রিলিজ হল RX 580 ভার্শন ২, তবে শুধু চাইনিজ মার্কেটে

Another RX 580 GPU

গ্রাফিক্স কার্ডের দুনিয়া এখন অনেকটা ডিস্কো ক্লাবের মত নাচতে নাচতে এগোচ্ছে। একটি সংবাদ আর্টিকেলে হয়ত জিনিসটি পড়তে খারাপ লাগতে পারে কিন্তু কথাটি সত্যি। গত এক মাসে আমরা দেখেছি ওভারপ্রাইসড RTX সিরিজের গ্রাফিক্স কার্ড লঞ্চ। আর কিছুদিন আগে এ এম ডির পক্ষ থেকে RX 600 সিরিজের জিপিউ লঞ্চের খবর পাওয়া গেলেও এখন এ এম ডি যে কাজটি করল তা কেউই আশা করে নি। শুধুমাত্র চাইনিজ মার্কেটের জন্য এ এম ডি রিলিজ করেছে RX 580 ভার্শন দুই। ভার্শন দুই বলার কারণ হচ্ছে, এই RX 580 এর সাথে শুরুর দিকে রিলিজ হওয়া RX 580 এর কোন মিল নেই। এই কার্ডকে অনেকটা GTX 1050 3 GB বা GTX 1060 5 GB কার্ডের তুলনা করা যায় যা সব বের হয়েছে শুধু চাইনিজ মার্কেটের জন্য।

রেফারেন্স RX 570 থেকে এটি তার স্ট্রিম প্রসেসরের নাম্বারে বেশি হলেও মূল রেফারেন্স RX 580 কার্ড হতে বাকি সব দিক থেকে পিছিয়ে আছে। রেফারেন্স এডিশনে কম্পিউট ইউনিট ৩৬ টি কম্পিউট ইউনিট থাকলেও এতে পাওয়া যাচ্ছে ৩২ টি। এছাড়া বেইজ ক্লক ও মেমোরি স্পীড কমিয়ে আনা হয়েছে ১২৮৪ মেগাহার্টজ ও ৭ জিবিপিএসে। মেমোরি ৮ জিবি থাকলেও টিডিপি করা হয়েছে ১৫০ ওয়াট যা কিনা RX 480 এর সমান। বলে রাখা ভালো, এটি ছাড়াও এখন মার্কেটে তিন ধরণের 580 সিরিজের গ্রাফিক্স কার্ড রয়েছে। তাই একে আনঅফিসিয়ালি RX 575 বলা যেতে পারে। এ এম ডির এরকম জিপিউ রিলিজ আমরা আগের জেনারেশনেও দেখে এসেছি। যখন 200 সিরিজের জিপিউ মার্কেটে ছিল তখন R7 265 এবং R9 285 কার্ডের আগমন দেখা যায়।

Model RX 580 2048SP RX 580 Reference
Stream Processor 2048 2304
Compute Unit 32 36
Base Clock Speed 1284 MHz 1340 MHz
Memory 8GB GDDR5 8GB GDDR5
Memory Speed 7 Gbps 8 Gbps
TDP 150 Watt 185 Watt

মূল আর্টিকেল সোর্সঃ wccftech.com, videocardz.com

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot