বাংলাদেশে অফিসিয়ালি এভেলেবল MSI এর H310/B360/H370 মাদারবোর্ড

বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হয়েছে MSI এর কফিলেক প্রসেসরের নন ওভারক্লকেবল মাদারবোর্ডের সিরিজ H310, B360 এবং H370। গত ৭ এপ্রিল বিসিএস কম্পিউটার সিটিতে অফিসিয়াল লঞ্চ প্রোগ্রাম আয়োজন করে MSI বাংলাদেশ এবং MSI হার্ডওয়্যারের অফিসিয়াল ভেন্ডর ইউসিসি।

H310 সিরিজে আপনারা বাংলাদেশে পাচ্ছেন H310 Pro-VH মাদারবোর্ড। এর প্রাইস হচ্ছে স্টোর ভেদে ৬৫০০ টাকা থেকে ৬৮০০ টাকা।

B360 মাদারবোর্ড সিরিজে আপনারা পাচ্ছেন B360M Pro-VH মাদারবোর্ড যার দাম স্টোর ভেদে ৭৮০০ টাকা থেকে ৮০০০ টাকা। এছাড়াও পাচ্ছেন প্রিমিয়াম ক্যাটাগরির B360 Gaming Plus মাদারবোর্ড যার দাম পরবে ১১৫০০ টাকা থেকে ১১৮৫০ টাকা।

H370 সিরিজে আপনারা পাবেন H370M Bazooka যা আপনারা পাবেন ১২৫০০ টাকা থেকে ১৩০০০ টাকার মধ্যে।

অনেক দিন ধরেই ক্রেতারা বাজেট কফিলেক মাদারবোর্ডের জন্য অপেক্ষা করছিলেন। এই মাদারবোর্ডগুলো আসার ফলে মানুষ এখন বাজেট কফিলেক বিল্ডের দিকে সহজেই যেতে পারবে। মাদারবোর্ডগুলো অলরেডি ঢাকা ও চট্টগ্রামে পাওয়া যাচ্ছে। আশা করা হচ্ছে আগামি ২ সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশে পাওয়া যাবে এই বাজেট কফিলেক মাদারবোর্ডগুলো।

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot