গুজবঃ RTX 2060 এবং GTX 1160 আসছে CES 2019 ইভেন্টে

বেশ কিছুদিন আগেই videocardz.com রিপোর্ট করে RTX 2060 এর মার্কেটিং ম্যাটারিয়াল লিক হয়ে যাওয়া সম্পর্কে। মূল লিকটি করেন টেক জারনালিস্ট আন্ড্রেয়াস শিলিং। তিনি তার টুইটার একাউন্টে RTX 2060 এর মার্কেটিং ম্যাটারিয়াল লিক করে দেন। সেখানে তিনি বলেন RTX 2060 জিপিউতে তার বড় ভাইদের মত থাকছে RT Core। এছাড়াও আগের জেনারেশনের ট্রেন্ড ফলো করে এতে পাওয়া যেতে পারে 6GB GDDR5 মেমোরি। অবশ্য এখনো মেইন কোন স্পেসিফিকেশন পাওয়া যায় নি কিন্তু ধারণা করা হচ্ছে এতে থাকতে পারে ১৯২০ কুডা কোর। তবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই সব কিছু সম্পর্কে পরিস্কার হওয়া যেতে পারে।

কিন্তু আজ একটি চাইনিজ ওয়েবসাইট Expreview অনেকটা কনফার্ম করেছে যে RTX 2060 জিপিউ সত্যিই মিড জানুয়ারি টাইমলাইনে রিলিজ হতে পারে। তবে তার সাথে সাথে আরো একটি জিপিউ সম্পর্কে লিক তারা করেছে। এই জিপিউটি হচ্ছে GTX 1160 (যদিও তাদের রিপোর্টে 1660 ছিল)। এনভিডিয়া তাদের গেমিং ব্র্যান্ডকে এখন দুভাগে ভাগ করার পরিকল্পনা করছে। নতুন RTX সিরিজ হবে হাই মিড রেঞ্জ থেকে প্রিমিয়াম বাজেটের গেমারদের জন্য এবং আগের GTX থাকতে যাচ্ছে মিড রেঞ্জ ও বাজেট গেমারদের জন্য।

RTX 2060 ও GTX 1160 প্রায় সমতুল্য ক্যালিবারের জিপিউ হলেও দুটোর গ্রাফিক্স চিপসেট হতে যাচ্ছে সম্পূর্ণ আলাদা। যেখানে RTX 2060 কার্ডে ব্যাবহার করতে যাওয়া হচ্ছে TU106-200 চিপসেট সেখানে GTX 1160 কার্ডে পাওয়া যেতে পারে TU116 চিপসেট যা RTX কার্ডের থেকে অনেকটাই দুর্বল ক্ষমতা সম্পন্ন।

এছাড়া ওয়েবসাইটটি থেকে বর্ণিত আর্টিকেল অনুসারে GTX 1160 এর মারকেটিঙ্গের ক্ষেত্রে রে ট্রেসিঙ্গের বদলে ব্যাবহার করা হচ্ছে ‘টিউরিং শেডার’ যা নিশ্চিত করবে উন্নত শেডার পারফর্মেন্স। স্পষ্ট বোঝা যাচ্ছে এই রে ট্রেসিং জিনিসটি শুধুমাত্র RTX কার্ডের জন্যই এক্সক্লুসিভ হতে যাচ্ছে। এছাড়া আরো একটি জিনিসের কনফার্মেশন পাওয়া গিয়েছে যে RTX 2050 বা 2050 ti কোন কার্ড বাজারে আসবে না। বরং কার্ডগুলোর নাম হতে পারে GTX 1150 ও 1150 ti। অর্থাৎ এন্ট্রি লেভেলের সব কার্ড GTX 11 সিরিজের নিচেই থেকে যাচ্ছে। GTX 11 সিরিজের জিপিউর পারফর্মেন্সের ক্ষেত্রে প্রতি কার্ডেই তাদের আগের জেনারেশনের কাউন্টার পার্ট হতে ২০% থেকে ৩০% এর মত বেশি আশা করা হচ্ছে।

এই RTX 2060 এবং GTX 1160 এর দাম কত হতে পারে সেটা নিয়ে তেমন কোন কনফার্মেশন পাওয়া না গেলেও ধারণা করা হচ্ছে RTX 2060 এর ফাউন্ডারস এডিশনের দাম হতে ৩৭০ থেকে ৪০০ ইউএস ডলার এবং GTX 1160 এর দাম হতে পারে ২৮০ থেকে ৩২০ ইউএস ডলার।

মূল আর্টিকেল সোর্সঃ videocardz.com

আর সময় পেলে পড়ে আসুন এনভিডিয়ার নতুন ল্যাপটপ জিপিউ MX250 সম্পর্কে। আর্টিকেলটি পড়তে এখানে ক্লিক করুন

Share This Article

Search