Search

RTX 2080 vs GTX 1080 বেঞ্চমার্ক এনভিডিয়া অফিসিয়ালি পাবলিশ করল

RTX 2080 = 2X GTX 1080?

দুই দিন আগেই আমরা দেখতে পাই যে, Gamescom 2018 এ এনভিডিয়া আপকামিং এডভেঞ্চার গেম Shadow of the Tomb Raider এর শো কেইস করে। গেমটি শো কেইস করার জন্য ব্যাবহার করা হয় ফ্ল্যাগশিপ RTX 2080 ti কার্ড এবং একটিভ রাখা হয় ল্যাটেস্ট টেকনোলোজি ‘রে ট্রেসিং’। কিন্তু এই টেকনোলোজি একটিভ থাকা অবস্থায় কার্ডটি শুধুমাত্র ফুল এইচ ডি 1080p রেজোল্যুশনে আলট্রা গ্রাফিক্স সেটিংসে মাত্র ৩০ থেকে ৭০ ফ্রেমস পার সেকেন্ড আউটপুট দিতে সক্ষম হয়। এর থেকে বোঝা যায় যে, এই টেকনোলোজি তাদের ল্যাটেস্ট জিপিউর উপর অনেকটাই প্রেশার দেবে। কিন্তু সকল নেগেটিভ মার্কেটিঙের অবসান ঘটানোর জন্য এনভিডিয়া অফিসিয়ালি রিলিজ করল RTX 2080 vs GTX 1080 এর বেঞ্চমার্ক কম্পারিজন।

এই বেঞ্চমার্ক টেস্টে কি ধরণের সিস্টেম ব্যাবহার করা হয়েছে তা স্পষ্ট জানা না গেলেও কিছু জায়গা থেকে খবর পাওয়া গিয়েছে এটির জন্য ব্যাবহার করা হয়েছে I7 8700K (OC’d to 5 GHz), Z370 মাদারবোর্ড এবং ৩২ জিবি DDR4 র‍্যাম। দুটি কার্ডের বেঞ্চমার্ক রেজাল্ট থেকে দেখা যাচ্ছে টেস্ট করা ১০ টি গেমের মধ্যে সবগুলোতেই RTX 2080 এগিয়ে আছে GTX 1080 থেকে গেম ভেদে ৪০ থেকে ৮০% এর মত। এছাড়াও কম্প্যাটিবল গেমে প্রয়োগ করা হয়েছে নতুন ডিপ লার্নিং সুপার স্যামপ্লিং (DLSS) টেকনোলোজি যা RTX 2080 তথা নেক্সট জেন এর সকল কার্ডের পারফর্মেন্সকে বাড়িয়ে দেবে। যার উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন কম্পারিজনের স্ক্রিনশটেই।

Official Games Benchmark

এছাড়াও এনভিডিয়া অফিসিয়ালি রিলিজ করেছে ১০ টি গেমের অফিসিয়াল বেঞ্চমার্ক রেজাল্ট। প্রতিটি গেমের রেজোল্যুশন ছিল 4K এবং গ্রাফিক্স সেটিংস ছিল আলট্রা। আর কম্প্যাটিবল গেমে একটিভ ছিল HDR। চলুন দেখে নেয়া যাক তাদের বেঞ্চমার্কে এভারেজ কত ফ্রেমস পার সেকেন্ড পাওয়া গিয়েছে।

Games Avg. FPS
Final Fantasy XV 60 FPS
Hitman (Season 1) 73 FPS
Call Of Duty WW2 93 FPS
Mass Effect Andromeda 67 FPS
Star Wars Battlefront 2 65 FPS
Resident Evil 2 Remake (Demo) 66 FPS
F1 2017 72 FPS
Destiny 2 66 FPS
Battlefield 1 84 FPS
Far Cry 5 71 FPS

এখানে দেখা যাচ্ছে প্রতিটি গেমেই 4K রেজোল্যুশনে এভারেজে ৬০ ফ্রেমস পার সেকেন্ডের উপরে রাখছে এনভিডিয়ার RTX 2080 জিপিউ। সুতরাং আগামি কয়েক বছরে বের হওয়া সকল আপকামিং গেমে আমরা এই এভারেজ ফ্রেমস পার সেকেন্ড দেখতে পারি।

বি:দ্র: কোন রিভিউয়ার এখনো কার্ড হাতে পায় নি। আর সেপ্টেম্বারের ১৪ তারিখ পর্যন্ত NDA রয়েছে। অর্থাৎ ১৫ তারিখ থেকে আমরা রিভিউয়ারদের বেঞ্চমার্ক রেজাল্ট দেখতে পারব।

আপনারা এনভিডিয়ার নেক্সট জেনারেশন কার্ড নিয়ে কি ভাবছেন তা জানাতে পারেন নীচের কমেন্ট বক্সে। আর সময় পেলে পড়ে আসতে MSI এর নেক্সট জেন জিপিউ লাইন আপ সম্পর্কে।

Share This Article

Search