Search

NVIDIA Launch করলো RTX 4090, RTX 4080 Series

অবশেষে এনভিডিয়া অফিশিয়ালি এনাউন্স করলো বহুল আলোচিত RTX 40 সিরিজ। ২০ সেপ্টেম্বরের GTC Keynote এ অফিশিয়ালি   NVIDIA  RTX 40 সিরিজের বেশ কয়েকটি ফ্লাগশিপ জিপিইউ RTX 4090,4080 12 and 16 GB এর রিভিল করা হয়।  এর  পাশাপাশি  ADA Lovelace আর্কিটেকচার  সম্পর্কে বিস্তারিত জানানো  ও আগের জেনারেশন এর সাথে পারফর্মেন্স ও স্পেকস এর কম্প্যারিজন ও দেখিয়েছে তারা।

ADA LOVELACE AT A GLANCE:

  • RTX আর্কিটেকচারের 3rd Generation এটি।

  • ফিচার করছে নতুন RT Cores, Shader Cores ও নতুন জেনারেশনের Tensor Cores
  • Ada LOVELACE আর্কিটেকচার বেসড জিপিইউ গুলোতে DLSS 3.0 প্রযুক্তি, DLSS এর তৃতীয় জেনারেশন এর ব্যবহার করা হয়েছে যেটি মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটরে RT ON 4K রেজুলুশনে দ্বিগুণ ফ্রেমরেট দিতে সক্ষম । Cyberpunk 2077 গেমটিতেও ফোরকে তে DLSS 3.0 ১০০+ ফ্রেমরেট ডেলিভার করার ক্ষমতা রাখে। DLSS 3.0 গেমিং এ চার গুণ পর্যন্ত বেশি এফপিএস দেওয়ার ক্ষমতা রাখে। ও থ্রিডি এপ্লিকেশনগুলোতে ২ গুণ পর্যন্ত বেটার পারফর্মেন্স দিতে পারবে।

  • DLSS3.0 মুলত ADA LOVELACE এর Optical Flow Accelerator এর মাধ্যমে কাজ করবে।

  • এবারের ADA আর্কিটেকচারে Shader Execution Reordering নামের নতুন একটি প্রসেস এর ব্যবহার করা হবে ইমেজ রেন্ডারিং এ।  (যেটি শেডার পারফর্মেন্স ২ গুণ ও গেমিং এর ক্ষেত্রে এফপিএস বুস্ট দেবে ২৫% পর্যন্ত।

  • TSMC এর 4NM প্রসেস এ তৈরী এই আর্কিটেকচারের GPU গুলো।
  • নতুন Streaming Multiprocessor এর ব্যবহার করা হয়েছে , 90 TFLOPS শেডার ২ গুণ
    পাওয়ার এফিশিয়েন্সি নিশ্চিত করবে।
  • ৭৬ বিলিয়ন ট্রাঞ্জিসটর ,মাইক্রনের GDDR6 মেমোরি ব্যবহার করা হয়েছে ADA GPU গুলোতে।

  • 3rd Generation এর রে ট্রেসিং কোর ( 200 TFLOPs RT) (2x Ray-Triangle Intersection )
  • আগের Turing (ট্যুরিং) আর্কিটেকচার অপেক্ষা প্রায় ৪ গুণ , Ampere Architecture অপেক্ষা ৩ গুণ বেশি RT Cores রয়েছে এবারের এডা লাভলেস আর্কিটেকচারে। (২০০ টি), ট্যুরিং এর থেকে প্রায় ৬ গুণ, এম্পিয়ার থেকে ২ গুণের ও বেশি শেডার দেওয়া হয়েছে। টুরিং থেকে ১০ গুণের ও বেশি, এম্পিয়ার থেকে প্রায় ৫ গুণ বেশি টেন্সর কোর ও থাকছে ADA LOVE LACE এ।

  • RTX Section এ RTX Direct Illumination, Opacity Micromaps,.Real time Denoisers এর মত প্রযুক্তির অন্তর্ভুক্তি হয়েছে।

 

