[RUMOR] নভেম্বরে লঞ্চ হচ্ছে 12TH Gen প্রসেসর ও Z690 Motherboards

12th Gen সম্পর্কিত বিভিন্ন ইন্টারনাল তথ্য,প্রাইসিং,স্পেকস লিক হচ্ছে বেশ অনেক দিন ধরেই। এগুলো থেকেই বোঝা যাচ্ছে যে 12th gen এর লঞ্চ বেশিদুরে নয়।সর্বশেষ WCCFtech এর তথ্য অনুসারে নভেম্বর মাসে লঞ্চ হতে যাচ্ছে Intel 12th gen Desktop Processors ও Z690 Motherboard।

নভেম্বরে মাঝামাঝি লঞ্চ

Wccftech এর নিজস্ব সোর্স তাদের নিশ্চিত করেছে যে নভেম্বর মাসের ১৯ তারিখে লঞ্চ হবে Intel 12th Gen ও Z690 মাদারবোর্ড । তবে সম্পুর্ণ লাইনআপটিই কি একই দিনে লঞ্চ হবে নাকি Higher Variant গুলো লঞ্চ হবে সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সাথে Z690 এর সাথে সাথে লো বাজেট মাদারবোর্ড গুলোও সেই একই দিন লঞ্চ হবে কি না তাও নিশ্চিত নয়।

Wccftech এর দাবি অক্টোবরের ইন্টেল ইনোভেশন ইভেন্টে লঞ্চ হবে না 12th gen। বরং তা নভেম্বরে হবে।

ফুল ইন্টেল লাইনআপ লিকডঃ

একই সাথে আমরা ১ দিন আগেই ইন্টেল এর সম্পুর্ণ 12th gen  লাইনআপ সম্পর্কেও জেনেছি । 65W এর Non-K মডেলের সাথে সাথে থাকছে 125W K মডেল। রয়েছে 12400,12400f ও i3 12100। লক্ষণীয় বিষয় হচ্ছে, এখানে নেই কোনো 12500,12100f মডেল।

লিক হয়েছে দাম ওঃ

লিকের মাধ্যমে আমরা ইতিমধ্যেই 12th gen এর দাম সম্পর্কেও ধারণা পেয়েছি। অবশ্যই অফিশিয়াল এনাউন্সমেন্ট এর আগে এই Leaks,Rumor গুলো কে শতভাগ বিশ্বাস করার কারণ নেই, তবুও এগুলো থেকে ধারণা অবশ্যই পাওয়া যায়। ইউরোপিয়ান এই প্রাইস চার্টটির মতে 12900k এর দাম ভ্যাট ছাড়া ৫৪০-৬০৮ ইউরোর মধ্যে থাকবে। ভ্যাট সহ সেই দাম গিয়ে দাঁড়াবে ৭৩৬ ইউরো পর্যন্ত।

একই চার্টে উল্লেখ রয়েছে 12700k ও 12600k এর প্রাইসিং এর ও। 12700k এর দাম উক্ত লিস্টে লিস্টেড রয়েছে ৫০৭ ইউরো ভ্যাট সহ। অন্যদিকে 12600k এর দাম লেখা রয়েছে ভ্যাট সহ ৪৭৬ ইউরো।

হাইব্রিড আর্কিটেকচারঃ

ইতিমধ্যেই ইন্টেলের 12th gen এর স্পেকস ও আর্কিটেকচার সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া গিয়েছে। আমরা বেশ আগে থেকেই জানি যে এবারের লাইনআপটি অন্যন্য বারের থেকে কিছুটা ভিন্ন। কোর থ্রেডের সংখ্যায় রয়েছে যেমন ভিন্নতা,তেমনি সেই কোরগুলোর আর্কিটেকচারেও রয়েছে ভিন্নতা। 10nm based দুই ধরনের আর্কিটেকচারের hybridization দেখতে পাব আমরা।

এবার প্রসেসর Cores গুলোকে মোটামুটি দুই ভাগে ভাগ করতে দেখা গিয়েছে ইন্টেলকে। অপেক্ষাকৃত Powerful বা বেশি Clock speed এর কোর গুলোকে performance cores/big cores বলা হচ্ছে।।এই কোর গুলো Golden Cove Architecture এ তৈরী। অপরদিকে, অপেক্ষাকৃত কম পাওয়ারফুল/Power efficient/low clock speed এর কোর গুলোকে small cores/power efficiency cores বলা হচ্ছে যেগুলো Gracement Architecture এ তৈরী।

এবারের Z690 প্লাটফর্মটিও Enhanced overclocking capabilities,DDR5,PCIe 5 সহ বেশ কিছু আকর্ষণীয় ফিচার অফার করছে। যতদূর জানা গিয়েছে, Z690 তে DDR5 সাপোর্ট থাকবে, কিন্ত লোয়ার বাজেট মাদারবোর্ডগুলোতে DDR4 থাকতে পারে।

 

Share This Article

Search