Search

RTX 2060 অফিসিয়ালি লঞ্চ হবে ৭ জানুয়ারি, পারফর্ম করবে GTX 1070 থেকে বেশি

অতঃপর বহু গুজব এবং জল্পনা কল্পনা শেষে অফিসিয়ালি কনফার্মেশন পাওয়া গেল এনভিডিয়ার তথাকথিত মিড রেঞ্জ 1080p গেমিং কম্প্যাটিবল জিপিউ RTX 2060 এর অফিসিয়াল লঞ্চ ডেট। videocardz.com হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামি ৭ জানুয়ারি CES 2019 ইভেন্ট চলাকালীন এনভিডিয়া অফিসিয়ালি RTX 2060 এর লঞ্চ করবে। এমনকি এই কার্ড খোদ এনভিডিয়ার সিইও এবং প্রেসিডেন্ট মি. জেনসেন হুয়াং এনাউন্স করতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানুয়ারির ৭ তারিখ অফিসিয়ালি এনাউন্স ও লঞ্চ করা হলেও ১৫ তারিখ থেকে ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যাবে ফাউন্ডারস এডিশন এবং কাস্টম ভার্শনের জিপিউগুলো। তবে বাংলাদেশে কবে নাগাদ আসতে পারে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে আসলে অবশ্যই পিসি বিল্ডার বাংলাদেশের পক্ষ থেকে রিভিউ পাবেন তা নিশ্চিত করে বলতে পারছি।

RTX 2080/2070 এর ফাউন্ডারস এডিশনের মত এই কার্ডের মধ্যেও আমরা হুবহু সেইম ডুয়াল ফ্যান কুলিং ডিজাইন দেখতে যাচ্ছি। যেহেতু এটি তার বড় ভাইদের থেকে অনেকটা কম পাওয়ার ড্র করবে, তাই এখানে শুধুমাত্র একটি ৮ পিনের পিসিআই পাওয়ার কানেক্টর দেখা যাচ্ছে। তবে উল্লেখ্য, GTX 1060 তে আমরা কেবল ৬ পিনের পাওয়ার কানেক্টর দেখতে পেয়েছিলাম। এছাড়াও ডিসপ্লে কানেক্টিভিটির জন্য থাকছে দুটি ডিসপ্লে পোর্ট, একটি এইচ ডি এম আই পোর্ট, একটি টাইপ সি পোর্ট এবং একটি ডিভিআই-আই পোর্ট। RTX 2060 এর আনুমানিক পারফর্মেন্স ধরা হচ্ছে GTX 1080 এর সমান বা তার ৮৫% থেকে ৯০%। যা GTX 1070 থেকে অনেকখানিই বেশি।

RTX 2060 6GB GDDR6 কার্ডের এম এস আর পি নিয়ে এখনো কোন তথ্য পাওয়া না গেলেও ধারনা করা হচ্ছে কার্ডের দাম ৩৭০ ডলার থেকে ৪০০ ডলারের মধ্যে থাকবে। উল্লেখ্য একই ইভেন্টে এ এম ডিও তাদের নতুন ৭ ন্যানোমিটারের জিপিউ এনাউন্স করতে পারে যা আরো কম দামে সেইম পারফর্মেন্স প্রদান করতে সক্ষম হতে পারে।

RTX 2060 স্পেসিফিকেশন

GPU Architecture TU 106-300
CUDA Cores 1920
Tensor Cores 240
Ray Tracing Cores 30
TMUs 120
ROPs 48
Max FP32 Compute ~6.5 TFLOPS
Base Clock 1365 MHz (TBC)
Boost Clock 1680 MHz (TBC)
Memory Details 6GB GDDR6, 192 bit, 14 Gbps

এছাড়াও সময় পেলে পড়ে আসতে পারেন ল্যাপটপের জন্য RTX জিপিউ লঞ্চ হবার খবর। আর্টিকেলটি পড়ার জন্য এখানে ক্লিক করুন

Share This Article

Search