৩৫টির ও বেশি গেম ও এপ্লিকেশনে DLSS3.0 এর ব্যবহার

এনভিডিয়া জানিয়েছে যে ৩৫টির ও বেশি গেম ও এপ্লিকেশনে DLSS 3.0 এর implementation হবে। সময়ের জনপ্রিয়  Portal গেমটি  Portal With RTX নামে লঞ্চ হবে নভেম্বর মাসে যেটি Portal গেম এর ওনার রা ফ্রি তেই নিতে পারবেন। গেমটি এনভিডিয়ার মডিং টুল NVIDIA REMIX দিয়ে বানানো হয়েছে।

 

Cyberpunk 2077 তে আপডেটের মাধ্যমে DLSS 3.0 ও RTX Overdrive mode যুক্ত করা হবে।

মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটর এর কথা তো আগেই উল্লেখ করা হয়েছে যেখানে সিপিইউ বাউন্ড সিনারিও তেও এফপিএস বুস্ট করবে DLSS 3.0

DLSS 3.0 Supported অন্যান্য গেমস ও এপ্লিকেশন এর মধ্যে আরো রয়েছেঃ

  • A Plague Tale: Requiem
  • Atomic Heart
  • Black Myth: Wukong
  • Bright Memory: Infinite
  • Chernobylite
  • Conqueror’s Blade
  • Cyberpunk 2077
  • Dakar Rally
  • Deliver Us Mars
  • Destroy All Humans! 2 – Reprobed
  • Dying Light 2 Stay Human
  • F1 22
  • F.I.S.T.: Forged In Shadow Torch
  • Frostbite Engine
  • HITMAN 3
  • Hogwarts Legacy
  • ICARUS
  • Jurassic World Evolution 2
  • Justice
  • Loopmancer
  • Marauders
  • Microsoft Flight Simulator
  • Midnight Ghost Hunt
  • Mount & Blade II: Bannerlord
  • Naraka: Bladepoint
  • NVIDIA Omniverse
  • NVIDIA Racer RTX
  • PERISH
  • Portal with RTX
  • Ripout
  • S.T.A.L.K.E.R. 2: Heart of Chornobyl
  • Scathe
  • Sword and Fairy 7
  • SYNCED
  • The Lord of the Rings: Gollum
  • The Witcher 3: Wild Hunt
  • THRONE AND LIBERTY
  • Tower of Fantasy
  • Unity
  • Unreal Engine 4 & 5
  • Warhammer 40,000: Darktide

RTX 4090

এনভিডিয়া লঞ্চ করেছে RTX 4090 GPU । এক নজরে RTX 4090-

  • 24 গিগাবাইট GDDR6X Memory
  • ২-৪ গুণ ফাস্ট RTX 3090 Ti থেকে।
  • ১৬০০ ডলার দাম, পাওয়া যাবে অক্টোবরের ১২ তারিখ থেকে।

ফুল স্পেসিফিকেশনঃ RTX 4090

GPU AD102-300
SMs 128

 

CUDA Cores 16384
Boost Clock 2520 MHz

 

Memory 24 GB G6X

 

Memory Bus 384-bit

 

Memory Speed 21 Gbps

 

Bandwidth 1008 GB/s

 

Default TGP 450W

 

Max TGP 660W

RTX 4080 Series

RTX 4080 এর দুটি মেমোরি ভ্যারিয়েন্ট, ১৬ জিবি ও ১২ জিবি লঞ্চ করা হয়েছে। এক নজরে RTX 4080-

  • 3080 Ti থেকে ২ থেকে ৪ গুণ বেশি ফাস্ট।
  • ১২ জিবি ভ্যারিয়েন্ট এর দাম ৯০০ ডলার। ১৬ জিবি ভ্যারিয়েন্ট এর দাম ১২০০ টাকা। পাওয়া যাবে নভেম্বর মাস থেকে।

RTX 4080 12 GB, 16 GB এর স্পেসিফিকেশন

SPECS 4080 12G 4080 16G
GPU AD103-300 AD104-400
SMs 76 60
CUDA Cores 9728 7660
Boost Clock 2505 Mhz 2610 Mhz
Memory 16GB GDDR6 12GB GDDR6
Memory Bus 256-bit 192-bit
Memory Speed 22.5 GB/s 21 GB//s
Bandwidth 720 GB/s 504 GB/s
Default TGP 320 W

 

285 W
Max TGP 516 W 366 W

Share This Article

Search