14th Gen নিয়ে নিত্যনতুন খবর আসতেই থাকছে। গেলো সপ্তাহেই আমরা বেশ কিছু খবর আপনাদের দিয়েছিলাম বিভিন্ন Leaks,rumors এর ভিত্তিতে। এই সপ্তাহে এবার একসাথে ৩টি K series এর প্রসেসরের স্পেসিফিকেশন নিয়ে Rumors পাওয়া গিয়েছে। Benchlife প্রকাশ করেছে Core i9 14900K, Core i7 14700K ও Core i5 14600K এর Full Specifications।
Core i9 14900K: 6Ghz Out of the Box boost clock?
Benchlife এর দাবি করা স্পেসিফিকেশন গুলো প্রকাশ করেছে জনপ্রিয় leaker momomo_us। K series এর ৩টি প্রসেসরেরই গুরুত্বপুর্ণ সব স্পেসিফিকেশনসই এখানে জায়গা পেয়েছে।। এর মধ্যে সবথেকে আলোচনার কেন্দ্রে রয়েছে 14th Gen flagship ,Core i9 14900K। চলুন প্রথমে দেখে নেওয়া যাক 14th Gen raptor lake refresh Core i9 14900k এর স্পেকস-
- আগের মতই ২৪টি কোর, ৩২টি থ্রেড। অর্থাৎ ফ্লাগশিপ গ্রেডের ক্ষেত্রে 13th gen এর তুলনায় কোর থ্রেড বাড়ছে না।
- ১২৫ ওয়াট এর Base TDP।
- ৩৬ মেগাবাইট এর স্মার্ট ক্যাশ।
- থার্মাল ভেলোসিটি বুস্টে সর্বোচ্চ 6.00 Ghz পর্যন্ত যাবে 14900K। অর্থাৎ overclock ছাড়া স্টক সেটিংসেই ৬ গিগাহার্জের মাইলফলক স্পর্শ করা যাবে এই প্রসেসর দিয়ে। যা আগের থেকে ২০০ মেগাহার্জ বেশি।
- এ ছাড়া P cores গুলোর বুস্ট ক্লক সর্বোচ্চ 5.7 Ghz ও E cores গুলোর বুস্ট ক্লক সর্বোচ্চ 4.4 Ghz।
- ইন্টেল thermal boost max technology boost clock 5.8 Ghz।
- 3.2 Ghz base clock।
Intel core i7 14700K: আগের থেকে কোর,থ্রেড বেড়েছে ৪টি করে
14700K তে পুর্বের Rumor গুলোতে যে স্পেসিফিকেশন জানা গিয়েছিল সেগুলোই সঠিক প্রমাণিত হয়েছে এই সর্বশেষ এই Rumor টিতেও-
- ২০ কোর, ২৮ থ্রেড। অর্থাৎ 13700K থেকে চারটি করে কোর, চারটি করে থ্রেড বাড়ানো হয়েছে।
- ফ্লাগশিপ 14900K এর সমান ১২৫ ওয়াট এর Base TDP।
- পুর্বের ৩০ মেগাবাইট এর স্মার্ট ক্যাশ বেড়েছে আরো ৩ মেগাবাইট।
- thermal boost max technology boost clock 5.6 Ghz
- পারফর্মেন্স কোর গুলোতে সর্বোচ্চ 5.5 ও এফিশিয়েন্সি কোরগুলোতে সর্বোচ্চ 4.3 Ghz ক্লক স্পিড পাওয়া যাবে।
- 3.4 Ghz base clock।
- আগের জেনারেশন থেকে ২০০ মেগাহার্জ করে বেড়েছে ক্লক স্পিড।
Intel core i5 14600K: কোর থ্রেড সংখ্যা বাড়ছে না?
- আগের লিক অনুসারে 14600K তে পারফর্মেন্স কোর এর সংখ্যা বাড়ার কথা থাকলেও Benchlife বলছে যে কোর থ্রেড আগের মতই থাকবে, অর্থাৎ, ৬+৮। ১৪ কোর, ২০ থ্রেড।
- 3.5 Ghz base clock।
- ২৪ মেগাবাইট এর স্মার্ট ক্যাশ।
- 125W base power consumption.
- Performance core এ 5.3 Ghz ও efficiency core এ 4.0 Ghz পর্যন্ত ক্লক স্পিড। (আগের জেনারেশন থেকে ২০০ মেগাহার্জ বেশি)।