M.2 VGA: ASROCK RACK’s M.2 গ্রাফিক্স কার্ড

কম্পিউটার কম্পোনেন্ট এ বিভিন্ন সময়েই আমরা নতুন নতুন connectivity অপশন দেখতে পাচ্ছি। বিভিন্ন ডিভাইসে USB এর কল্যাণে ইতিমধ্যেই portability এর ক্ষেত্রে আমরা অনেক সুবিধা পাচ্ছি। অপেক্ষাকৃত নতুন type-C যুক্ত করা হচ্ছে হালের মনিটর, গ্রাফিক্স কার্ড এর সাথে। এবার এই তালিকায় নাম লেখালো M.2 । Asrock এর enterprise motherboard নির্মাণের শাখা প্রতিষ্ঠান Asrock Rack একটি গ্রাফিক্স কার্ড প্রস্তুত করছে যেটি M.2 ফর্ম ফ্যাক্টর এ চলবে।

AsrockRack M.2_VGA.

নামের সাথেই কার্ডটির ফর্ম ফ্যাক্টর,যা কি না কার্ডটিকে আলোচনার বিষয় হিসেবে উপস্থাপন করছে তার ইঙ্গিত পাওয়া যায়। এই কার্ডটি কানেক্ট করতে আপনার একটি M.2 Slot এর প্রয়োজন হবে। ছবির দিকে লক্ষ করলে প্রথম দেখাতে সহজেই আপনার কাছে মনে হবে যে এটি একটি সাধারণ M.2 এসএসডি যা আমরা আজকাল অহরহই ইন্টারনেটে , বাজারে দেখে থাকি এবং ব্যবহার ও করি ।

সাধারণত গ্রাফিক্স কার্ড এর কথা শুনলেই আমাদের মনে যে চিত্র ভেসে উঠে যে একটি বড়সড় ডিভাইস, একদিকে ১ থেকে ৩টি ফ্যান, জায়গায় জায়গায় চেহারা বের করে রয়েছে কিছু হিটপাইপ, প্রস্থ বরাবর একদিকে কিছু connection Port ইত্যাদি। বর্ণনার পর তার সাথে একেবারেই যাচ্ছে না ছবির বস্তুটা।

Specifications

চলুন এবার যাওয়া যাক স্পেসিফিকেশনের দিকে; এখানে এসে হয়তো বা পাঠককে একটু হতাশই হতে হবে। হালের DDR5/DDR6 মেমোরির পরিবর্তে এখানে দেখা মিলবে DDR মেমোরি যার ক্যাপাসিটি মাত্র 16  মেগাবাইট। চিপ হিসেবে ব্যবহার করা হয়েছে Silicon Motion এর  SM750 ।এতে dual 300MHz DACs এর সাথে থাকছে Single PCIe Lane। স্বাভাবিকভাবেই এই স্পেসিফিকেশনের গ্রাফিক্স কার্ডের জন্য বেশি পাওয়ার এর দরকার হবে না। বিস্ময়কর ব্যাপার হচ্ছে মাত্র 1.49Watts ই যথেষ্ট হবে এই গ্রাফিক্স কার্ডটি চালাতে। মনিটর এর সাথে যুক্ত করার জন্য রয়েছে VGA Port ।

সম্ভবত rack servers, point of sale systems, kiosks, digital slot machines সহ বিভিন্ন embedded PC Applications এই ব্যবহ্বত হবে এই কার্ড। সর্বোচ্চ 1920×1080 অর্থাৎ Full HD Resolution সাপোর্ট করবে এই কার্ডটি।

পিসি বিল্ডিং নিয়ে আমাদের অনেকেরই রয়েছে অনেক ভুল ধারণা, সেই সাথে রয়েছে পরিকল্পনার অভাব ও। নিচের আর্টিকেলে আলোচনা করা হয়েছে সেসব নিয়েইঃ

পিসি বিল্ডিংঃ যত ভুল ধারণা ও ভুল পরিকল্পনা

জেমস বন্ড ভালোবাসেন এরকম গেমার রয়েছেন অনেকেই।অনেকদিন পর আসছে আরো একটি জেমস বন্ড গেম। জেনে নিন বিস্তারিতঃ

আসছে নতুন James Bond Game

Share This Article

Search
kampungbet kampungbet kampungbet toto slot link gacor kampungbet kampungbet kampungbet toto slot kampungbet link slot kampungbet kampungbet kampungbet situs toto situs togel situs slot rtp slot situs judi bola situs slot gacor link slot resmi slot gacor hari ini
toto togel monperatoto situs toto toto togel slot resmi toto togel bandar togel togel online bandar togel slot 4d toto slot toto slot