MSI এর নতুন কফিলেক প্রসেসরের গেমিং ল্যাপটপ আনভেইল্ড

MSI আনভেইল করেছে তাদের নতুন টপ অফ দা লাইন প্রিমিয়াম গেমিং ল্যাপটপের সিরিজ যাতে প্রথমবারের মত ব্যাবহার করা হবে ইন্টেলের হাই এন্ড ৮ম জেনারেশনের কফিলেক-এইচ প্রসেসর। তাদের এই ল্যাপটপ সিরিজের মধ্যে হেডলাইন ছিল GS65 Stealth Thin গেমিং নোটবুক, শক্তিশালী I9 প্রসেসরযুক্ত GT75VR Titan এবং GE Raider RGB Edition। এই ৩ টি ফ্ল্যাগশিপ প্রোডাক্টের পাশাপাশি তারা নতুন GT83 Titan এবং GT63 Titan আনতে যাচ্ছে বাজারে। এছাড়াও পুরোন GP, GL ও GV লাইনআপের গেমিং নোটবুকগুলোকেও তারা ৮ম জেনারেশনের প্রসেসরে আপগ্রেড করছে। MSI এর নতুন গেমিং ল্যাপটপ লাইন আপ সম্পর্কে কোম্পানির গ্লোবাল সেলস এন্ড মার্কেটিং ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট এরিক কুও বলেন, ”এম এস আই এর এই মডেলের ল্যাপটপগুলোর মত মডেল আর কখনো গেমিং ল্যাপটপ মার্কেট দেখেনি।”

চলুন জেনে নেয়া যাক রিলিজ হওয়া মডেলগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য

MSI GS65 Stealth Thin Gaming Laptop

GS65 Stealth Thin Gaming Laptop হবে MSI এর প্রথম গেমিং ল্যাপটপ যাতে থাকবে ১৪৪ হার্টজ ওয়াইড এঙ্গেল ডিসপ্লে যাতে থাকবে ৭ মিলি সেকেন্ড রেসপন্স টাইম এবং বেজেল থাকবে মাত্র ৪.৯ মিমি. অর্থাৎ প্রায় ৮২% স্ক্রিন টু বডি রেশিও পাওয়া যাবে। এত কম বেজেল সত্ত্বেও এম এস আই ক্যামেরা প্লেসমেন্ট করতে ভুলে নি। ওয়েবক্যাম দেয়া হয়েছে উপরের মাঝখানের অংশে যেখানে কম বেজেলের কারণে অনেকেই ডিসপ্লের নীচে দিয়ে থাকে। গোল্ড ও ব্ল্যাকের সমন্বয়ের আকর্ষণীয় বডি ডিজাইন গেমিং ল্যাপটপের জগতকে একটি স্টাইলিশ যুগে এনে দিচ্ছে।

১৪৪ হার্টজের এই পাওয়ারফুল ডিসপ্লেকে পাওয়ার দেয়ার জন্য মডেলে রাখা হবে সর্বচ্চো GTX 1070 Max-Q জিপিউ এবং ইন্টেলের ল্যাটেস্ট কফিলেক-এইচ সিরিজের I7 প্রসেসর যা আগের জেনারেশন হতে ৪০% পর্যন্ত বেশি পারফর্মেন্স দিতে পারবে। সিপিউ ও জিপিউ ঠাণ্ডা রাখার জন্য এম এস আই এখানে দিয়েছে ট্রিনিটি কুলিং ডিজাইন যা গেমিং ইন্থুজিয়াস্টদের ম্যাক্সিমাম গেমিং পারফর্মেন্স দিতে পারবে।

