এনভিডিয়ার নেক্সট জেন জিপিউর রিলিজ ডেট লিক! টাইটেল দেখেই বুঝতে পেরে গিয়েছেন কি নিয়ে এই প্রতিবেদন তৈরি করা হচ্ছে। টেক ইউটিউব চ্যানেল গেমার মেল্ড, যা টেক রিলেটেড খবরা খবর ইউটিউব চ্যানেলে প্রকাশ করে থাকে, তার কাছে এনভিডিয়ার একটি বোর্ড পার্টনার থেকে মেইল এসেছে। এই ইমেইলের মধ্যে এলেজেডলি এনিডিয়ার আগামি জেনারেশনের গ্রাফিক্স কার্ডের রিলিজ ডেটের তথ্য ছিল। ইমেইলের মধ্যে যে গ্রাফিক্স কার্ড গুলোর কথা রয়েছে সেগুলো হচ্ছে GTX 1180, GTX 1180+, GTX 1170 এবং GTX 1160 এর। আমরা এখনো কনফার্ম করতে পারছি না এই ইমেইল সত্যিকারের কিনা বা লঞ্চ ডেটগুলো আসলেই সত্যি হতে পারে কিনা। লঞ্চ ডেট হিসেবে দেখানো হয়েছে GTX 1180 রিলিজ পাবে ৩০ আগস্ট, GTX 1170/1180+ রিলিজ হবে ৩০ সেপ্টেম্বার এবং মিড লেভেল বাজেট অরিয়েন্টেড 1080p জিপিউ GTX 1160 লঞ্চ হতে পারে ৩০ অক্টোবার। কিন্তু লঞ্চ ডেটের দিকে যদি তাকানো হয় তাহলে এনভিডিয়ার ইউজুয়াল লঞ্চের ট্রেন্ডের সাথে অনেকটাই মিল খুজে পাওয়া যাবে।
এই ইমেইলের আরো একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে এতে GTX 1180+ নামক জিপিউ রিলিজের কথা উল্লেখ রয়েছে। এখন হয়ত এটি হতে পারে GTX 1180 ti বা GTX 1180 এর কিছুটা আপগ্রেডেড ভার্শন। তবে এটি কাস্টম ওভারক্লকড GTX 1180 হবার সম্ভভাবনাই বেশি। যেমন ASUS ROG Strix GTX 1180 বা MSI GTX 1180 Gaming X ভার্শন ইত্যাদি।
আরো বলা আছে প্রায় সকল বোর্ড পার্টনারদের কাছেই এনভিডিয়ার বর্তমান জেনারেশন অর্থাৎ GTX 10 সিরিজের জিপিউর ওভারস্টক হয়ে আছে। তাই 10 সিরিজ থেকে 11 সিরিজের জিপিউ ম্যানুফ্রেকচারিঙ্গে ট্রান্সিশন করতে সবাইকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর এই কারণে এনভিডিয়াও সবাইকে নেক্সট জেনারেশনের জিপিউ উৎপাদন দেরীতে শুরু করতে বলেছে।
এছাড়া এই ইমেইলে এনভিডিয়ার তাদের বোর্ড পার্টনার ও গ্লোবাল ডিলারদের সাথে আগস্টের ২১ তারিখ একটি মিটিঙের তথ্য রয়েছে যা রিলিজের মাত্র ৯ দিন আগে হবে। বাংলাদেশের কেউ এই ধরণের মেইল পেয়েছে কিনা সেই সম্পর্কে এখনো কোন কনফার্মেশন পাওয়া যায় নি। আর রিলিজ হবার পর বাংলাদেশে নেক্সট জেনারেশনের জিপিউ কখন আসতে পারে তাও এখন সঠিকভাবে বলা যাচ্ছে না।
আবারো বলে রাখছি এই ইমেইল ও রিলিজ ডেটের অথেন্টিসিটি কোন মিডিয়া গ্রুপের কনফার্ম করা হয় নি।
Model | Release Date |
GTX 1180 | 30th August, 2018 |
GTX 1170 / 1180+ | 30th September, 2018 |
GTX 1160 | 30th October, 2018 |
এই লিক অবশ্য আমাদের আগে প্রকাশিত হওয়া আর্টিকেলের সাথে সামঞ্জস্য রাখছে। আপনারা চাইলে সেটি পড়ে আসতে পারেন। আর্টিকেলটি পড়ার জন্য এখানে ক্লিক করুন।