NVIDIA লঞ্চ করেছে RTX 40 সিরিজের আরো একটি গ্রাফিক্স কার্ড। গতকাল 600 ডলারে বাজারে এসেছে RTX 4070। ১২ গিগাবাইট VRAM এর এই গ্রাফিক্স কার্ডটি পাওয়া যাচ্ছে দেশের বাজারে।
Specifications of RTX 4070:
প্রথমেই কথা বলা যাক সদ্য লঞ্চ হওয়া RTX 4070 এর স্পেসিফিকেশন নিয়ে। 4nm প্রসেস এর AD104-250/251 জিপিইউ ফিচার করছে এই গ্রাফিক্স কার্ডটি। ৫৮৮৮ টি কুডা কোরের সাথে রয়েছে ১৮৪টি Texture Mapping Units(TMU)। অর্থাৎ RTX 3070 এর সমান সংখ্যক TMU ও CUDA Cores দেওয়া হয়েছে এটাতে। RTX 4070 তে বাড়ানো হয়নি RT Core এর সংখ্যা ও, আগের বারের মতই ৪৬টি আরটি কোর উপস্থিত রয়েছে এতে।
সবথেকে উল্লেখযোগ্য পরিমাণ বা চোখে পরার মত উন্নতি হয়েছে ক্লক স্পিড ও মেমোরি ক্যাপাসিটিতে। RTX 3070 এর 8GB GDDR6 মেমোরির স্থলে RTX 4070 তে রয়েছে ১২ গিগাবাইট GDDR6X মেমোরি। মেমোরির বাস ২৫৬ বিট থেকে কমে ১৯২ হলেও স্পিড বেড়েছে ৫০%। একই সাথে bandwidth ও 448GB/s এর জায়গায় 504GB/s পাওয়া যাবে RTX 4070 তে।
আর আগের বারের 1.5 Ghz-1.7Ghz base-boost ক্লক এবার এক লাফে বেড়ে হয়েছে 1.9Ghz-2.5Ghz ।
পাওয়ার কনসাম্পশন ও আগের থেকে ২০ ওয়াট কমে দাড়িয়েছে ২০০ ওয়াটে।
RTX 4070 Price:
RTX 4070 এর দাম এবার এনভিডিয়া অফিশিয়ালি দুই ভাগে ভাগ করেছে। এনভিডিয়ার নির্ধারিত MSRP তে বিক্রি হবে কিছু গ্রাফিক্স কার্ড, আর কিছু মডেল এর দাম হবে MSRP এর থেকে আরো উপরে। উল্লেখ্য যে 4070ti এর জন্য কোনো Founders Edition GPU ম্যানুফ্যাকচার না করলেও 4070 এর ঠিকই Founders Edition লঞ্চ করেছে এনভিডিয়া।
এনভিডিয়ার নির্ধারিত MSRP হচ্ছে 600 ডলার যা আগের জেনারেশনের 70 ক্লাস GPU ,অর্থাৎ RTX 3070 এর থেকে ১০০ ডলার বেশি (3070 এর দাম ছিল ৫০০ ডলার)।Founders edition সহ বেশ কিছু মডেল বিক্রি হবে ৬০০ ডলারে।