GS65 Stealth Thin ডিজাইন করার সময় MSI সকল ট্রেডিশনাল স্টেরিওটাইপ ভেঙ্গে সোনালি এক্সেন্টে যাওয়ার সাহসিকতা দেখিয়েছে এবং ল্যাপটপের একেবারে ক্ষুদ্রতম ডিজাইন তারা অবহেলা করেনি। ১.৯ কেজির মধ্যেই এতে ৮+ ঘণ্টা ব্যাকআপ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি দেয়া হয়েছে যা এত স্লিম চ্যাসিসের মধ্যে আগে দেয়া চিন্তাই করা যেত না। এছাড়াও এই মডেলের জন্য আরজিবি কীবোর্ড তৈরি করেছে বিশ্বের খ্যাতনামা পেরিফেরালস উৎপাদনকারী স্টিল সিরিজ। এছাড়াও এম এস আই তাদের আপডেটেড ড্রাগন সেন্টার ২.০ আঞ্ছে যাতে রয়েছে এক্সক্লুসিভ গেম মোড। এই নতুন গেম মোড ল্যাপটপের সিস্টেমকে গেম অনুযায়ী অপ্টিমাইজ করে তোলে এবং সাপোর্টেড গেমের জন্য গেম স্পেসিফিক কীবোর্ড লাইটিং স্টাইল ক্রিয়েট করে।

GS65 Stealth Thin Gaming Laptop এখন নিউএগ ও এমাজনে প্রি অর্ডার করা যাচ্ছে আর ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন ও রিটেইল শপে এভেল্যাবল হবে এপ্রিলের শেষের দিকে।

Specification

CPU Intel 8th Gen. Processor + HM370 Motherboard
GPU NVIDIA GeForce GTX 1070 (Max-Q) 8 GB/1060 6 GB
Display 1080p FHD 144Hz/7ms wide-view angle Thin Bezel (72% NTSC)
Memory DDR4-2400/2666 SO-DIMM x2 (Max 32GB)
Storage 1st Slot: PCIe Gen3 x 4 SSD & SATA SSD (combo)
2nd Slot: PCIe Gen3 x 4 SSD
Audio 2W x2 Dynaudio (Hi-Res Audio, Nahimic 3)
Communication Killer E2500/Killer1550+BT5 (GTX 1070)
Killer E2500/Intel 9560+BT5 (GTX 1060)
I/O  3 x USB 3.1 Type-A
1 x Thunderbolt 3
1 x HDMI 2.0
1 x mDP 1.2
1 x Mic-in, Headphone-out
Power 82Whr Battery / 180W Slim Type Adapter
Dimension/Weight  14.1 x 9.75 x 0.69in / 1.88 KG

 

Stealth Pro Update

নতুন GS65 এর পাশাপাশি পুরোন Stealth Pro ল্যাপটপটিও ৮ম জেনারেশনের আপগ্রেড পাচ্ছে যা আগের জেনারেশন থেকে ২০% পর্যন্ত উন্নত পারফর্মেন্স দিতে সক্ষম হবে।

GT75 Titan With I9 Six Core Processor

ইন্টেলের ৮ম জেনারেশনের কফিলেক মোবাইল প্রসেসর এনাউন্স হবার পর এম এস আই বিশ্বের মধ্যে সর্বপ্রথম ওভারক্লকেবল I9 প্রসেসর তাদের GT সিরিজের গেমিং ল্যাপ্টপে যুক্ত করতে যাচ্ছে। এনভিডিয়া গ্রাফিক্স এবং মেকানিক্যাল কীবোর্ডের কম্বিনেশনে নতুন GT সিরিজের ল্যাপটপ কোন ধরণের কম্প্রোমাইজ ছাড়াই ডেস্কটপ গ্রেড গেমিং অভিজ্ঞতা দিতে পারবে ক্যাজুয়াল এবং প্রফেশনাল উভয় ধরণের গেমারদের।

