চায়নায় রিলিজ হচ্ছে AMD Radeon RX 560 XT জিপিউ

AMD RX 500 সিরিজের জিপিউ রিলিজ হওয়া বন্ধই হচ্ছে না, যেমনটা দেখেছিলাম Nvidia 10 সিরিজের জিপিউর সাথে। যখনি আমরা ভেবেছিলাম RX 590 এর পর আমরা আর কোন রিফ্রেশ জিপিউ দেখতে যাচ্ছি না AMD এর পক্ষ থেকে তখনি সবাইকে চমকে দিয়ে তারা রিলিজ করল RX 560 XT জিপিউ। তবে এটি পাওয়া যাবে শুধুমাত্র চাইনিজ মার্কেটে।

RX 560 থেকে RX 560 XT দেবে ডাবল পারফর্মেন্স

চাইনিজ কম্পিউটার মার্কেট সত্যিই একটি অদ্ভুত জায়গা। সকল প্রকারের আনকমন হার্ডওয়্যার রিলিজ আমরা শুধুমাত্র চায়নাতেই দেখতে পাই। এর আগে গত বছর রিলিজ হয় RX 580 2048SP যা ছিল অফিসিয়ালি RX 580 এর ৪র্থ ভার্শন। যখন আমরা ভাবছিলাম, আর কোন পুরোন জেনারেশনের জিপিউর রিলিজ হচ্ছে না তখনি আমরা AMD এর পক্ষ থেকে এই স্পেসিফিক রিলিজ দেখতে যাচ্ছি। তবে এই জিপিউ বিশ্বের আর কোন মার্কেটে পাওয়া যাবে না।

নামের মধ্যে RX 560 থাকলেও এটির আর্কিটেকচার অন্যান্য কার্ডের তুলনায় ভিন্ন। এই জিপিউতে আছে ১২ ন্যানোমিটার টেকনোলজির Polaris 22 আর্কিটেকচার, ১৭৯২ স্ট্রিম প্রসেসর এবং ২৫৬-বিট ব্যান্ডউইথের ৪ জিবি GDDR5 মেমোরি। এছাড়াও এতে পাওয়া যাবে ১১২ টি টেক্সচার ইউনিট ও ৩২ টি ROPs। জিপিউর বেইজ ক্লক স্পীড হবে ৯৭৩ মেগাহার্টজ যা বুস্ট করবে ১০৭৩ মেগাহার্টজ পর্যন্ত। এই স্পেসিফিকেশন দেখে বোঝা যাচ্ছে AMD এই জিপিউটিকে RX 560 এর অরিজিনাল ভার্শনের মত বাজেট প্রাইস রেঞ্জেই রিলিজ করবে।

RX 560 XT রিলিজের কারণ

এই রিলিজের পেছনে কোন অফিসিয়াল স্টেটমেন্ট খুঁজে না পাওয়া গেলেও কিছু সোর্স থেকে জানা গিয়েছে Nvidia ইতিমধ্যে মিড বাজেট ও হাই প্রিমিয়াম জিপিউ মার্কেট দখলে আনলেও লো টিয়ার মার্কেটে এখনো টাফ কম্পিটিশন পাচ্ছে। চাইনিজ মার্কেটে বিশ্বের ৩৪% সেল হওয়ার কারণে এর মধ্যেই এন্ট্রি লেভেল মার্কেট দখলে রাখতে চায় AMD। তবে GTX 1660 ও GTX 1650 রিলিজ এই জিপিউ সেলকে কতটুকু প্রভাবিত করতে পারে তা দেখা যাবে আগামি এপ্রিল মাসের মধ্যেই।

Official Benchmarks

RX 560 XT Specification

GPU Model AMD Radeon RX 460 V2 AMD Radeon RX 560D AMD Radeon RX 560 AMD Radeon RX 560 XT
Architecture Polaris 11 Polaris 11 Polaris 11 Polaris 22
GPU Process 14nm FinFET 14nm FinFET 14nm FinFET 12nm FinFET
Stream Processors 1024 896 1024 1792
VRAM 2 GB / 4 GB GDDR5 4 GB GDDR5 2 GB / 4 GB GDDR5 4 GB GDDR5
Memory Bus 128-bit 128-bit 128-bit 256-bit
TDP 80W 75W 80W 150W

Source: wccftech

Share This Article

Search