[Rumor] জানুয়ারিতে আসছে RTX 3090 Super, 3070 Ti 16 GB, 2060 12 GB?

২০২২ সালের শুরুর দিকে NVIDIA RTX 30 Super সিরিজের বেশ কিছু গ্রাফিক্স কার্ড লঞ্চ হবে এরকম বেশ কিছু খবর বেশ কিছুদিন যাবত শোনা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার জানা যাচ্ছে যে জানুয়ারিতে আসতে পারে RTX 3090 Super কার্ডটি। সাথে 3070 Ti, 2060 এর Revised Edition এর সম্পর্কেও রয়েছে গুজব।

RTX 3090 Super এর আগমন ঘটবে জানুয়ারিতেইঃ

hongxing2020 একটি টুইট থেকে দাবি করেছে যে RTX 3090 Super আসবে ২০২২ সালের জানুয়ারি মাসে।

সে তার টুইটের শেষে উল্লেখ করেছে যে RTX Super সংক্রান্ত Rumor গুলো সত্য ছিল। তবে খুব সম্ভবত RTX 3080 Super,3070 Super,3060 Super এর আসার সম্ভাবনা ও এ নিয়ে ফিসফাস থাকলেও RTX 3090 এর Super Edition সম্ভবত কেওই প্রত্যাশা করেনি।

পুর্বে অবশ্য গত ২৬শে আগস্ট Kopitakimi ও ২৫শে আগস্ট Graymon55 Broke 3090 Super সম্পর্কে বেশ কিছু Hints দিয়েছিল যেমন এই কার্ডটিতে 21GBps GDDR6X মেমোরি থাকতে পারে, এমনকি এর মেমোরি ব্যান্ডউইডথ হতে পারে 1TBps। Rumor টিতে আরো উল্লেখ ছিল 450W এর TDP এর ব্যাপারটিও।

Graymon55 এর মতে RTX 3090 Super কার্ডটিতে থাকবে 10752+ CUDA Cores.

একই সাথে আসতে পারে RTX 3070 Ti 12GB, RTX 2060 12GB Edition ও

শুধু তাই নয়, তার মতে  একই সাথে রিলিজ হতে পারে RTX 3070 Ti কার্ডটির ১২ গিগাবাইট মেমোরির ভার্সন ও গত কিছুদিন যাবত যে Refreshed RTX 2060 12GB এর ব্যাপারে শোনা যাচ্ছে, সেটিও লঞ্চ হবে একই সাথেই।

RTX 2060 12GB এর ব্যাপারে আগে থেকেই বেশ কিছু খবর আমরা পেয়ে আসছিলাম, জানুয়ারিতেই একটা খবর ছড়িয়েছিল যে এনভিডিয়া নতুন করে RTX 2060 এর প্রোডাকশন শুরু করতে পারে GPU শর্টেজ মোকাবেলায়। সম্প্রতি  Videocardz  তাদের নিজস্ব সোর্স থেকে জানিয়েছিল যে এই কার্ডটি PG161 বোর্ডে TU106-300-KX GPU ফিচার করবে।

এর আগে Kopitakimi অবশ্য RTX 30 Super সিরিজের Short Specs জানিয়েছিল টুইটের মাধ্যমে।

 

Share This Article

Search