মোটামুটি এটা নিশ্চিত যে চলতি মাসের শেষে এনভিডিয়া লঞ্চ করবে RTX 4060 Ti যেটি 8GB VRAM ফিচার করবে। তবে নতুন একটি লিক থেকে জানা যাচ্ছে যে RTX 4060 Ti এর একটি 16GB ভ্যারিয়েন্ট ও লঞ্চ হবে পরবর্তীতে।
মে মাসে ৮ জিবি ভ্যারিয়েন্ট, জুলাই তে ১৬ জিবি?
মে মাসের শেষ নাগাদ RTX 4060 Ti লঞ্চ হবে এটা মোটামুটি অনেক পুরাতন খবর। চারিদিকে Demanding,heavily unoptimized গেম এর যেখানে ছড়াছড়ি, সেই অবস্থায় এনভিডিয়ার 8GB VRAM দিয়ে ৪০০-৫০০ ডলার রেঞ্জে জিপিইউ লঞ্চ করাটা নিয়ে আগে থেকেই চলছে তীব্র আলোচনা,সমালোচনা । আগের জেনারেশন এর RTX 3060 Ti তেও ছিল ৮ গিগাবাইট ভির্যাম। আমরা ইতিমধ্যেই এই বছর বেশ অনেকগুলো গেম দেখেছি যেখানে ৮ গিগাবাইট এর ভির্যাম একদমই অপ্রতুল মনে হয়েছে হায়ার রেজুলুশন গুলোতে। এই গ্রাফিক্স কার্ড গুলো যে ভবিষ্যতে অপর্যাপ্ত ভির্যাম এর জন্য ভুগবে তা অনুমেয়।
একই সাথে RTX 4060 ও হবে ৮ গিগাবাইট এই খবর দেখেও বেজায় চটেছেন পিসি এন্থুসিয়াস্ট রা। আগের জেনারেশন এর 3060 ই যেখানে ১২ গিগাবাইট ভিডিও মেমোরির সাথে এসেছিল সেখানে ২ বছর পর এনভিডিয়া কেন মেমোরি ক্যাপাসিটি ৪০% ৩০% কমিয়ে দিচ্ছে তা প্রশ্ন সবারই।
তবে reliable insider, MEGAsizeGPU আজকে একটি সম্পুর্ণ নতুন তথ্য দিয়েছেন। এই তথ্য অনেকের মনেই কিছুটা হলেও স্বস্তির সুবাতাস এনে দিতে পারে। MEGAsizeGPU এর মতে RTX 4060 Ti এর একটি ১৬ গিগাবাইট ভ্যারিয়েন্ট আসবে।
4060Ti 8G
4060Ti 16G
4060 8G
will be released in May— MEGAsizeGPU (@Zed__Wang) May 9, 2023
আমরা সকলেই জানি মে মাসের ২৫ তারিখ RTX 4060 Ti 8GB লঞ্চ হবে।। MEGAsizeGPU এর দাবি, জুলাই মাসে বাজারে আসবে RTX 4060 Ti 16GB । অর্থাৎ এখন থেকে আরো দুই মাস পর। তবে এনাউন্সমেন্ট হয়তো একই সাথে হতে পারে। RTX 4060 এর এনাউন্সমেন্ট ও এই দুটি জিপিইউ এর সাথে হয়ে যাবে, এটার ও লঞ্চ হবে জুলাই এ।
4060Ti 16G will be released in May,on shelf in July,same as 4060 8G.
4060Ti 8G will be released and on shelf in May.— MEGAsizeGPU (@Zed__Wang) May 9, 2023
আর 40 সিরিজের সবথেকে লো এন্ড ডেস্কটপ জিপিইউ , 4050 এর লঞ্চ সম্ভবত এই দুইটি জিপিইউ এর মাঝে, অর্থাৎ জুন মাসে হবে।
***নতুন খবর হচ্ছে, 4050 জুন মাসে লঞ্চ হবে না।***
4050 is delayed
— MEGAsizeGPU (@Zed__Wang) May 9, 2023
specs,price:
RTX 4060 Ti এর স্পেকস তো মোটামুটি সবারই জানা। তবে 16gb ভ্যারিয়েন্ট এর স্পেকস সম্পর্কে এখনো কোনো নিশ্চিত তথ্যই পাওয়া যায়নি। একই জিপিইউ ফিচার করবে কি না, নাকি ভিন্ন জিপিইউ থাকবে তাও জানা যায়নি। মেমোরি কনফিগারেশন এও কোনো আপগ্রেড থাকবে কি না সে সম্পর্কেও কোনো তথ্য নেই।
4060 Ti এর দাম সম্পর্কে যতটুকু ধারণা করা হচ্ছে যে এটির দাম হবে ৪৫০ ডলার। অর্থাৎ 4070 থেকে ১৫০ ডলার কম। সেক্ষেত্রে 16GB ভ্যারিয়েন্ট এর দাম কতটুকু কম বেশি হবে সেই প্রশ্ন ও থেকে যায়। এরকম সম্ভাবনা থাকতে পারে যে আমরা হয়তো ৫০০ ডলারে 16GB 4060 Ti দেখতে পেতে পারি। আবার 450 USD হতে পারে প্রকৃতপক্ষে 16GB এর দাম, সেক্ষেত্রে 8GB এর দাম হবে আরো ৩০/৪০ ডলার কম। তবে দ্বিতীয়টি ঘটার সম্ভাবনা খুবই কম।
4060 ti এর সাধারণ স্পেসিফিকেশন মোটামুটি এরকমঃ ৪৩৫২টি কুডা কোর, 2.3-2.5Ghz Clock speed, 8G-128 Bit-288GB/s memory,160W TDP। অর্থাৎ 3060 ti এর তুলনায় আমরা মেমোরি বাস ইন্টারফেস ও স্পিডে downgrade দেখতে পেতে পারি। কুডা কোর ও থাকবে কম। PCIe interface ও full 16 lane এর বদলে ব্যবহার করবে অর্ধেক সংখ্যক লেন।