RTX 2080 ti vs GTX 1080 ti রিভিউয়ার বেঞ্চমার্ক লিক!

RTX 2080 ti vs GTX 1080 ti Leaked?

NDA বা Non Disclosure Agreement! এই জিনিসটির নাম আমরা সবাই কম বেশি শুনেছি। মূলত এই এগ্রিমেন্ট হচ্ছে কোম্পানির সাথে একটি চুক্তিতে আসা যে, কোম্পানি প্রদত্ত নির্দিষ্ট দিনের আগে কোন প্রকারের বেঞ্চমার্ক বা রিভিউ প্রকাশ করা যাবে না, বলা যাবে না এটির ভেতরের স্পেসিফিকেশন। তবে প্রোডাক্ট কি রকম অর্থাৎ ওভারভিউ করা যাবে। আমরা জানি, এই মাসের ১৪ তারিখ পর্যন্ত এনভিডিয়া সকল মেজর রিভিউয়ারদের NDA সাইন করিয়েছে। তাই ১৪ তারিখের আগে মূলত কোন রিভিউ বা বেঞ্চমার্ক আসলে তা অফিসিয়ালি লিক বলেই গণ্য হবে। তেমনি একটি লিক পাওয়া গিয়েছিল আজ ভোর বেলায়। টার্কিশ টেক ইউটিউব চ্যানেল PC Hocasi Tv তে প্রকাশ করা হয় RTX 2080 ti vs GTX 1080 ti এর বেঞ্চমার্ক রেজাল্ট। তার ইউটিউব চ্যানেলে প্রায় ৯৪ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং ইউটিউব চ্যানেল ঘেটে যা দেখা গেল চ্যানেলের কোয়ালিটি খুব ভালো মানেরই। তুরস্কের মধ্যে থাকা কোম্পানি বা দোকান থেকে সে হয়ত কোন RTX মডেলের স্যাম্পল পেয়ে গিয়েই RTX 2080 ti vs GTX 1080 ti এর বেঞ্চমার্ক করে সে পাবলিশ করে।

তবে তার চ্যানেল কোন NDA এর আন্ডারে ছিল কিনা সেই সম্পর্কে কোন নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায় নি, তবে ভিডিও পাবলিশের কয়েক ঘন্টা পরেই ইউটিউব চ্যানেল থেকে সেটি মুছে ফেলা হয়। কিন্তু ততক্ষণে যাদের স্ক্রিনশট নেয়ার কথা তারা স্ক্রিনশট নিয়ে ফেলেছে।

System Specification

RTX 2080 ti vs GTX 1080 ti এর বেঞ্চমার্ক করার জন্য কি ধরণের সিস্টেম ব্যাবহার করা হয়েছে সেই সম্পর্কে কিছুটা কনফিউশন থাকলেও তার পেছনের কিছু ভিডিও ঘেটে কনফার্ম হওয়া গিয়েছে। মূলত এই সিস্টেমে ব্যবহার করা হয়েছে I7 8700K, 16 GB Ram, Samsung 960 Pro এবং Z370 মাদারবোর্ড। সকল গেমের রেজোল্যুশন রাখা হয়েছে 4K এবং গ্রাফিক্স সেটিংস দেয়া হয়েছিল যত আলট্রা সম্ভব তত!

RTX 2080 ti vs GTX 1080 ti Benchmark

Games RTX 2080 ti Avg GTX 1080 ti Avg
Rainbow Six Siege 90.1 FPS 61.6 FPS
Call of Duty WW2 61.1 FPS 50.0 FPS
Far Cry 5 68.9 FPS 44.4 FPS
For Honor 78.3 FPS 51.7 FPS
GTA V 78.2 FPS 61.5 FPS
Mass Effect Andromeda 67.3 FPS 48.4 FPS
PUBG 61.6 FPS 42.5 FPS
The Witcher 3 (No Mods) 56.4 FPS 44.1 FPS
Battlefield V (Demo) 75.2 FPS 54.5 FPS
The Crew 2 58.3 FPS 47.3 FPS

 

Related Topic: Nvidia RTX 2080 Official Benchmark

Share This Article

Search