প্রোগ্রামার, ডিজাইনার এবং রাইটারদের জন্য একটি ভিডিও গেমকে জীবন্ত রুপে নিয়ে আসার জন্য চাই পাওয়ারফুল ওয়ার্কস্টেশন। আর এই সকল প্রজিউমারদের কথা মাথায় রেখেই আসুস ProArt লাইনআপের নতুন ডিভাইস ProArt StudioBook Pro X এবারের CES 2020 তে উন্মোচন করেছে। এতে রয়েছে এনভিডিয়া Quadro গ্রাফিক্স আর আসুসের নিজস্ব ScreenPad 2.0 সেকেন্ডারি ডিসপ্লে।
ভার্চুয়াল প্রডাক্টশন, রিয়েল-টাইম 8K ভিডিও এডিটিং, ডাটা এনাইজিস, CAD ডিজাইন এবং সিমুলেশন সহ এ জাতীয় হেভি লোড কাজ যারা On-the-go তেই করতে চান তাদের জন্যই এই ল্যাপটপটি টার্গেট করে বানানো হয়েছে। NanoEdge টেকনোলজির ১৭ ইঞ্চির বড় ডিসপ্লেতে রয়েছে PANTONE Validated প্যানেল যার মাধমে একটি স্ট্যান্ডার্ড 16:9 Aspect রেশিও ডিসপ্লে থেকে ২৫% বেশি অনস্ক্রিণ ওয়ার্কিং এরিয়া আপনি উপভোগ করতে পারবেন। আর টোটাল ৯২% Screen-to-body রেশিও এবং ১০০% AdobeRGB কভারেজ তো রয়েছেই।
ওজনের কথা বললে ডিভাইসটি অন্য মডেলের (ProArt StudioBook One) থেকে ওজনে তুলনামূলক কম। ডিজাইনের দিকে বলতে গেলে আসুসের অনান্য লাইনআপের মতো চোখ ধাঁধানোর কিছুই নেই এতে। ডিভাইসতে সিম্পল এবং ক্লিয়ার কাট ডিজাইন রাখা হয়েছে তবে বিল্ড কোয়ালিটিতে কোনো প্রকার কম্প্রোমাইজ করা হয় নি। উল্লেখ্য যে এতে ব্যবহার করা হয়েছে 16:10 ডিসপ্লে যেটা সাধারণত 16:9 ল্যাপটপের থেকে উচ্চতার দিকে একটু বড়। তবে বলাবাহুল্য বর্তমানে সবথেকে কমপ্যাক্ট ১৭ ইঞ্চির ওয়ার্কস্টেশন হচ্ছে এই StudioBook Pro X ।
একটি ওয়ার্কস্টেশন নোটবুকের জন্য ভালো এবং নির্ভরযোগ্য কিবোর্ড থাকা একান্তই জরুরী। তাই এই StudioBook Pro X এ রয়েছে পূণার্ঙ্গ স্ট্যান্ডার্ড লেআউটের Deep-stroke কীবোর্ড। যারা সরাসরি ডেক্সটপ কীবোর্ডে টাইপ করে অভ্যস্ত তাদের জন্য বেশ সুবিধা হবে এই কীবোর্ডে টাইপ করে। উল্লেখ্য যে কীগুলো হচ্ছে Backlit ।
বিস্তারিত স্পেসিফিকেশন
ProArt StudioBook Pro X (W730) | |
প্রসেসর | Intel® Xeon® E-2276M processor
2.8 GHz hexa-core with Turbo Boost (up to 4.7 GHz) and 12 MB cache Intel® Core™ i7-9750H processor 2.6 GHz hexa-core with Turbo Boost (up to 4.5 GHz) and 12 MB cache |
গ্রাফিক্স | Up to NVIDIA® Quadro RTX™ 5000
16 GB GDDR6 VRAM |
অপারেটিং সিস্টেম | Windows 10 Pro for Workstations (For Intel® Xeon® processor models)
Windows 10 Pro (ASUS recommends Windows 10 Pro) |
ডিসপ্লে | 17″ LED-backlit WUXGA (1920 x 1200) NanoEdge display
16:10 aspect ratio Anti-glare panel 3.8 mm-thin bezel with 92% screen-to-body ratio 178° wide-view technology 97% DCI-P3 color gamut, 8-bit color Delta-E < 1.5 color accuracy PANTONE® Validated |
র্যাম | Up to 128 GB DDR4 2666 MHz (SO-DIMM x 4, supports ECC) |
স্টোরেজ | Up to 6 TB (PCIe® 3.0 NVMe x4 SSD x 2, HDD x 1)
Supports CPU-attached RAID 0/1 (up to 48 Gbps) |
Connectivity | 2 x Thunderbolt™ 3 USB-C™ with Display Port 1.4 (40 Gbps)
3 x USB 3.1 Gen 2 Type-A (10 Gbps) 1 x HDMI 2.0 1 x SD 4.0 / UHS-II card reader (312 MB/s) 1 x Audio combo jack 1 x RJ45 LAN 1 x Kensington lock 1 x DC-in |
ওয়্যারলেস | Dual-band Wi-Fi 6 (802.11ax)
Bluetooth® 5.0 |
Keyboard and touchpad | Full-size backlit keyboard with 2.0 mm key travel and privacy hotkeys, 19 mm key pitch, integrated Numeric keypad
Touchpad with fingerprint sensor and Windows Hello support ASUS ScreenPad™ 2.0 (optional) |
অডিও | Sound by Harman Kardon
Smart amplifier Array microphone with Cortana and Alexa voice-recognition support Long-travel voice coils for improved low-frequency response |
ক্যামেরা | HD webcam |
Software | MyASUS
McAfee Common Build for All |
Battery and power supply | 95 Wh 6-cell lithium-polymer battery
280 W power adapter Plug Type: ø6.0 (mm) (Output: 20 V DC, 14 A, 280 W) (Input: 100-240 V AC, 50/60 Hz universal) |
রং | Star Grey |
সাইজ | 382.0 x 265.0 x 28.2 mm |
ওজন | 2.5 kg |