RTX 4060: RTX 3070 এর সমান ফাস্ট? আসছে ২০২৩ এর জুনে!

এনভিডিয়ার RTX 4060 সম্পর্কে মোটামুটি প্রথম লিকটা পেয়ে গিয়েছি আমরা। Weibo এর একটি পোস্ট থেকে শোনা যাচ্ছে যে ২০২৩ সালের জুন মাসে লঞ্চ হবে RTX 4060। পারফর্মেন্স এর দিক দিয়ে এটি হবে RTX 3070 এর সমান।

২০২৩ এর মাঝামাঝি বাজারে আসবে RTX 4060?

এনভিডিয়ার এর মিড বাজেটে বরাবরের মতই রাজত্ব করে আসছে XX60 মডেলের GPU গুলো। 960,1060,2060 কিংবা 3060 এর মত গ্রাফিক্স কার্ড গুলো সবসময় ই সবথেকে বেশি জনপ্রিয়। বাজারে সবসময়ই হটকেকের মত চাহিদার শীর্ষে থাকে এই গ্রাফিক্স কার্ড গুলো। এনভিডিয়া বরাবরের মতই লো এন্ড,বা মিডরেঞ্জের GPU গুলো দেরি করে লঞ্চ করে থাকে। RTX 30 সিরিজের ক্ষেত্রেও তেমন হয়েছে। একই ভাবে RTX 40 সিরিজেও আস্তে আস্তে কমদামি,অপেক্ষাকৃত কম শক্তিশালী গ্রাফিক্স কার্ড গুলো দেরি করে লঞ্চ করা হবে পর্যায়ক্রমে।

Weibo তে Wolstame এর একটি পোস্টকে সামনে এনেছেন জনপ্রিয় Leaker Harukaze। Wolstame হচ্ছেন লেনোভো চায়নার গেমিং ডেস্কটপ প্রোডাক্ট ম্যানেজার। তিনি weibo তে তার কাছে থাকা তথ্যের ভিত্তিতে RTX 4060 সম্পর্কে বেশ কিছু গুরুত্বপুর্ণ প্রেডিকশন করেছেন। মুলত তার ধারণা বা আন্দাজগুলোকে তিনি ৫টি মুল পয়েন্টে ব্যাখা করার চেষ্টা করেছেন। সেগুলো হলোঃ

  • RTX 4060 এর পারফর্মেন্স হবে RTX 3060 থেকে 20% ফাস্ট। সেক্ষেত্রে এটি মোটামুটি RTX 3070 এর সমান পারফর্মেন্স দেবে।
  • RTX 4060 এর পাওয়ার কনসাম্পশন ও হবে 3060 থেকে কম, ১৫০ থেকে ১৮০ ওয়াট এর ভেতরে।
  • দাম 3060 থেকে ১০% মত বেশি হতে পারে, মোটামুটি 3060 ti এর মত দামে পাওয়া যেতে পারে।
  • DLSS3.NVenc এর উন্নতি দেখা যাবে।
  • লঞ্চ হবে ২০২৩ এর জুন মাসের ১৮ তারিখে।

এর পাশাপাশি RTX 4060 নিয়ে তার মতামত ও তিনি জানিয়ে দেন। উপরের তথ্য গুলোর ভিত্তিতে তার মতে ,RTX 4060 এর জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই।

বেশ কয়েক মাস আগে AD106,107 সম্পর্কে কিছু লিকস বা রিউমারস পাওয়া গিয়েছিল। এই GPU গুলো ৮টি পিসিআই ই লেন বহন করবে ও AD 106 এর পারফর্মেন্স খুব বেশি সুবিধার না এরকম মন্তব্য করেছিলেন Leaker Kopitekimi। 3dmark Timespy এর স্কোর ও ৭০০০ এর থেকে কম এই GPU টির, এমনটিই জানিয়েছিলেন তিনি।

আমরা ইতিমধ্যেই জানি AD102 হচ্ছে সবথেকে পাওয়ারফুল GPU যেটি RTX 4090 তে রয়েছে। অন্যদিকে 4080 তে আছে AD103, 4070 Ti ফিচার করছে AD104।

 

Share This Article

Search