আপনি মানেন কিংবা না মানেন। বাংলাদেশে সুলভ মুল্যে সাধ্যের মধ্যে অ্যান্ড্রয়েড ডিভাইস সবার আগে নিয়ে এসেছিলো সিম্ফোনি । আর দেশে সবার আগে “কোয়ালিটি” সম্পন্ন অ্যান্ড্রয়েড ডিভাইস সুলভ মুল্যে নিয়ে আসে শাওমি। শাওমি তাদের Affordable Smartphone আর তাদের MIUI কাস্টম স্ক্রিণের জন্যই বিখ্যাত। তবে মজার ব্যাপার হলো একমাত্র তাদের Android One প্রোগ্রামের অন্তভূর্ক্ত ডিভাইসগুলো ছাড়া (Mi A1, A2, A2 lite, A3) অনান্য ডিভাইসে লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেট গুলো বেশ ধীর গতিতেই আসে। আর তাদের আপকামিং নতুন MIUI 11 নিয়েও একই কাহিনী হবে।
নতুন এই MIUI 11 এর ফার্স্ট লুক নিয়ে কিছুদিন আগে একটি পোষ্ট লিখেছি। যারা সেটা দেখেননি এক্ষুনি গিয়ে দেখে আসুন:
বেশ কিছু ডিভাইসে ভূলক্রমে রিলিজ হয়ে গেলো MIUI 11 Closed Beta সংস্করণ (!)
তবে দুঃখের বিষয় হচ্ছে শাওমির এখনো অনেক ডিভাইস রয়েছে যেগুলোতে অ্যান্ড্রয়েড ৯ এর মুখ এখনো দেখা হয়নি।
MIUI 11 টপ ফিচার
বলা বাহুল্য যে MiUi 9 এবং MiUi 10 এদের মধ্যে তেমন বড় কোনো পার্থক্য ছিলো না, তবে ফ্রন্ট ক্যামেরায় AI Portrait মোড অনেকের কাছেই বড় ফিচার হতে পারে। কিন্তু এবারের MiUi 10 থেকে MIUI 11 তে আপগ্রেড করলে আপনার আসলেই মনে হবে যে হুম বেশ নতুন কিছু ফিচার রয়েছে।
বর্তমান ফিচার:
1) System Wide Dark Mode
2) Faster Face Unlock + Fingerprint Unlock
3) Automatic Screenshot Management
4) Unlock by voice command
5) New App Drawer
6) New sound effects (partly with Dolby)
7) Improved AI Features
8) Status bar optimization
9) Battery charge status on an info screen
10) Private albums for videos
11) Refreshed icons and Smoother Animations
12) Improved energy saving functions like Monochrome
আপকামিং ফিচার:
এই ফিচারগুলো আপনি ভবিষ্যৎতে ধীরে ধীরে MIUI 11 ইন্টারনাল আপডেটের মাধ্যমে পাবেন। এগুলো হচ্ছে:
1) Improved energy saving function
2) New loading animation
3) Child mode (Discontinued in MIUI 10)
4) Emergency contact on lock screen/lock screen
5) Stereo sound for games via Bluetooth
6) Improved management of app permissions
7) An 18:9 Photo clippings
8) Standard-Sim for certain contacts (with Dual-Sim)
9) Improved information about the user data in the hotspot
10) Messages can be dormant for a certain period of time
11) And Many More….
ডিভাইস লিষ্ট
সেপ্টেম্বর ২৪ তারিখে শাওমি অফিসিয়ালভাবে তাদের MIUI 11 আপডেটটি এনাউন্স করবে আর সে ইভেন্টে “অফিসিয়ালভাবে” ডিভাইস লিষ্টও এনাউন্স করা হবে। তবে ইতিমধ্যেই XDA সাইটে বেশ কিছু ডিভাইস লিস্ট লিক হয়েছে। আর স্বাভাবিক ভাবেই শাওমির লেটেস্ট হাই এন্ড ডিভাইসগুলো সবার আগেই MIUI 11 আপডেট পেয়ে যাবে।
১ম ব্যাচ ডিভাইস
এই ডিভাইসগুলো সবার আগে MIUI 11 আপডেট পাবে:
Xiaomi Mi 9
Mi 9 Explorer Edition
Mi 9 SE
Mi Mix 3
Mi CC9
Redmi K20
Redmi K20 Pro
২য় ব্যাচ
এই ডিভাইসগুলো ২০২০ সালের প্রথম ৪ মাসের মাথায় MIUI 11 আপডেট পাবে:
Mi 8
Mi 8 Explorer Edition
Mi 8 SE
Mi 8 Pro
Mi 8 Lite
Mi MIX 2s
Mi CC9e
Mi Max 3
Mi Note 3
Mi 6
Mi Play
Mi 6X
Redmi Note 7
Redmi Note 7 Pro
Redmi 7
Redmi Note 5
তৃতীয় ব্যাচ:
লক্ষ্য করুন, এই ডিভাইসগুলোতেও MIUI 11 আসবে কিন্তু সেটা হবে Android 9 ভিক্তিক। তাই অ্যান্ড্রয়েড ১০ ভিক্তিক ফিচারগুলো এই সব ডিভাইসে আপনি পাবেন না। যেমন লক্ষ্য করলে দেখবেন যে Redmi S2 ডিভাইসেও MIUI 10 রয়েছে আবার পোকোফোন F1 য়েও MIUI 10 রয়েছে, কিন্তু S2 তে রয়েছে Android 8.1 আর পোকোতে রয়েছে Android 9 আর এই ডিভাইসগুলোতে ২০২০ সালের মাঝামাঝিতে বা শেষের দিকে MIUI 11 আপগ্রেড আপনি পাবেন:
Mi MIX 2
Mi Max 2
Mi MIX
Redmi 5 Plus
Redmi Note 5A
Redmi 6 Pro
Redmi S2
Mi 5X
Mi 5C
Mi 5s Plus
এছাড়াও শাওমি তাদের Pocophone F1, Redmi Note 6 Pro এবং Mi Pad ট্যাবলেটগুলোতেও MIUI 11 (Android 10) আপগ্রেড আনার কথা নিশ্চিত করেছে কিন্তু কবে নাগাদ আসবে সেটা বলা হয়নি।