GTX 1660 ti Or GTX 1160 ti?
নেমিং স্কিম এখনো পুরোপুরি কনফার্ম হওয়া যায় নি। কি হিসেবে রিলিজ হবে এনভিডিয়ার রে ট্রেসিং কোর ছাড়া টিউরিং জিপিউ? কিন্তু সাম্প্রতিক লিক ইন্ডিকেট করছে GTX 1660 ti এবং GTX 1660 নামেই আসতে পারে এনভিডিয়ার তথা কথিত এন্ট্রি লেভেল মিড বাজেট লেভেল জিপিউ।
GTX 1660 ti এর এই লিকটি এসেছে Ashesh of the Singularity বেঞ্চমার্ক ডাটাবেইজ থেকে। যেখানে দেখা গিয়েছে গেমের মধ্যে কার্ডটিকে টেস্ট করা হয়েছে i9 9900K এবং ১৬ জিবি র্যামের সাথে। ডাটাবেইজ থেকে দেখা গিয়েছে এই মডেলে থাকবে TU116 আর্কিটেকচার, 6GB GDDR6 মেমোরি এবং ১৫৩৬ কুডা কোর। কিন্তু এই কার্ড অফার করা হবে RTX 2060 থেকে অনেকটা কম প্রাইস রেঞ্জে। ধারণা করা হচ্ছে, এর দাম হতে পারে ২৬০ থেকে ২৮০ আমেরিকান ডলারের মধ্যে।
এছাড়া, GTX 1660 ti এর বেঞ্চমার্ক স্কোর হচ্ছে ৭৪০০। সেইম সিপিউ ও র্যাম কনফিগারেশনে GTX 1060 এর স্কোর পাওয়া গিয়েছে ৬২০০, অর্থাৎ GTX 1660 ti ১২০০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে আছে যা GTX 1060 থেকে ২০% বেশি।
এছাড়া, GTX 1660 নামের আরো একটি জিপিউ লঞ্চ করতে পারে এনভিডিয়া যা পারফর্মেন্স দেবে প্রায় GTX 1060 এর সমান কিন্তু GTX 1060 এর এমএসআরপি থেকে কম প্রাইস রেঞ্জ অর্থাৎ ২২০ থেকে ২৪০ ডলারের মধ্যে। এই দুটি জিপিউই রিলিজ করা হতে পারে ফেব্রুয়ারি মাসে। তবে বাংলাদেশে কবে নাগাদ আসবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে, রিলিজ হবার অল্প দিনের মধ্যেই বাংলাদেশে ঢুকতে পারে এই দুটি কার্ড।
GTX 1660 ti & GTX 1660 Estimated Specification
Graphics Card | NVIDIA GeForce GTX 1060 | NVIDIA GeForce GTX 1660 | NVIDIA GeForce GTX 1660 TI | NVIDIA GeForce RTX 2060 |
---|---|---|---|---|
GPU Family | Pascal GP106 | Turing TU116 | Turing TU116 | Turing TU106 |
GPU Process | 16nm FinFET | 12nm FinFET | 12nm FinFET | 12nm FinFET |
GPU Cores | 1280 Cores | 1280 Cores | 1536 Cores | 1920 Cores |
RT Cores | N/A | N/A | N/A | 30 |
Memory | 6 GB GDDR5 | 6 GB GDDR5X | 6 GB GDDR6 | 6 GB GDDR6 |
Memory Bus | 192-bit | 192-bit | 192-bit | 192-bit |
TDP | 120W | TBD | TBD | 160W |
Launch | 2016 | February 2019 | February 2019 | January 2019 |