাক।

Durability,stress-resistance, heating,vibration,long term usage,sweating

প্রায় দুই বছর যাবত আমি ব্যবহার করছি Marvo GT-016। আমার ব্যবহারের সময় বেশ কয়েকবার হাত থেকে পরে যাওয়া বা ধাক্কা খাওয়ার মত ঘটনা ঘটেছে। তা সত্ত্বেও এখন পর্যন্ত এটি ঠিকঠাক কাজ করছে।

হাতে গোনা দুইদিন এই গেমপ্যাডটিতে আমি malfunctions এর শিকার হয়েছি। একবার b,y, bumper বাটনগুলো প্রেস করলে turbo মোড ট্রিগার হয়ে যাচ্ছিল একা একাই। আরেকবার কোনো বাটনই কাজ করছিল না।দুই ক্ষেত্রেই unplug করে আবার plug-in করার পর ঠিক হয়ে গেছে।

এছাড়া আর কোনো সমস্যা এতে আমি লক্ষ করিনি, এবং আমার ব্যবহার এর অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলতে পারি এই গেমপ্যাড টি দুই চার মাস পর নষ্ট হয়ে যাবে না এরকম আশা করাই যায়। আর দেশে কিনলে এক বছরের ওয়ারেন্টি তো পাচ্ছেন ই ।

ভাইব্রেশন মোটরগুলো ঠিকঠাক কাজ করে ও সবগুলো গেমেই মোটামুটি কাজ করে। উলটাপালটা জায়গায় অহেতুক ভাইব্রেশন হওয়ার ব্যাপারটি দেখিনি, বরং ভাইব্রেশন এর এক্সপেরিয়েন্স বেশ ভালোই ছিল। ভালো ফিডব্য্যাক পেয়েছি। enjoy করার মত এক্সপেরিয়েন্স পাওয়া যায় গেম গুলোর সিচুয়েশন ভেদে।

দীর্ঘ দুই তিন ঘন্টার সেশনেও এই গেমপ্যাডটি হিট হয় না। অর্থাৎ হিটিং ইস্যু নেই বললেই চলে।

একই ভাবে, দীর্ঘ গেমিং সেশনে ঘাম হওয়া, ভিজে যাওয়ার মত সমস্যাও হবে না এই গেমপ্যাডে।। এই ব্যাপারগুলো আমার বেশ ভালো লেগেছে।

গেমপ্যাডটি ওজনে অনেকটাই পাতলা। ভেতরে দুইটি মোটর থাকা সত্ত্বেও অত্যন্ত লাইটওয়েট এই গেমপ্যাডটি।

Not an apples-to-apples comparison:

২০০০-২২০০ টাকায় খুবই জনপ্রিয় একটি গেমপ্যাড Logitech F310। এটি আমার কাছে আছে ৩ বছরের ও বেশি সময় ধরে। এই Legend গেমপ্যাডটির পাশাপাশি Marvo GT-016 চালিয়ে আমার যে পার্থক্য গুলো চোখে পরেছে তা টুকটাক শেয়ার করি আপনাদের কাছে। Logitech এর ডিজাইন অনেকটাই আলাদা Marvo এর থেকে। বাটনগুলো বেশি প্রিমিয়াম, আর Left Stick,Right Stick এর ক্লিক ফিল Marvo এর থেকে Logitech এ অনেকটাই ভালো।। আর Marvo এর প্রধান যে কমতির দিক, Right,Left Bumper এর সমস্যাটা একেবারেই নেই এই মডেল এ।আর ড্রাইভার সাপোর্ট, এক্সটেন্সিভ কম্প্যাটিবিলিটি,প্রিমিয়াম ব্রান্ড ভ্যালু+এক্সটেন্ডেড ওয়ারেন্টির ব্যাপারগুলো তো আছেই।

Verdict

পারফর্মেন্স,কম্প্যাটিবিলিটি ডিউরেবিলিটির দিক দিয়ে আমার কাছে এপ্লাস পাবে এই গেমপ্যাডটি। তবে দাম বিবেচনায় বাজারে বেশ কিছু wireless gamepad থাকায়, dual mode সুইচ না থাকায়, bumper এ ইস্যু থাকায় +বাজারে অন্যান্য মডেল গুলোর ডিজাইন ,ফিচার বিবেচনায় সব মিলিয়ে আমি Marvo GT-016 কে দশ এ ৭.৫ দেব।

দাম টা হয়তো ১৭০০ টাকার জায়গায় ১৪০০ বা ১৫০০ টাকা হলে দশ এ একে ৯ এর নিচে দেওয়ার উপায় ছিল না। তবে wired gamepad হিসেবে এই দামেও যথেষ্ট ডিসেন্ট,ভালো একটি অপশন হিসেবে এটাকে বিবেচনা করা যায়। top of the list না হলেও বেশ অনেক গুলো অপশনস এর মধ্যে এটাও একটা অপশন হিসেবে রাখার মত recommendation দেওয়াই যেতে পারে Marvo GT-016 কে। বিশেষ করে আমার কাছে এর reliability,durability খুবই ভালো লেগেছে।

Share This Article

Search