Kingdom Of Amalur:Re-Reckoning
RPG ,Adventure লাভারদের জন্য এই গেমটি।। Kingdom of Amalur:Reckoning রিলিজ পেয়েছিল ২০১২ সালে।। গেমটির সাথে মিল পাবেন Witcher,Risen 3,Skyrim ইত্যাদি গেমের।। বিশাল বড় ম্যাপ, বিশাল বড় স্টোরি, প্রচুর quests,side quests। ক্যারেক্টারগুলোর সাথে কথা বলার উপর গেমপ্লে বেশ প্রভাবিত হবে। প্রচুর পরিমাণে ক্যারেক্টার কাস্টোমাইজেশনের সুযোগ রয়েছে। একদম প্রথমে ফেস,gender থেকে শুরু করে সবকিছু বানিয়ে নেওয়া যাবে।। তারপর weapons,armors,shields ইত্যাদি কালেক্ট করে করে কিংবা কিনে আপগ্রেড করা যাবে।। বিক্রয় ও করা যাবে বিভিন্ন components. রয়েছে স্পেশাল বিভিন্ন পাওয়ার।। xp এর মাধ্যমে লেভেল আপ করা যাবে তার মাধ্যমে প্লেয়ারের বিভিন্ন এবিলিটি আপগ্রেড হবে।। রয়েছে বিভিন্ন ধরনের এনিমি।
গেমটি একটি রিমাস্টার। সুতরাং গেমপ্লে এবং স্টোরি হুবহই আগের মতই থাকছে।। উন্নতি শুধুই গ্রাফিক্সে।
গেমটি পাবলিশ করেছে Darksiders এর পাবলিশার THQ Nordic । মুল্য ২০ ডলার। কিনুন স্টিম থেকে