Search

আসছে Ryzen 5000 ও 5000G সিরিজের নতুন প্রসেসর

AM4 প্লাটফর্মে নিত্যনতুন প্রসেসরের আনাগোনা যেন থামছেই না। 5000 সিরিজে বেশ কিছু নতুন X-3D প্রসেসর এর খবর নিশ্চিত হওয়ার পর এবার জানা গিয়েছে 5000G ,অর্থাৎ APU লাইনআপেও আসবে নতুন প্রসেসর। এর পাশাপাশি Zen4 ভিত্তিক 8000G সিরিজের প্রসেসরগুলোর দাম সম্পর্কেও প্রাথমিক ধারণা পাওয়া গেছে।

AMD লঞ্চ করেছে Ryzen 5700

Mainstream market এর জন্য AMD Launch করেছে Ryzen 5700। যদিও AMD ওয়েবসাইটে লঞ্চ ডেট দেখা যাচ্ছে ২০২২ সাল। যাই হোক, 5700G এর সাথে 5700 এর স্পেসিফিকেশন এর মিল রয়েছে। এটি একটি ৮ কোর ১৬ থ্রেডের প্রসেসর যার বেস ক্লক ৩.৭ গিগাহার্জ ও বুস্ট ক্লক স্পিড ৪.৬ গিগাহার্জ। রয়েছে ১৬ মেগাবাইট এর লেভেল ৩ ক্যাশ মেমোরি । ওয়েবসাইট এর তথ্য মতে এটার TDP ৬৫ ওয়াট ও বক্সের সাথে কুলার থাকবে। 5700x এ PCIe 4.0 Generation সমর্থণ করলেও 5700G এর মত 5700 PCIe Generation 3.0 তেই সীমাবদ্ধ থাকবে।

প্রসেসরটি চায়নার পাশাপাশি গ্লোবাল মার্কেট, নর্থ আমেরিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকাতেও পাওয়া যাবে।

5000GT নামে 5000G সিরিজে আসছে ২টি প্রসেসরঃ

Ryzen 5000GT সিরিজের কথা আগে একবার শোনা গিয়েছিল। এবার Ryzen 5500GT ও 5600GT নামে নতুন দুটো মডেল এর নাম জানা গিয়েছে। এগুলোর স্পেসিফিকেশন সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি,পারফর্মেন্স কেমন হতে পারে কিংবা 5600G থেকে পার্থক্য কেমন হবে সে সম্পর্কেও এখন কোনো তথ্য নেই।

উল্লেখ্য, 3000 সিরিজে XT ভ্যারিয়েন্ট এর প্রসেসর লঞ্চ করেছিল AMD। আরো উল্লেখ্য, 5600G নামের প্রসেসর বাজারে থাকলেও 5500 এর কোনো APU ভ্যারিয়েন্ট বা 5500G নামের কোনো মডেল এখন পর্যন্ত AMD লঞ্চ করেনি।

এই প্রসেসরগুলোর সম্ভাব্য দামের ধারণা ও পাওয়া গিয়েছে বিশ্বস্ত Insider  Momomo_US এর বরাত দিয়ে। তার মতে ৩টি ভিন্ন ভিন্ন শপে লিস্টেড আছে এই প্রসেসরগুলো। দামগুলোতে তারতম্য থাকলেও বোঝা যাচ্ছে প্রসেসরগুলো এন্ট্রি লেভেল বাজারকে উদ্দেশ্য করেই বানানো হয়েছে ও পারফর্মেন্সেও সেরকম কোনো পার্থক্য থাকার সম্ভাবনা নেই।

  • 1st Shop: Ryzen 5 5500GT 130 USD, 5600GT 150 USD
  • 2nd Shop: Ryzen 5 5500GT 180 USD, 5600GT 200 USD
  • 3rd Shop: Ryzen 5 5500 160 USD, 5600 GT 180 USD

অর্থাৎ, প্রাথমিকভাবে Ryzen 5 5500GT এর দাম ১৩০ থেকে ১৮০ ডলার এর মধ্যে ও Ryzen 5 5600GT এর দাম ১৫০ থেকে ২০০ ডলারের মধ্যে আমরা আশা করতে পারি।

একই সাথে 5700X3D এর দাম শপ ভেদে ২৬০ ডলার থেকে ৩৪০ ডলারে লিস্টেড আছে।

8000G সিরিজের প্রাইস যেমন হতে পারেঃ 

একই Leak থেকে বর্তমান সময়ে আলোচনার কেন্দ্রে থাকা Ryzen 8000G এর দাম সম্পর্কেও ধারণা পাওয়া গিয়েছে। শপ ভেদে 8500G এর দাম দেখা গিয়েছে ১৯০-২৪০ ডলার পর্যন্ত। Ryzen 5 8600G এর দাম শপগুলোতে ২৪০-৩১০ ডলার ও Ryzen 7 8700G এর ক্ষেত্রে তা ৩৪০ থেকে ৪৪০ ডলার পর্যন্ত।

তবে APU হিসেবে এই দাম অনেকটাই বেশি । অবশ্য দেরিতে হলেও এই প্রসেসরগুলোর দাম অনেক কমে যায় ,যেটা অতীতে আমরা দেখেছি। Motherboard,RAM এর দাম বিবেচনা করলে ২৫০-৪০০ ডলার রেঞ্জে এই প্রসেসরগুলোর দাম হলে বাংলাদেশের ক্রেতাদের জন্য তা কেনার কোনো যৌক্তিক কারণ ই থাকবে না।

Share This Article

Search