Intro
Currently বাংলাদেশ এর মার্কেট এর জন্য ৪ থেকে ৫ হাজার range এর keyboard গুলো হচ্ছে একটা sweet spot for everything। এই range keyboard এর সংখ্যা যেমন বেশি , আপনার পছন্দ মত একটা Keyboard পেয়ে যাওয়ার chance ও বেশি। Even আমাদের last review করা keyboard গুলো ও mostly এই রেঞ্জ এই belong করে। আজকে আমরা এই range এ নতুন এক choice এর কথা বলবে যার model হলো lingbao K87 যা নতুনত্ব এনেছে এর gradient keycaps দিয়ে এবং এর Pro Variant গুলো একটা Anime, Waifu or others কোনো Theme দিয়ে।
Unboxing
k87 bas variant unboxing experience ছিল basic, box খুলে পাবেন keyboard with a dust cover
Manual যা আপনার প্রয়োজন পড়বে যা নিয়া বিস্তারিত পরে বলছি
grayish coler এর usb to C Cable ,
Switch & Keycap Puller
আর extra ২ টা switch
K87 Pro Variant এর ক্ষেত্রে keyboard box টি শুধু একটি slide Out cover এর সাথে আসে and বাকি experience same.
একটা ব্যাপার হয়তো এখনই বুজতে পেরেছেন যে এই unboxing গুলো fake unboxing কারণ এগুলো PCB Store এর opening এ showcase এ দিয়ে রেখেছিলাম , আপনারা হয়তো অনেকে keyboard experience করে ফেলেছেন। না করে থাকলে PCB Store এ এসে experience করে যেতে পারেন।
Overview, Build Quality
এটি একটি TKL Size এর Keyboard with gasket Mount যার build quality solid feel হয়। Proper dampening materials থাকায় কোনো প্রকার hollowness feel হয় নাই। একটা flexiable structure feel করা যায় typing এর সময়।
Keyboard টি একটি Gradient Theme এর keycaps সহ আসে with Black To White Gradient & Pink To White Gradient
Keycaps গুলো Cherry Profile এর double shot PBT keycaps যার Legends গুলো Side Engraved করা তাই longer usage এ shiny হয়ে যাবে না।
Keycaps গুলোতে কোনো sub legends নেই তো overall একটা cleaner look দেই
বাকি body টা ABS plastic দিয়ে তৈরি।
এই keyboard এর Pro Variant গুলো একটা Themed keyboard। আমাদের হাতে থাকা Waifu বা anime themed edition টি হলো Ellinia edition
এই variant এ আপনি পাবেন SA Profile এর Keycaps যা একটা Pink এন্ড black mix color এ আসে আর legend গুলোর font style একটু bold আর কয়েকটা Keycaps এ legend এর সাথে কিছু *লোগো* আর space বার এ waifu print করা।
তারপর keyboard টি ঘুরিয়ে ফেললে দেখবেন back সাইডে পুরো waifu Print করা। এইটা দেখতে কেমন তার decision আপনাদের হাতেই ছেড়ে দিলাম
Keyboard এর top right সাইডে ২.৪ghz USB and bluetooth Toggle Switch and USB C Connector আর left সাইডে একটা ম্যাগনেটিক Cover এর নিচে USB Dongle
নিচে ২ Stage adjusting Feets
আর Arrow Keys গুলোর উপরে রয়েছে Lingbao k87 logo
এখন RGB এর কথা বললে Per Key RGB সাথে Keyboard এর ২ সাইডে customizable RGB area আছে
আর উপরের দিকে একটা RGB bar । এইটা দে
খার পর First thought আসে এইটা একটা Battery Indicator হিসেবে ভালো কাজে দিবে এন্ড আপনি Fn+B click করলে এইটা একটা Battery Indicator হিসেবে কাজ করবে।
Switches & Sound Profile
Board টি একটা Thocky sound Profile provide করছে with its PBT Double Shot keycaps and leobog Purple King Switch।
Pro variant Board টি Creamy thocky type sound profile provide করেছে with its SA Profile PBT Double Shot Keycaps and leobog flower Filed switch
এইখানে ২ টি switch ৫ পিনের lubed linear Switch।
২ টা switch এর difference হচ্ছে Purple King switch টি accuaction Force 37g plus minus and Flower Field switch টি 33g plus minus.
