RX 6800XT Beats RTX 3080? নতুন benchmark লিক

দিন যতই এগিয়ে আসছে লঞ্চের, বিভিন্ন লিকের মাধ্যমে তার ক্ষমতা সম্বন্ধে আগাম জানান দিচ্ছে BIG NAVI । তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি লিকের মাধ্যমে আমরা তার 3DMark Score দেখতে পাচ্ছি। যা সত্যি হলে Radeon ফ্যানবয় দের খুশির সীমা থাকবে না।

 

Igor’sLAB জানাচ্ছে,  Fire Strike Extreme 4K তে RX 6800XT  স্কোর করেছে 13,066 যা কি না RTX 3080 এর 10,688 স্কোর অপেক্ষা ২২% বেশি।

Fire Strike Extreme (1440p) বেঞ্চে Yuko Yoshida এর লিক অনুসারে BIG NAVI এর এই কার্ডটি স্কোর করে 24200 যা 3080 এর থেকে ২৪% বেশি (19404)

Ultra 4K তে Wccftech এবং Yuko Yoshida উভয়ের লিকেই 12800~ স্কোর করতে দেখা গিয়েছে RX 6800XT কে। যেখানে 10531 স্কোরে ২২% পিছিয়ে আছে RTX 3080

Time Spy (1440p) তে যদিও দেখা যাচ্ছে খুবই সামান্য (২%) ব্যবধানে পিছিয়ে আছে RX 6800XT ।

Time Spy Extreme 4K তে RTX 3080 এর 8000~ স্কোরের বিপরীতে 8200~ স্কোর করতে সক্ষম হয়েছে RX 6800XT ।

Igors এর চার্ট থেকে আমরা RTX 2080ti এর সাথেও তুলনা দেখতে পাচ্ছি।

Haruko এর চার্ট ও মোটামুটি একই রকমের রেজাল্টই দিচ্ছে।

আপনাদের সুবিধার্থে WCCF, Yoko, Igor এর চার্টগুলোর তথ্য একত্র করে দেওয়া হলো নিচে। টেবিল ক্রেডিটঃHothardware

শেষ কথা

AMD তাদের ZEN3 লঞ্চের দিনই দুই তিনটি গেমের বেঞ্চমার্ক থেকে BIG NAVI এর ক্ষমতা সম্পর্কে কিছুটা ইংগিত দিয়েছিল।  কিন্ত যেহেতু তা 3rd party টেস্ট নয়, তাই সম্পুর্ণরুপে তা বিশ্বাস করার কারণ নেই, তবে উল্লেখিত লিকগুলো প্রকৃতপক্ষেই নির্দেশ করছে BIG NAVI ভালোই টক্কর দিতে পারে RTX 30 কে।

এই লিকগুলো যদি আসলেই সত্য হয়ে থাকে সেক্ষেত্রে বলাই যায় যে অন্যন্য গেমেও আমরা কম বেশি কাছাকাছি মানের রেজাল্ট পেতে পারি বা আশা করতে পারি, অন্তত RTX 3080 এর কাছাকাছি মানের (হতে পারে সেটা কিছুটা বেশি, কিছুটা কম) পারফর্মেন্স ই দিবে AMD এর upcoming গ্রাফিক্স কার্ড। পারফর্মেন্স এর সাথে যদি প্রাইস খুব বেশি না হয় ,RTX 3080 এর কাছাকাছি মানের প্রাইসিং রাখতে পারে AMD তাহলেও গ্রাফিক্স কার্ড মার্কেটে আমরা তুমুল লড়াই দেখতে পাবো ।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot