GTX 1050 3 GB! A New Alternative Of GTX 1050 & GTX 1050 ti
এখন আর কোন গুজব নয়। সরাসরি এনভিডিয়ার ওয়েবসাইটে দেখা মিলল GTX 1050 3 GB গ্রাইক্স কার্ডের। বেশ কিছুদিন ধরেই গুজব রটে আসছিল বাজেট ক্যাজুয়াল গেমারদের জন্য নতুন গ্রাফিক্স কার্ড বাজারে আনতে যাচ্ছে এনভিডিয়া। কিন্তু সবার মনেই সন্দেহ ছিল GTX 1060 এর ৫ জিবি কার্ডের মত হয়ত এটিও আনঅফিসিয়াল হতে পারে এবং কেবলমাত্র চিনের জন্য এভেলেবল হবে। কিন্তু সবার সন্দেহকে ভুল প্রমাণ করে এনভিডিয়া অফিসিয়ালি GTX 1050 3 GB কার্ডকে তাদের ওয়েসাইটে এনলিস্ট করল। অর্থাৎ এটি আন্তর্জাতিকভাবে এভেল্যাবল হবে।
অফিসিয়াল স্পেসিফিকেশন থেকে যতটুকু বোঝা গেল এই কার্ডটি হবে GTX 1050 ও GTX 1050 ti এর মধ্যবর্তী একটি অপশন। ৩ জিবি মেমোরির পাশাপাশি GTX 1050 3 GB কার্ডটিতে GTX 1050 ti এর থেকে বেটার থিওরিটিক্যাল স্পেক্স দেয়া হয়েছে। কিন্তু মেমোরি বাস নামিয়ে আনা হয়েছে ৯৬ বিটে। অর্থাৎ খুব একটা ব্যান্ডউইথ টানতে পারবে না এই কার্ড। কিন্তু GTX 1050 2 GB থেকে ওভারঅল ভাল পারফর্মেন্স দিয়ে যাবে।
আগামি ২ থেকে ৩ মাস পরেই এনভিডিয়ার নতুন জেনারেশনের কার্ড বাজারে দেখতে যাচ্ছি আমরা। এই নতুন জেনারেশনের কার্ড রিলিজের আগে প্যাসকেল লাইনআপে ১২তম এবং শেষ কার্ড হিসেবে বাজারে প্রবেশ করতে যাচ্ছে GTX 1050 3 GB জিপিউ।
Specification Comparison
Model | GTX 1050 2 GB | GTX 1050 3 GB | GTX 1050 ti 4 GB |
GPU | 14nm FF GP107 | 14nm FF GP107 | 14nm FF GP107 |
CUDA Cores | 640 | 768 | 768 |
Max FP32 Compute | 1.86 TFLOPS | 2.33 TFLOPS | 2.14 TFLOPS |
Base Clock | 1354 MHz | 1392 MHz | 1290 MHz |
Boost Clock | 1455 MHz | 1518 MHz | 1392 MHz |
Memory Clock | 7 GHz | 7 GHz | 7 GHz |
Memory | 2 GB GDDR5 | 3 GB GDDR5 | 4 GB GDDR5 |
Memory Bus | 128-bit | 96-bit | 128-bit |
Memory Bandwidth | 112 GB/s | 84 GB/s | 112 GB/s |
আর্টিকেল সোর্সঃ Videocardz