Search

বিশ্বের সবথেকে হালকা-পাতলা এবং পাওয়ারফুল ১৪ ইঞ্চির নোটবুক ROG ZephyRus G14 নিয়ে এলো ASUS!

এবারের CES 2020 ইভেন্টে অনান্য সিরিজের মতোই আসুস তাদের গেমিং কেন্দ্রিক ল্যাপটপ সিরিজ Republic of Gamers এর নতুন “গেমিং নোটবুক” Zephyrus G14 কে এনাউন্স করেছে। নোটবুকটির মাধ্যমে হাই পারফরমেন্স গেমিং পাওয়ারকে আল্ট্রাস্লিম ১৪ ইঞ্চির কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টরে নিয়ে আসা হয়েছে। মাত্র ২০ মিলিমিটার পুরূত্বের এই নোটবুকটির ভেতরে রয়েছে কাস্টমাইজড কুলিং ফিচার সহ নতুন AMD Ryzen 4000 সিরিজ মোবাইল প্রসেসর যেটায় পাবেন Zen 2 কোর আর্কিটেকচার এবং ৭ ন্যানোমিটার প্রসেসর টেকনোলজি। মডেল ভেদে গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে এটায় সর্বোচ্চ NVIDIA GeForce RTX 2060 জিপিইউকে চয়েজ করে নিতে পারবেন; সাথে PANTONE Validated কালারস এবং Adaptive Sync Technology তো থাকছেই।

ব্যাটারি সেকশনেও থাকছে ধামাকা! ফুল চার্জে ১০ ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ এবং Type-C পাওয়ার প্যাকের মাধ্যমে চার্জিংয়ের কারণে এই নোটবুকটি গেমিং আর পোটের্বল এর ভেতর পারফেক্ট ব্যালেন্স নিয়ে এসেছে। কাস্টম LED Matrix ছাড়া নোটবুকটির ওজন মাত্র ১.৬ কেজি। আর ROG এর প্রডাক্ট মানেই স্টাইলিশ গেমিং এর ছোঁয়া, আর এরই ধারাবাহিকতায় বিশ্বের সবথেকে চমৎকার এবং ইউনিক Lid ডিজাইন নোটবুকটিতে পেয়ে যাবেন।

ছবি: Future

Anime Matrix ফিচারের মাধ্যমে নোটবুকটির BackLid তে আপনি যেকোনো লেখাকে প্রদর্শন করতে পারবেন। এটাই আসুসের প্রথম ল্যাপটপ যেটায় এই কাস্টমাইজেবল LED Lid ফিচারটি রয়েছে। মডেল ভেদে সর্বোচ্চ AMD Ryzen 7 4800HS প্রসেসর, ৩২ গিগাবাইট পর্যন্ত রাম, ১ টেরাবাইট পর্যন্ত M.2 NVMe PCIe SSD এবং ৬ গিগাবাইটের RTX 2060 গ্রাফিক্স কার্ড বেছে নিতে পারবেন। যারা গেমিং এবং অফিসের কাজ দুটোই একটি স্টাইলিশ ল্যাপটপে সেরে নিতে চান তাদের এই গেমিং নোটবুকটি পারফেক্ট হবে!

ছবি:rockpapershotgun

বিস্তারিত স্পেসিফিকেশনঃ

Processor Up to AMD Ryzen™ 7 4800HS
GPU Up to NVIDIA® GeForce RTX™ 2060

6GB GDDR6 VRAM

Operating system Windows 10 Home

Windows 10 Pro – ASUS recommends Windows 10 Pro

Display 14-inch Full HD (1920×1080) IPS-level panel, 120Hz, 100% sRGB, PANTONE® Validated, adaptive sync

14-inch Full HD (1920×1080) IPS-level panel, 60Hz, 100% sRGB, PANTONE® Validated

14-inch WQHD (2560×1440) IPS-level panel, 60Hz, 100% sRGB, PANTONE® Validated, adaptive sync

Audio 2x 2.5W speakers with Smart AMP technology

2x 0.7W tweeter, Array Microphone

With Dolby Atmos technology ,km

Keyboard Backlit Chiclet Keyboard, N-key support, 1.7mm travel distance, 4 Hot keys, Golden Curve, Power key with Fingerprint
Cameras External Camera (1080p @ 60 FPS), optional
Memory & storage DDR4 3200MHz SDRAM up to 32GB

M.2 NVMe PCIE 3.0 up to 1TB SSD

Wireless Intel® Wi-Fi 6 (802.11ax)

Bluetooth 5.0 *Bluetooth version may vary as the OS upgrades

Connectivity 1 x USB3.2 Gen2 Type-C™ with DisplayPort™ 1.4 and Power Delivery

1 x USB3.2 Gen2 Type-C™

2x USB3.2 Gen1 Type-A

1x HDMI 2.0b

1x 3.5mm headphone and microphone combo jack

1x Kensington Lock

Battery 180W Power Adaptor

Plug Type :ø6.0 (mm)

Output: 20V DC, 9A, 180W

Input: 100~240V AC, 50/60Hz universal

Colors Moonlight White / Eclipse Grey
Size 32.4 (W) x 22.2 (D) x 1.79 (H) cm
Weight 1.6 kg

 

Cover Image Credit: TheVerge

Share This Article

Search