Specification

CPU Up to 8th Gen Intel Core i9
GPU NVIDIA GeForce GTX 1080
NVIDIA GeForce GTX 1070
Display 17.3” UHD (3840×2160), wide-view angle
17.3” FHD (1920×1080), 120Hz, 3ms, Wide-View
Keyboard Rapid Mechanical RGB Keyboard by SteelSeries
Storage 2 x M.2 SSD Combo (NVMe PCIe Gen3 x4 / SATA)
1 x M.2 SSD (NVMe PCIe Gen3 x4)
1 x 2.5” HDD
*supports Super RAID 4
I/O 1 x ThunderBolt 3
5 x Type-A USB 3.1
1 x HDMI
1 x mDP
Network Killer DoubleShot Pro with 10Gbps Killer Ethernet and Killer   Wireless-AC 1550

 

GT75 Titan এর আপডেটের পাশাপাশি GT83 Titan এবং GT63 Titan আপডেটেড ভার্শন পাচ্ছে ইন্টেলের ৮ম জেনারেশনের প্রসেসরের মাধ্যমে।

GT83 Titan with Nvidia SLI

GT83 Titan ডিজাইন করা হয়েছে যে কোন ধরণের গেমারকে মোবাইল ফর্ম ফ্যাক্টরেই ফুল ফ্লেজড আল্টিমেট ডেস্কটপ গেমিং এক্সপেরিয়েন্স দেবার জন্য। এটি হবে প্রথম গেমিং ল্যাপটপ যাতে চেরি এম এক্স স্পীড সিল্ভার সুইচ কীবোর্ড ব্যাবহার করা হবে। এতে থাকবে ইন্টেলের ৬ কোর বিশিষ্ট ৮ম জেনারশনের কফিলেক প্রসেসর যা কম্বিনেশনে যাবে দুটি পাওয়ারফুল GTX 1080 এর সাথে। এম এস আই এর ল্যাটেস্ট কুলিং টেকনোলজির সাহায্যে সকল কম্পোনেন্ট কে ঠান্ডা রাখবে। এম এস আই ক্লেম করছে এটি যে কোন টপ এন্ড গেমিং ডেস্কটপকে রিপ্লেস করতে পারবে।

Specification

CPU 8th Gen Intel Core i7 Six Core Processor
GPU  NVIDIA GeForce GTX 1080 SLI
NVIDIA GeForce GTX 1070 SLI
Display 18.4” FHD (1920×1080),
Wide-View
Keyboard Cherry MX Speed Silver
Mechanical Keyboard
Storage 2 x M.2 SSD Combo (NVMe PCIe Gen3 x4 / SATA)
1 x M.2 SSD (SATA)
1 x 2.5” HDD
*supports Super RAID 4
Network

Killer DoubleShot Pro with Gigabit Killer Ethernet and Killer Wireless-AC 1550

 

GT63 Titan

GT63 Titan মূলত বিল্ড করা হয়েছে GT62 এর আপগ্রেডেড ভার্শন হিসেবে। ইন্টেলের ৮ম জেনারেশনের I7 প্রসেসর এবং GTX 1080 পর্যন্ত গ্রাফিক্স কার্ডের কম্বিনেশনে GT63 Titan হয়ে উঠতে পারে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ১৫” ডিসপ্লের গেমিং ল্যাপটপ। এছাড়াও এতে আপনারা পাবেন স্টিল সিরিজের পার কি আরজিবি লাইটিঙের কীবোর্ড।

Specification

CPU 8th Gen Intel Core i7
GPU NVIDIA GeForce GTX 1080
NVIDIA GeForce GTX 1070
Display 15.6” FHD (1920×1080), 120Hz,
3ms, Wide-View
Keyboard SteelSeries Per-Key RGB Gaming Keyboard
Storage 1 x M.2 SSD Combo (NVMe PCIe Gen3 x4 / SATA)
1 x 2.5” HDD
Network Killer DoubleShot Pro with Gigabit Killer Ethernet and Killer Wireless-AC 1550

 