Switch গুলোতে হালকা Side to side wobble noticeable আছে
তাই Pro Variant টি একটু creamy সাইডে and আ
রেকটি একটু thockier দিকে।
এই keyboard এর কোনো Tactile & ক্লিকল্কি switch variant নেই
Lube & Stabilizer
স্ট্যাবিলাইজার গুলো ফ্যাক্টরি লুবড, ফলে বড় কী-গুলোও ক্লিক করলে কোনো র্যাটল বা অস্বস্তিকর শব্দ হয় না কিন্তু হালকা wobble আছে তাই এইখানে modding এর সুযোগ রয়েছে।
Teardown
First, board থেকে switch গুলো খুলে দেখতে পাবেন ৫ Pin এর hot swap board with sound facing RGB।
আমাদের কোনো tool না থাকায় PCI Expansion Slot দিয়ে খোলার চেষ্টা শুরু হয়ে ব্যার্থ হয়ে পরে Keyboard এর সাথে থাকে Dongle cover টা দিয়ে খুলতে সক্ষম হয়।
তারপর top কভার টা খুলে pcb Part টুকু উঠিয়ে নিয়ে দেখবো
একদম নিচে হচ্ছে foam আর silicon rubber base আর এর নিচে হচ্ছে Battery আর আরেকটি battery জন্য space যা Basically pro version টার extra ৪ হাজার battery এর জন্য
তারপর হচ্ছে flex Cut PCB, switch Plate , switch memory foam pad আর PC Plate
Pc Plate এ stabilizer গুলো clip in style এর আর আপনি যথেষ্ট Lube এর দেখা পাবেন কিন্তু stabs গুলোই হালকা Wobble লক্ষ করা যায়।
এখন gasket mount এর কথা বললে একটা ভালো Flex Notice করা যায় যা জন্য একটা overall একটা thocky sound profile provide করে।
Switch গুলো open করলে হালকা Lube লক্ষ করা যায় আর switch গুলোই হালকা Wobble আছে।
এখন modding Capabilities এর কথা বললে band-aid mod or clip mod করে একটু more stable করা সম্ভব and
Pcb তে tape mod and switch গুলো আরেকটু lube করা possible but এতে sound profile এর difference আসবেনা এত।
Connectivity & Gaming test
এই keyboard টি tri mode তাই
2.4GHz ওয়্যারলেস Max 1000hz Polling Rate
Bluetooth 5.0 ব্লুটুথ ইউজ করে আপনি একসাথে 3 টি ডিভাইস কানেক্ট করতে পারবেন। এবং fn+ 1,2,3 key ইউজ করে ডিভাইস সুইচ করতে পারবেন।
And Type C For charging and wired use।
এখন এই budget range এ 8k polling rate এর gaming keyboard পাওয়া যায় কিন্তু এই keyboard টি 500hz এর। যা 8k থেকে কম কিন্তু আমাদের gaming test এ valorant and finals এ আমরা কোনো latency notice করি নেই কারণ real life এ switch clicking এ যে latency হবে তার কারণে 500hz good for a keyboard.
Battery Life
আমাদের store opening এর দিন থেকে Non pro ৪০০০ হাজার mah ভার্সন টা ৫ দিন এইটা experience Zone এ দেওয়া ছিল যেইখানে এইটা full Rgb on থাকা অবস্থায় ২০% Battery Drain হয় হয় সো এইটা ১ মাস এর মত easily চলবে
Software & rgb
Keyboard এ রয়েছে South Facing RGB তাই Side engraved shine through legends গুলোর সাথে একটা ভালো Combination।
Software দিয়ে macro customization and Keys এর RGB Customization করতে পারবেন।
এইখানে software দিয়ে Top বার and edge rgb গুলো Control করা যায় না।
এই keyboard এ যেহেতু sub legends নেই তাই
এই জন্য unboxing time এ আপনার manual টা রেখে দিতে বলেছিলাম কারণ এই manual দেখে আপনার Fn + other keys এর combination দেখে side rgb control করতে হবে or other functions গুলো করতে হবে।
Pros
এর build quality,looks and একটা theme এর সাথে একটা নতুন looks দেই।
No Sub Legends on keycaps so cleaner looks।
এখন দেখা যায় most keyboard এর সাথে Non shine through keycaps সহ আসে তাই এইটা তাদের জন্য good choice। Keycaps গুলোর প্রাইস 3rd party তে ২৬০০~ টাকা
Cons
এখন এই price range এ QMK and VIA Support
Competitor
৪ হাজার টাকার Range এ এর main competitor হচ্ছে
Monka 3087 Pro V2
& Weikav Wk87