দুইদিন আগে Snapdragon 870 চিপসেট নিয়ে লিখা আর্টিকেলে দেখিয়েছিলাম কেন এই চিপসেট দিয়ে ফ্ল্যাগশিপ কিলার ফোন আসার ব্যাপক সম্ভাবনা রয়েছে। এবং বলতে বলতে না বলতেই চলে এল চাইনাতে এগ্রেসিভ প্রাইসিং নিয়ে লঞ্চ হয়ে গেল Snapdragon 870 ইকুইপড প্রথম ফোন Motorola Edge S। এই ফোনটি এই সিরিজের থার্ড ফোন যেখানে এর আগে এসেছিল Motorola Edge ও Motorola Edge Plus। বিস্তারিত জানতে থাকছে নিচের সেকশান গুলোতে।
6.7 ইঞ্চির ডিসপ্লেটির রেজ্যুলেশন হচ্ছে 2520 x 1080 Pixel অর্থাৎ FHD+ কিন্তু IPS LCD টেকনোলজির প্যানেল ব্যবহার করা হয়েছে। কিন্তু ডিসপ্লেটিতে রয়েছে HDR10 সাপোর্ট সাথে 90 Hz রিফ্রেশ রেইট। অ্যামোলেড প্যানেল না থাকার কারণে সাইড মাউন্টেড অর্থাৎ পাওয়ার বাটনে দেওয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সেন্সর।
এই ফোনের প্রধান ও অন্যতম আকর্ষন হচ্ছে এতে দেওয়া 3.2Ghz ক্লকস্পিড সমৃদ্ধ Snapdragon 870 চিপসেট। 7nm এর চিপসেটটি আসলে Snapdragon 865+ এর রিব্যান্ডেড ভার্সন এটি অনেকেই জানেন ইতিমধ্যে। তাও যদি একদম সংক্ষেপে আলোচনা করি সেটা হচ্ছে এটিতে ১টি প্রাইম Cortex A77 কোর, ৩টি Cortex A77 কোর, ৪টি Cortex A55 কোর রয়েছে অন্যদিকে গ্রাফিক্যাল প্রসেসিং এর জন্য Adreno 650 জিপিউ। দুয়েকদিন আগে এই ফোনের Antutu বেঞ্চমার্ক স্কোর লিকড হয়েছিল তখন দেখা গিয়েছিল এটি প্রায় 680K স্কোর করছে। এই স্কোরের কারণে ধারনা করা যাচ্ছে এটি Snapdragon 865+ ফোনগুলো থেকে বেশি(slightly) পারফরম করতে সক্ষম কেননা Snapdragon 865+ রাফলি স্কোর করে 663K+ থেকে 667K+ করে।
পিছনে থাকছে কোয়াড ক্যামেরা লাইক ট্রিপল ক্যামেরা সেটাপ। যেখানে 64MP এর মেইন ক্যামেরা সেন্সর, 8MP এর আল্ট্রা ওয়াইড,2MP এর ডেপথ, একটি ToF সেন্সর। অন্যদিকে ফ্রন্টে রয়েছে ডুয়েল পাঞ্চহোল যেখানে দুইটিই আলাদা আলাদা। একটি 16MP এর মেইন সেলফি শুটার ও আরেকটি 8MP এর আল্ট্রা ওয়াইড সেন্সর। সেন্সরগুলো সনি কিংবা স্যামসাং কিনা তার ব্যাপারে তেমন নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
এছাড়া এই ফোনে LPDDR5 র্যাম ও UFS3.1 স্টোরেজ ব্যবহার করা হয়েছে। 5000mAh এর বিশাল ব্যাটারিটি চার্জ করার জন্য থাকছে মাত্র 20W এর ফাস্ট চার্জিং যেটি বক্সের সাথেই পাওয়া যাবে। 3.5mm হেডফোন জ্যাক ও IP52 স্প্ল্যাশ প্রুফনেস ও থাকছে এতে। আউট অফ দ্য বক্স এতে Android 11 থাকছে।
বেইস ভ্যারিয়েন্ট অর্থাৎ 6GB/128GB এর মুল্য ধরা হয়েছে 1,999 yuan (বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 26K BDT)। 8GB/128GB এর 2,399 yuan(31K BDT) এবং সবশেষে 8GB/256GB ভ্যারিয়েন্টের মূল্য হচ্ছে 2,799 yuan(36K BDT)।
এনাউন্স হওয়ার পর পর থেকেই এটি চাইনার বাজারে পাওয়া যাচ্ছে। গ্লোবালি লঞ্চ হওয়ার সম্ভাবনা ব্যপক কিন্তু সেক্ষেত্রে ভিন্ন নামে(G100) আসতে পারে বলে ধারনা করা হচ্ছে। আমাদের দেশের বাজারে কিছুদিন আগে সেলেক্সট্রা লিমিটেডের মাধ্যমে পার্টনারশিপে কয়েকটি ফোন বাজারে এনেছে অফিশিয়ালি। এবং Motorola মোবাইল প্ল্যান্ট করবে বলেও ব্যাপক গুঞ্জন শোনা যাচ্ছে। চাইনার মত গ্লোবালিও যদি ভাল প্রাইসিং অফার করতে পারে তাহলে ভালই প্রতিযোগিতা করতে পারবে আশা করা যাচ্ছে।