GE Raider RGB Edition

সি ই এসে এনাউন্স হওয়া Ge63/73 Raider RGB এডিশন পিসি মাস্টার রেসের আরজিবির প্রতি চরম ভালবাসা থেকে ইন্সপায়ারড হওয়া ল্যাপটপ। কীবোর্ডের উপর থেকে শুরু করে ইউ এস বি পোর্ট কোথাও আর জিবি দিতে বাদ রাখেনি এম এস আই। GE Raider ল্যাপটপে থাকবে ইন্টেলের ৮ম জেনারেশনের কফিলেক প্রসেসর এবং আপটু GTX 1070 8 GB গ্রাফিক্স। দুটি মডেলেই ইকুইপড থাকবে ১২০ হার্টজের ৩ মিলি সেকেন্ডের সুপারফাস্ট ডিসপ্লে। পুরো সিস্টেমকে ঠান্ডা করবে এম এস আই এর নিজস্ব কুলার বুস্ট ৫ যা হচ্ছে ডুয়াল ফ্যান এবং ৭টি কপার ফ্যানের সমন্বয়ে তৈরি করা একটি কুলিং ডিজাইন।

GE63 Specification

CPU & Chipset Up to 8th Gen. Intel Core i7 Processor

HM370 Chipset

Display 15.6” FHD (1920×1080), 120Hz,
3ms, Wide-View
GPU GeForce GTX 1060 with 6GB GDDR5
Memory DDR4-2400/2666(optional), 2 x SO-DIMM up to 32GB
Storage 1st M.2 slot: NVMe PCIe Gen3 / SATA3 M.2 SSD (combo)
2nd M.2 slot: NVMe PCIe Gen3 M.2 SSD
1 x 2.5” HDD SATA Gen3
Communication Killer E2500 + Intel 9560/Killer 1550i (802.11 ac 2×2 /BT 5.0)
I/O 1 x USB Type-C USB 3.1
3 x USB Type-A USB 3.1
1 x HDMI (4K@60Hz) + 1 x Mini-DisplayPort
1 x RJ45 (Killer LAN)
1 x SD (XC/HC)
1 x Mic-in + 1x Headphone-out (HiFi / SPDIF)
Adapter 180W
Dimension 15.1×10.2×1.2 inch
Weight 2.5 KG

 

GE73 Specification

CPU & Chipset Up to 8th Gen. Intel Core i7 Processor

HM370 Chipset

Display 17.3” FHD (1920×1080), 120Hz,
3ms, Wide-View
GPU GeForce GTX 1070 with 8GB GDDR5
Memory DDR4-2400/2666(optional), 2 x SO-DIMM up to 32GB
Storage st M.2 slot: NVMe PCIe Gen3 / SATA3 M.2 SSD (combo)
2nd M.2 slot: NVMe PCIe Gen3 M.2 SSD
1 x 2.5” HDD SATA Gen3
Communication Killer E2500 + Intel 9560/Killer 1550i (802.11 ac 2×2 /BT 5.0)
I/O 1 x USB Type-C USB 3.1
3 x USB Type-A USB 3.1
1 x HDMI (4K@60Hz) + 1 x Mini-DisplayPort
1 x RJ45 (Killer LAN)
1 x SD (XC/HC)
1 x Mic-in + 1x Headphone-out (HiFi / SPDIF)
Adpater 230W
Dimension 16.5×11.3×1.2in
Weight 2.82 KG

 

More Intel 8th Generation Processor Updates

নতুন মডেলের ল্যাপটপ এনাউন্স করার পাশাপাশি MSI আরো ঘোষণা দিয়েছে পুরোন GP, GL ও GV মডেলগুলোও ৮ম জেনারেশন আপগ্রেড পাবে। MSI এর ল্যাপটপগুলো এখন এমাজন ও নিউএগে প্র অর্ডার করা হচ্ছে ও এপ্রিলের ১৬ তারিখ বা তার পরবর্তী সময়ে ল্যাপটপগুলো মার্কেটে এভেল্যাবল হবে। তবে বাংলাদেশে আসতে কতদিন লাগবে তা ঠিক করে বলা যাচ্ছে না।

Share This Article

Search