মার্চে লঞ্চ হওয়া ইন্টেলের 11th gen রকেট লেক প্রসেসর দেশে ভালোভাবে এভেলেবল হতে না হতেই ইতিমধ্যেই ডিসেম্বরে আসতে যাওয়া 12th Gen এর স্পেসিফিকেশন লিক হওয়া শুরু হয়ে গিয়েছে। সর্বশেষ একটি লিক থেকে এই লাইনআপ এর প্রসেসরগুলো সম্পর্কে বেশ কিছু গুরুত্বপুর্ণ তথ্য বের হয়ে এসেছে।
(এগুলো রিউমার; কোনো কিছুই নিশ্চিত খবর হিসেবে ধরে না নেওয়ার জন্য অনুরোধ করা হলো)
Intel Core i9-12900K:
চাইনিজ Zhihu সাইটে সর্বপ্রথম এই লিকটি প্রকাশ করা হয়। একটি সাদামাটা স্ক্রিনশটে টেক্সট আকারে ৩টি প্রসেসর সম্পর্কে লেখা ছিল। ইন্টারনেটে এটি circulated হয় La Frite David এর টুইটের মাধ্যমে। তো যাই হোক, লাইনআপের সবথেকে হায়ার বা পাওয়ারফুল প্রসেসর অর্থাৎ Core i9 12900k সম্পর্কে যা বলা হয়েছে তা মোটামুটি এরকম।
এতে ৮টি E-Cores,8 টি P-Cores অর্থাৎ মোট ১৬টি কোর থাকবে। E-cores, P-cores বলতে মুলত পারফর্মেন্স কোর,পাওয়ার এফিশিয়েন্ট কোর বুঝানো হয়েছে। অর্থাৎ যে কোরগুলোর ক্লক স্পিড তুলনামুলক অনেক বেশি সেগুলোকে পারফর্মেন্স কোর, আর যেগুলো পাওয়ার সেভিং সেগুলোকে Efficient core বলা হয়েছে। এগুলোকে অনেকে Small cores,big cores ও বলছেন।
Small cores গুলো 3.9 Ghz পর্যন্ত বুস্টেড হবে ( All cores 3.7 Ghz), অপরদিকে Big cores বা performance cores গুলো 5.3 Ghz পর্যন্ত বুস্টেড হবে (All cores 5.0 Ghz)।
এর পাশাপাশি ক্যাশ মেমোরি (L3 Cache) সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে, ৩০ মেগাবাইট L3 Cache থাকবে, PL1 বা Power Limit1 ১২৫ ওয়াট, PL2 ২২৮ ওয়াট।
Core i7 12700k:
25 MB L3 Cache এর সাথে Core i9 12900k এর সমান পাওয়ার লিমিট এর সাথে আসা দ্বাদশ প্রজন্মের আই সেভেন প্রসেসরের Power saving বা Small cores এর All core boost clock 3.6 ,max 3.8। আর পারফর্মেন্স কোর বা Big cores এর All core boost 4.7 Ghz,max 5.0 Ghz। মনে হচ্ছে ১২ কোরের প্রসেসর হবে 12700k।
Intel Core i5 12600k:
কোর আই সেভেন, কোর আই নাইন বা কোর আই ফাইভ, locked প্রসেসর বা i5 এর xx400,xx500 মডেলগুলো সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নি। আই ফাইভ ফ্যামিলির শুধু 12600k সম্পর্কে যা জানা গিয়েছে তা মোটামুটি এরকমঃ
20 MB L3 Cache, উপরের দুটি প্রসেসরের অনুরুপ পাওয়ার লিমিট। Big cores এ All cores 4.5 Boost, 4.9(1/2 cores), Small Cores এ All core 3.4 Ghz boost (1/2 cores 3.6 Ghz)। মোট কোর সংখ্যা খুব সম্ভবত ১০টি।
উল্লেখ্য,ইন্টেলের ১২শ প্রজন্ম ১০ ন্যানোমিটার আর্কিটেকচারের SuperFin Node ভিত্তিক হবে। প্রথমবারের মত PCIe Gen3 ও DDR5 সাপোর্টেড লাইনআপ হবে এই 12th gen।