New Ryzen Second Generation Desktop, Mobile & Threadripper Processors Revealed!

আপনারা জানেন এপ্রিলের ১৯ তারিখে রিলিজ করা হয় এ এম ডি রাইজেনের সেকেন্ড জেনারেশনের প্রসেসর। জেন+ আর্কিটেকচারে তৈরি এই প্রসেসরগুলোতে আমরা গেমিং পারফর্মেন্সে তেমন পার্থক্য দেখতে না পেলেও রিয়াল ওয়ার্ল্ড এপ্লিকেশনে অনেক ইম্প্রুভমেন্ট দেখতে পেয়েছি। কিন্তু RYZEN সেকেন্ড জেনারেশন সিরিজে কেবল হাই এন্ড প্রসেসরের দেখা পাওয়া গিয়েছে। Ryzen 7 2700X, 2700 এবং Ryzen 5 2600X ও 2600 রিলিজ করেছে এ এম ডি।

কিন্তু এই প্রিমিয়াম প্রসেসরগুলো রিলিজ হলেও আগের জেনারেশনের মত এন্ট্রি ও লোয়ার মিড লেভেল প্রসেসরের দেখা পায় নি সাধারণ ক্রেতারা। সবার মনে প্রশ্ন ছিল এ এম ডি আদোও কি এ এম ডি তাদের লোয়ার এন্ড সিপিউ রিলিজ করবে? উল্লেখযোগ্য বিষয়, জানুয়ারিতে রিলিজ হয় এ এম ডির রাইজেন এপিউ Ryzen 3 2200G এবং Ryzen 5 2400G। ইন্টিগ্রেটেড গ্রাফিক্সে এই এপিউগুলো ইন্টেলের প্রসেসরের ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থেকে বেশ ভাল ধরণের বেশি পারফর্মেন্স দিয়ে আসছে। তবে আশার কথা হচ্ছে খুব শীঘ্রই এ এম ডির সেকেন্ড জেনারেশন লাইন আপের বাকি প্রসেসরের দেখা পাচ্ছি। আর বোনাস হিসেবে থাকছে নতুন ল্যাপটপ এবং থ্রেডরিপার প্রসেসরেরও রিভিল।

R3 2100, R3 2300X & R5 2500X

এ এম ডির সেকেন্ড জেনারেশনের নতুন লাইন আপে আমরা যে তিনটি এন্ট্রি লেভেলের প্রসেসর দেখতে যাচ্ছি তা হচ্ছে R3 2100, R3 2300X এবং R5 2500X প্রসেসর। অবশ্য এই প্রসেসরগুলো তাদের আগের জেনারেশনের সমমানের কোর থ্রেড কাউন্ট বজায় রাখবে কিন্তু সিপিউ স্পীডে আমরা কিছুটা উন্নতি দেখতে পাব। যেহেতু রাইজেনের এপিউতে 2200 এবং 2400 নাম দুটি ইন্টিগ্রেট হয়ে গিয়েছে তাই আমরা সাধারণ রাইজেন প্রসেসরে এই দুটি নাম দেখতে পাচ্ছি না।

Model SKU
R3 2100 YD210BC6M2OFB
R3 2300X YD230XBBM4KAF
R5 2500X YD250XBBM4KAF

 

Ryzen Mobile CPU: 2000U, 2600U, 2800U

খবর এখানেই শেষ নয়। এ এম ডি রিভিল করেছে ল্যাপটপ মার্কেটের জন্যও তারা নিজস্ব প্রসেসর তৈরি করার রিসার্চ করছে। যদি তাদের রিসার্চ সফল আশা করা যাচ্ছে আগামি বছরের মধ্যেই আমরা ল্যাপটপ মার্কেটে এ এম ডির ডেস্কটপ গ্রেড রাইজেন মোবাইল প্রসেসরের ল্যাপটপ পেতে পারি। যতটুকু বোঝা যাচ্ছে 2000U প্রসেসরে কোর/থ্রেড কাউন্ট থাকবে ৪/৪ করে, 2600U তে থাকবে ৬/১২ এবং 2800U তে থাকবে ৮/১৬ করে। আপাতত এখন পর্যন্ত সর্বচ্চো ৬ কোর ১২ থ্রেডের ইন্টেলের প্রিমিয়াম I9/I7 প্রসেসরের ল্যাপটপ বাজারে দেখা যাচ্ছে। তবে এ এম ডি আশা করছে খুব শীঘ্রই তারা ল্যাপটপ মার্কেটে খুব ভাল একটা ইমপ্যাক্ট ফালতে পারবে।

Model SKU
R3 2000U YM200UC4T2OFB
R5 2600U YM2600C3T4MFB
R7 2800U YM2800C3T4MFB

 

The Ripper Is Back! 2000 Series Threadripper

যদিও জানার কথা সেকেন্ড জেনারেশনের থ্রেডরিপার এই বছরই বের হচ্ছে কিন্তু এখন আমরা মডেলগুলোর নাম জানি। যে তিনটি প্রসেসর কনফার্ম হয়েছে সেগুলো হচ্ছে 2900X, 2920X এবং 2950X। এই প্রসেসরগুলো তৈরি করা হবে জেন+ আর্কিটেকচারে যা মেইনলি বেটার মেমোরি স্পীড কম্প্যাটিবিলিটি আর ল্যাটেন্সি কমাতে সাহায্য করবে।

Model SKU
Threadripper 2900X YD290XA8U8QAF
Threadripper 2920X YD292XA8UC9AF
Threadripper 2950X YD295XA8UGAAF

 

আপনারা যদি এখনো রাইজেনের সেকেন্ড জেনারেশনের প্রসেসর সম্পর্কে না জানেন তাহলে পড়ে আসতে পারেন রাইজেনের ২০০০ সিরিজের ইন্ট্রোডকাশন আর্টিকেলটি

মূল আর্টিকেল সোর্সঃ AMD

Share This Article

Search