গত এক সপ্তাহে AMD Radeon RX 6600XT ও RX 6600 সম্পর্কে পরপর বেশ কয়েকটি Leak এর মাধ্যমে স্পেসিফিকেশন বের হয়ে এসেছে। মনে হচ্ছে এই কার্ডদুটির এনাউন্সমেন্ট খুব বেশি দূরে নয়।চলুন দেখে নেওয়া যাক এখন পর্যন্ত আমরা কি কি জানতে পেরেছি RX 6600XT ও 6600 সম্পর্কে।তথ্য আসছে RX 6500/6400 সম্পর্কেও।
EEC তে Asrock এর নতুন Submission
কয়েক মাস আগেই একবার EEC তে আমরা Asrock এর RX 6600XT এর একটি সাবমিশন এর স্ক্রিনশট দেখেছিলাম। ৩ মাস আগের সেই সাবমিশনে RX 6600XT এর 12GB ভ্যারিয়েন্ট এর কথা উল্লেখ ছিল।
দুদিন আগে অবশ্য নতুন একটি সাবমিশন এর ব্যাপারে জানা যাচ্ছে, এখানে RX 6600XT ও non XT SKU দেখা যাচ্ছে, দুটিরই মেমোরি ক্যাপাসিটি উল্লেখ রয়েছে ৮গিগাবাইট। সম্ভবত দুটি SKU এরই মেমোরি ব্যানউইথ থাকবে 128 bus।
যেহেতু রিসেন্ট সাবমিশনটি পুর্বের ৩ মাস আগের সাবমিশনের মেমোরি কনফিগারেশনের পার্থক্য পাওয়া যাচ্ছে, তাই ধরে নেওয়া যায় যে আগের সাবমিশনটি বা লিকটি ভুল ছিল অথবা পরবর্তীতে পরিবর্তন আনা হয়েছে।
চিপহেল এর লিকঃ
পরবর্তীতে Chiphell এর মাধ্যমেও ৮ গিগাবাইট মেমোরি,2048 কোর এর NAVI 23 based একটি কার্ডের লিক পাওয়া যায়। সেখানে একটি non xt ভ্যারিয়েন্ট (সেটিও ৮ জিবি কিন্ত 1792 টি কোর) এর কথাও উল্লেখ ছিল। এবং আরো একটি বিষয় হচ্ছে এই লিকে TimeSpy এর স্কোর ও তুলে ধরা হয়েছে।XT ভ্যারিয়েন্ট এর স্কোর 9439 ও Non XT ভ্যারিয়েন্টটির স্কোর 7805।
যদিও চিপহেল কোনো এভিডেন্স হিসেবে ছবি/স্ক্রিনশট দেখায়নি। অন্যদিকে Igor’sLab প্রকাশ করেছে Navi 23 GPU এর ডায়াগ্রাম।
চিপহেলের লিকটি পরে আপডেট করা হয় দুইটি GPU-Z স্ক্রিনশট দ্বারা। সেই স্ক্রিনশট দুটিতে আগের লিকের বেশ কিছু তথ্য নিশ্চিত হয়ে যায়। একটি ইউনিটে Samsung ও অন্য ইউনিটে Hynix এর Die ব্যবহ্বত হয়েছিল, দুটিরই মেমোরি সাইজ ৮ গিগাবাইট ১২৮ বিট, shader এর সংখ্যা ও আগের লিকের মতই। 6600XT এর ক্লক স্পিড উল্লেখ ছিল 1.7Ghz Base ও 2.6 Ghz বুস্ট।
Navi 24 AKA RX 6500/6400 আসছে?
Oh interesting, Beige Goby appears to be Navi24.
It just has 1 SDMA engine, usually dGPUs have 2, 16MiB Infinity Cache/Last Level Cache.
128KiB L1$ is shared under 4 WGPs/8CUs.
1MB L2$.
1 Shader Engine with 2 Shader Arrays would only result in 8WGPs/16 CUs = 1024 Shader Cores. https://t.co/zJ9cbAexis— Locuza (@Locuza_) May 12, 2021
AMD এর Big Navi ফ্যামিলির Navi24 এর লিনাক্স ড্রাইভার কোডনেম হলো Beige Goby। সম্প্রতি AMD এর সফটওয়্যার টিম এটির প্যাচ ইস্যু করেছে । যেহেতু এখানে ১৬মেগাবাইট ইনফিনিটি ক্যাশ উল্লেখ আছে তাই ধারণা করা হচ্ছে এই GPU টি Navi24 এবং বাজারে RX 6400/6500 নামে আসবে।