Search

Ryzen 8000G সিরিজের Specifications নিশ্চিত করলো Asus ও Asrock

সপ্তাহ দুয়েক আগেই Ryzen 8000G APU লাইনআপের প্রসেসর এর মডেল, বিস্তারিত স্পেসিফিকেশন এর সাথে সাথে পারফর্মেন্স এর গ্রাফ ও লিক হয়েছিল। এবার লাইনআপের প্রসেসর সমুহ ,স্পেসিফিকেশন আরো একবার লিক হলো,অন্য কথায় বললে নিশ্চিত হলো Asus ও Asrock এর মাধ্যমে। তাদের ওয়েবসাইটে অফিশিয়ালি মাদারবোর্ড সাপোর্ট লিস্টে পাওয়া গিয়েছে প্রসেসরগুলোকে।

 

Asus এর লিকে প্রসেসরের তালিকায় G ও G pro সিরিজের মোট ৬টি প্রসেসরের নাম দেখতে পাওয়া গিয়েছে। প্রসেসরগুলো হলোঃRyzen 3 8300G, Ryzen 3 Pro 8300G, Ryzen 5 8500G, Ryzen 5 8600G, Ryzen 5 Pro 8500G ও Ryzen 7 8700G।

  • Ryzen 3 8300G ও  Pro 8300G এর বেস ক্লক উল্লেখ করা আছে 3.45 GHz,৬৫ ওয়াট পাওয়ারে চলবে ও প্রসেসরটিতে আরো থাকবে ৮ মেগাবাইট এর L3 Cache।এগুলো যে চার কোর এর প্রসেসর, তাও নিশ্চিত করেছে আসুস।
  • Ryzen 5 8500G, 5 Pro 8500G ও Ryzen 5 8600G ,এই ৩টি ৬ কোর এর প্রসেসরেই রয়েছে ১৬ মেগাবাইট এর Level3 Cache ও ৬৫ ওয়াট এর টিডিপি। base clock যথাক্রমে 3.35 GHz,4.35 GHz ও 3.55 GHz।
  • Ryzen 7 8700G তে আছে 4.2 GHz বেস ক্লক ,৮ কোর,৬৫ ওয়াট টিডিপি ও ১৬ মেগাবাইট এর ক্যাশ মেমোরি।
  • B2 দ্বারা বোঝা যাচ্ছে যে এগুলোতে Hawk Point এর NPU থাকবে।
  • উল্লেখ্য, Ryzen 3 8300G, Pro 8300G ও 8500G তে থাকবে Zen4 এর সাথে সাথে Zen4c কোর।

Asrock এর লিকে বের হয়েছে অতিরিক্ত কিছু তথ্যঃ 

Asrock Motherboard এর  মেমোরি সাপোর্ট সংক্রান্ত পেজে AMD Ryzen 7 8700G এর দেখা মিলেছে তাদের দেখানো CPU-Z এর স্ক্রিনশটে। এখান থেকে অফিশিয়ালি নিশ্চিত হওয়া গেলো যে Ryzen 7 8700G সমর্থণ করবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি। এছাড়াও এতে যে RDNA3 Based Radeon 780M GPU থাকবে সেটাও নিশ্চিত হওয়া গেলো এই স্ক্রিনশটের মাধ্যমেই।

উল্লেখ্য, এর আগে আমরা 8000G সিরিজে Pro, GE ও Pro GE Variant সহ মোট ১৪টি SKU এর নাম ও স্পেসিফিকেশন জানতে পেরেছিলাম । প্রসেসরগুলো কবে নাগাদ বাজারে আসবে তার কোনো অফিশিয়াল তথ্য নেই, তবে ধারণা করা যেতে পারে যে এই জানুয়ারি মাসেই AMD অফিশিয়ালি এনাউন্স করবে এই প্রসেসরগুলো ও পরবর্তীতে সেগুলো বাজারে আসবে।

Share This Article

Search