Search

[Rumor]Radeon 8000 সিরিজে থাকবে না কোনো Flagship GPU

শোনা যাচ্ছে যে AMD এর Next Gen Graphics Card Lineup এ থাকবে না কোনো Flagship GPU। বেশ কিছু সোর্স এরকমই দাবি করেছে সম্প্রতি। যদিও অফিশিয়ালি এই খবর এর সত্যতা যাচাই করার কোনো উপায় নেই।

NAVI 41,42 বাদ দিয়ে দিচ্ছে AMD?

Kepler সহ অন্যান্য বেশ কিছু tipstar এর দাবি NAVI 40 সিরিজ বা Next Gen RDNA Graphics Lineup ,অর্থাৎ Radeon 8000 সিরিজ থেকে ফ্লাগশিপ GPU গুলো বাদ দিয়ে দিতে পারে AMD। তাদের মতে NAVI 41,42 এর ডেভেলপমেন্ট এখনই বন্ধ করে দিচ্ছে AMD। অর্থাৎ এই লাইন আপের গ্রাফিক্স কার্ডগুলোতে  NAVI 43,44 GPU ই শুধু থাকবে। আমরা মোটামুটি সবাই ই জানি যে GPU এর নামের ক্ষেত্রে সবথেকে শক্তিশালী বা High-end GPU এর নাম হয় NAVI X1 থেকে শুরু, তারপর কম শক্তিশালী গুলো পর্যায়ক্রমে X2,X3,X4 এভাবে নামকরণ করা হয়।

সেক্ষেত্রে এই Rumor সত্য হলে RX 8900XT,XTX, RX 8800 XT,Non XT এর মত গ্রাফিক্স কার্ড গুলো দেখা যাবে না। এর অর্থ হলো Radeon  8000 সিরিজে আমরা 5000 সিরিজের মত ঘটনা ঘটতে দেখবো । সেই সিরিজের সবথেকে শক্তিশালী কার্ডটি ছিল RX 5700 XT ।  অর্থাৎ AMD  মিডরেঞ্জের এই কার্ডটির উপরে আর কোনো কার্ড লঞ্চ করেছিল না সেই সিরিজে ।5700 XT এর লঞ্চ MSRP ছিল মাত্র ৪০০ ডলার ও এটা RTX 20 সিরিজের RTX 2070 Super এর সমান পারফর্ম করতো।

সেরকম ঘটনা হয়তো আমরা আবার ও দেখতে পাবো যদি এই গুজব সত্য হয়। হয়তো ৪০০-৫০০ ডলারে AMD Radeon 8000 সিরিজে আমরা সর্বোচ্চ RX 8700,8700XT গ্রাফিক্স কার্ডগুলোই আসতে দেখবো। NAVI 43 এর GPU গুলো RX 8700,8700XT, 8750 XT আর NAVI 44 এর GPU গুলো দিয়ে RX 8600, 8600 XT ,8650 XT ,8400,8500XT ইত্যাদি গ্রাফিক্স কার্ড প্রোডাকশন হতে পারে।

সেক্ষেত্রে AMD এর মুল লক্ষ হবে দাম যত সম্ভব কম রেখে Price অনুসারে NVIDIA এর RTX 50 সিরিজের গ্রাফিক্স কার্ড গুলোকে পেছনে ফেলা।

এরকম সিদ্ধান্ত এর সম্ভাব্য কারণ কি তা বলা যাচ্ছে না। তবে 9000 সিরিজ থেকে সম্পুর্ণ নতুন টেকনোলজি,সম্পুর্ণ নতুন আর্কিটেকচারে নতুনভাবে পরবর্তী গ্রাফিক্স কার্ডগুলো লঞ্চ করবে এরকম ও হতে পারে।

Share This Article

Search