ফ্ল্যাগশিপ চিপসেট নিয়ে আসা ম্যাক্সিমাম ফোন বাজারে এলেই অটোম্যাটেক্যালি গেমিং ক্যাটেগরিতে ফেলে দেওয়া যায়। কিন্তু তাও গেমিং ওরিয়েন্টেড এক্সট্রা ফিচার সমৃদ্ধ হাই-এন্ড ফোন বাজারে আমরা দেখে থাকি। অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের সাথে ঐ গেমিং ফোন গুলোর বেশ কয়েকটি জায়গায় পার্থক্য থাকে। গত বছরের মত এইবছরেও বেশ কয়েকটি গেমিং ফোন বাজারে আসার গুঞ্জন শুরু হয়ে বছরের প্রথম থেকে। এই মাসে এনাউন্স হতে পারে Asus Rog Phone 5। অন্যদিকে Black Shark 4 ও এনাউমেন্ট ডেইট কিছুদের মধ্যে চলে আসতে পারে। কিন্তু এই বছরের প্রথম গেমিং ফোনের তকমা গায়ে লাগিয়ে এনাউন্স হয়ে গেল Nubia Red Magic 6 ও Red Magic 6 Pro
রিফ্রেশ রেইট চমক গতবছরও দেখিয়েছিল Nubia Red Magic 5 দিয়ে। সেইবার প্রথমবারের মত তাঁরা 144Hz রিফ্রেশ রেইট দিয়েছিল তারপর বাদ বাকি অনেকে যেটা ফলো করেছিল পরে। এইবার তাঁরা নিজেদের বাউন্ডারি আরো বাড়িয়ে নিল প্রথম বারের মত কোনো ফোনে 165Hz রিফ্রেশ রেইট দিয়ে। দুইটো ফোনেই 6.8-inch এর ফুল এইডি রেজুলেশনের এমোলেড 165Hz রিফ্রেশ রেইটের ডিসপ্লে দেওয়া হয়েছে। এই রিফ্রেশ রেইট ভেরিয়েবল অর্থাৎ প্রয়োজন অনুযায়ী কমবে এবং বাড়বে সাথে রয়েছে 500Hz পর্যন্ত টাচ স্যামপ্লিং রেইট। তাছাড়া ডিসপ্লে প্যানেলটি 10bit কালার সাপোর্টেড এবং এতে ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে।
চিপসেট সেকশনে কি থাকতে পারে আপনারা অনেকেই ইতিমধ্যেই অনুমান করে ফেলেছেন। হ্যাঁ, দুইটা ফোনেই দেওয়া হয়েছে Snapdragon 888 যেটি কিনা একটি ফ্ল্যাগশিপ চিপসেট। ভ্যানিলা ভ্যারিয়েন্ট অর্থাৎ Red Magic 6 এ 8GB ও 12GB LPDDR5 র্যাম ও Red Magic 6 Pro তে 12GB ও 16GB LPDDR5 র্যামের ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। অন্যদিকে 128GB/256GB UFS3.1 স্টোরেজ রয়েছে। এইরকম গেমিং ট্যাগ ফোনগুলোতে কুলিং এ বিশেষ নজর দেওয়া হয়ে থাকে। এই দুইটি ফোনেও তার ব্যতিক্রম না। এইখানে মাল্টিলেয়ার কুলিং সিস্টেম যার মধ্যে রয়েছে কপার,গ্রাফিন, থার্মাল জেল এর লেয়ার ও একটি কুলিং ফ্যান। তাছাড়া ইউএসবি ক্যাস্টিং ও ওয়্যারলেস কাস্টিং সাপোর্ট দেওয়া হয়েছে মনিটরের জন্য(সিলেক্টেড)। মেইনস্ট্রিম সব গেমিং ফোনের মত এয়ার ট্রিগার বাটন তো রয়েছেই।
পিছনের গ্লাস ব্যাক ডিজাইনে ক্যামেরা সেটাপে রয়েছে ৩টি ক্যামেরা। যার মধ্যে একটি 64MP এর প্রাইমারি শুটার, 8MP এর আল্ট্রাওয়াইড সেন্সর ও সবশেষে 2MP ম্যাক্রো(সিরিয়াসলি?)। ও সেলফ শুটার হিসেবে রয়েছে 8MP এর একটি ফ্রন্ট ক্যামেরা।
সবচেয়ে উইয়ার্ড স্পেকস দেখা গিয়েছে ব্যাটারি সেকশানে যে সেকশানেই শুধুমাত্র দুইটি ফোনে পার্থক্য রয়েছে। ওহ! আরো একটি ছোট জায়গায় পার্থক্য রয়েছে সেটি হচ্ছে কুলিং ফ্যানের স্পিডের দিক দিয়ে। ভ্যানিলা ভ্যারিয়েন্টে দেওয়া হয়েছে বেশি অর্থাৎ 5050mAh ব্যাটারি সাথে 66W এর ফাস্ট চার্জিং ও 18,000 RPM এর ফ্যান। অন্যদিকে প্রো ভ্যারিয়েন্টে ব্যাটারি সাইজ কম 4500mAh কিন্তু 120W ফাস্ট চার্জিং সুবিধা দেওয়া হয়েছে যার মাধ্যমে 0-50% হতে সময় লাগবে মাত্র ৫ মিনিট ও 20,000 RPM । লেটেস্ট Android 11 এর উপর কাস্টম স্কিনড Red Magic OS 4 থাকবে অপারেটিং সিস্টেম হিসেবে। লাস্টলি, হেডফোন জ্যাকও থাকছে উভয় ফোনে।
বরাবরের মত চাইনিজ ইয়েন থেকে কনভার্টেড বাংলাদেশি টাকাসহ সব ভ্যারিয়েন্টের মূল্য দেওয়া হল।
Red Magic 6
8GB/128GB: CNY 3799(~50K BDT)
12GB/128GB: CNY 4099(~53K BDT)
12GB/256GB: CNY 4399(~57k BDT)
Red Magic 6 Pro
12GB/128: CNY 4399( ~57K BDT)
12GB/256: CNY 4799(~63K BDT)
16GB/256GB: CNY 5299(~70K BDT)
Red Magic 6 Pro Transparent Edition
বেশি র্যাম ও স্টোরেজ নিয়ে আরো একটি স্পেশাল এডিশন লঞ্চ করা হয়েছে যার পিছনে গ্লোয়িং কুলিং ফ্যানটিকে দেখা যাবে বাহিরে থেকে।
16GB/256GB: CNY 5599(~73K BDT)
18GB/512GB: CNY 6599(~86K BDT)
মার্চের ১৬ তারিখে গ্লোবালি আসতে যাচ্ছে এই দুইটি ফোন।