আর এর বাইরে অনেক গুলো মডেল রয়েছে যেগুলোর দাম হবে MSRP থেকে বেশি।
পাওয়া যাচ্ছে দেশের বাজারেঃ RTX 4070 Price in Bangladesh
রিলিজের এক দিনের মধ্যেই দেশের বাজারে available হয়ে গিয়েছে RTX 4070। শীর্ষস্থানীয় ইম্পোর্টার UCC নিয়ে এসেছে Zotac Gaming এর ৩টি মডেল ও MSI এর চারটি মডেল।
𝐙𝐎𝐓𝐀𝐂 𝐑𝐓𝐗 𝟒𝟎𝟕𝟎 𝐀𝐌𝐏 𝐀𝐈𝐑𝐎
MRP- 𝟖𝟓.𝟗𝟎𝟎 𝐓𝐀𝐊𝐀
𝐙𝐎𝐓𝐀𝐂 𝐑𝐓𝐗 𝟒𝟎𝟕𝟎 𝐓𝐫𝐢𝐧𝐢𝐭𝐲
MRP- 𝟕𝟔,𝟗𝟎𝟎 𝐓𝐀𝐊𝐀
𝐙𝐎𝐓𝐀𝐂 𝐑𝐓𝐗 𝟒𝟎𝟕𝟎 𝐓𝐰𝐢𝐧 𝐄𝐝𝐠𝐞 𝐎𝐂
MRP- 𝟕𝟖,𝟗𝟎𝟎 𝐓𝐀𝐊𝐀
𝐌𝐒𝐈 𝐆𝐞𝐅𝐨𝐫𝐜𝐞 𝐑𝐓𝐗 𝟒𝟎𝟕𝟎 𝐆𝐀𝐌𝐈𝐍𝐆 𝐗 𝐓𝐑𝐈𝐎 𝟏𝟐𝐆𝐁 𝐆𝐃𝐃𝐑𝟔𝐗 𝐆𝐫𝐚𝐩𝐡𝐢𝐜𝐬 𝐂𝐚𝐫𝐝
𝐌𝐑𝐏- 𝟖𝟗,𝟗𝟎𝟎 𝐓𝐀𝐊𝐀
𝐌𝐒𝐈 𝐆𝐞𝐅𝐨𝐫𝐜𝐞 𝐑𝐓𝐗 𝟒𝟎𝟕𝟎 𝐕𝐄𝐍𝐓𝐔𝐒 𝟑𝐗 𝟏𝟐𝐆 𝐎𝐂 𝐆𝐃𝐃𝐑𝟔𝐗 𝐆𝐫𝐚𝐩𝐡𝐢𝐜𝐬 𝐂𝐚𝐫𝐝
𝐌𝐑𝐏 – 𝟖𝟑,𝟗𝟎𝟎 𝐓𝐀𝐊𝐀
𝐌𝐒𝐈 𝐆𝐞𝐅𝐨𝐫𝐜𝐞 𝐑𝐓𝐗 𝟒𝟎𝟕𝟎 𝐕𝐄𝐍𝐓𝐔𝐒 𝟑𝐗 𝟏𝟐𝐆 𝐆𝐃𝐃𝐑𝟔𝐗 𝐆𝐫𝐚𝐩𝐡𝐢𝐜𝐬 𝐂𝐚𝐫𝐝
𝐌𝐑𝐏 – 𝟖𝟏,𝟗𝟎𝟎 𝐓𝐀𝐊𝐀
𝐌𝐒𝐈 𝐆𝐞𝐅𝐨𝐫𝐜𝐞 𝐑𝐓𝐗 𝟒𝟎𝟕𝟎 𝐕𝐄𝐍𝐓𝐔𝐒 2𝐗 𝟏𝟐𝐆 𝐆𝐃𝐃𝐑𝟔𝐗 𝐆𝐫𝐚𝐩𝐡𝐢𝐜𝐬 𝐂𝐚𝐫𝐝
𝐌𝐑𝐏 – 𝟕𝟗,𝟗𝟎𝟎 𝐓𝐀𝐊𝐀
পারফর্মেন্সঃ
3rd party রিভিউ গুলো দেখে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে RTX 4070 এর পারফর্মেন্স RTX 3080 10GB এর সমান ও AMD এর RX 6800 XT এর সমান। Techtester এর test এ RTX 3070 থেকে 2k রেজুলুশনে গড়ে ২৫% এগিয়ে আছে RTX 4070 ও RTX 4070 ti থেকে গড়ে ২০% পিছিয়ে আছে 4070 ।
RTX 3080 এর মত পারফর্মেন্স ৬০০ ডলারে, ব্যাপারটি একেবারেও খারাপ নয়। তবে 70 class GPU হিসেবে দামটি ১০০ ডলার বাড়তি হওয়ায় এই performance uplift অনেকের কাছেই অর্থহীন ,এছাড়া এই দামের কারণে 70 class এর নিচের GPU গুলো, অর্থাৎ 4060,4050,4060 ti সবগুলোর দামই অবধারিত ভাবে বাড়বে তা বলেই দেওয়া যায়। সেগুলোর পারফর্মেন্স ইম্প্রুভমেন্ট ও তাই কিছুটা অর্থহীন হয়ে যাবে।
তবে দেশের বাজার বিবেচনায় ৭৫-৯০ হাজার টাকার মধ্যে ক্রেতারা হয়তো আগের জেনারেশন এর ফ্লাগশিপ RTX 3080 এর মত পারফর্মেন্স এর স্বাদ নিতে পারবেন সেটা একটা ভালো ব্যাপার।