যারা এনভিডিয়ার RTX জিপিউ সম্পর্কে জানেন তারা বাজারে দেখেছেন যে একেবারে ৩৩ হাজার টাকার RTX 2060 জিপিউও আছে আবার ৪৫ হাজার টাকার RTX 2060 জিপিউ বিক্রি করা হচ্ছে। শুধু RTX 2060 নয়, সকল RTX জিপিউর ক্ষেত্রেই এটি দেখা যাচ্ছে। কম দামের মডেলে কম স্পীড তথা কম পারফর্মেন্স পাওয়া যায় এবং বেশি দামের মডেলে বেশী স্পীড এবং পারফর্মেন্স পাওয়া যায়। এর মূল কারণ ছিল কম দামের জিপিউতে একই ধরনের কিন্তু কম শক্তিশালী ভ্যারিয়েন্টের চিপসেট ব্যবহার করা। তবে ভবিষ্যৎ RTX জিপিউ ক্রেতাদের জন্য সুসংবাদ হচ্ছে, আগের দামেই আপনি ভবিষ্যৎ এন্ট্রি লেভেল মডেল থেকে আরো বেশি পারফর্মেন্স পাবেন।
এনভিডিয়ার নতুন RTX চিপসেট TU104-410 & TU106-410
আপনারা যারা জানেন না, এনভিডিয়া তাদের RTX সিরিজের জিপিউর চিপসেটকে দুটি ভাগে ভাগ করে রেখেছিল। একটি হচ্ছে শক্তিশালী A ভ্যারিয়ান্ট এবং অপরটি নর্মাল Non A ভ্যারিয়ান্ট। Non A ভ্যারিয়ান্ট চিপসেটে কিছুটা নিম্ন কোয়ালিটির ডাই ইউজ করা হয়েছিল এবং বেশ কিছু কোর অকেজো করে রাখা হয়। যার কারণে চিপসেটের স্পীড এবং পারফর্মেন্স উপরের লেভেলের জিপিউ থেকে অনেকখানিই কম থাকে। উদাহরণস্বরূপ বলা যায়, একটি ৫২ হাজার টাকার এন্ট্রি লেভেল RTX 2070 জিপিউতে আছে TU106-400-A1। খেয়াল করে দেখবেন, 400 এর পরে কোন A নেই। সুতরাং এটি হচ্ছে দুর্বল ভ্যারিয়ান্টের গ্রাফিক্স চিপসেট। দুর্বল ভ্যারিয়ান্টের চিপসেট হবার কারণে এর দামও অনেকখানি কম। যার ফলে একটি প্রিমিয়াম RTX 2070 ৬০ হাজার টাকার উপরে দাম হলেও এন্ট্রি লেভেল মডেল ৫০ হাজার টাকার নীচে বাংলাদেশে পাওয়া যাচ্ছে।
অপরদিকে যদি আমরা সেই ৬০ হাজার টাকা দামের RTX 2070 এর চিপসেটের দিকে লক্ষ্য করি তাহলে দেখা যাবে সেখানে ব্যবহার করা হয়েছে TU106-400A-A1 চিপসেট। খেয়াল করে দেখবেন, এই চিপসেটে 400 এর পরে A বর্ণটি আছে। অর্থাৎ এটি হচ্ছে শক্তিশালী TU106 ভ্যারিয়েন্টের চিপসেট। এর দাম বেশি, তাই এটি ব্যবহার করা হয় শুধুমাত্র প্রিমিয়াম RTX 2070 কার্ড যেমন ROG Strix RTX 2070 OC, MSI RTX 2070 Gaming Z ইত্যাদি মডেলে।
কিন্তু এনভিডিয়া এখন আর এমন চিপসেট বৈষম্য রাখবে না বলে নিশ্চিত করেছে। সব ধরণের RTX গ্রাফিক্স কার্ডেই এখন শক্তিশালী TU104 এবং TU106 চিপসেট ব্যবহার করা হবে। অর্থাৎ, সকল RTX 2060, 2070 এবং 2080 কে সমানভাবে ওভারক্লক করা যাবে এবং প্রাপ্য স্পীডের ভিত্তিতে পারফর্মেন্স ইউটিলাইজ করা যাবে। তবে কতটুকু ওভারক্লক করতে পারবেন তা নির্ভর করবে আপনার ক্রয়ক্রীত মডেলের পাওয়ার লিমিট এবং কুলিং সলিউশনের উপর। তবে RTX 2080 ti এর চিপসেট TU102 এর ক্ষেত্রে এই পরিবর্তন আসবে কিনা তা নিশ্চিত করে নি এনভিডিয়া।
RTX জিপিউতে থাকা চিপসেট মডেল
Model | Old Chipset | New Chipset |
RTX 2060 | TU106-200A-KA-A1 | TU106-210-A1 (TBC) |
RTX 2070 | TU106-400-A1 (Weak)
TU106-400A-A1 (Strong) |
TU106-410-A1 |
RTX 2080 | TU104-400-A1 (Weak)
TU104-400A-A1 (Strong) |
TU104-410-A1 |
RTX 2080 ti | TU102-300-A1 (Weak)
TU102-300A-A1 (Strong) |
TU102-310-A1 (TBC) |
যখন পাওয়া যাবে নতুন চিপসেটের RTX গ্রাফিক্স কার্ড
বর্তমান বাজারে থাকা RTX গ্রাফিক্স কার্ডগুলোতে চিপসেট বৈষম্য থাকলেও অন্তত আগামি দুই মাস বাংলাদেশে এই নতুন চিপসেটের জিপিউ পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে জুনের মাঝামাঝি থেকেই এই নতুন চিপসেটের RTX জিপিউগুলো পাওয়া যাবে। তবে যারা RTX জিপিউ কেনার পরিকল্পনা করছেন তারা অবশ্যই রিসার্চ করে নেবেন আপনার পছন্দের মডেলে TU10X-400A-A1 অথবা TU10X-410-A1 চিপসেট আছে কিনা। দুর্বল TU10X-400-A1 চিপসেটযুক্ত RTX জিপিউ এড়িয়ে চলার পরামর্শ দেব।