Intel 11th Gen core i5 11500 and 11400 listed on Geekbench

ইন্টেলের 11th Gen এর i7,i9 এর মত প্রসেসরগুলো সম্পর্কে বিভিন্ন লিকের মাধ্যমে বিভিন্ন সময়ে আমরা বেশ অনেক তথ্য জানতে পেরেছি। CES এ ইন্টেলও শো করেছে বেশ কিছু স্পেসিফিকেশন। এবার Geek Bench এ লিস্টেড হয়েছে অপেক্ষাকৃত কম বাজেটের মিড রেঞ্জের i5 11400 এবং 11500।

Core i5 11400:

এখন পর্যন্ত core i5 11400 এর যে স্পেসিফিকেশন জানা গিয়েছে তা হলো এর Base Clock 2.6 Ghz এবং GeekBench এর লিস্টিং এর টেস্ট এর সময় boost clock 4.4Ghz টাচ করেছে। প্রসেসরটির Cache Memory 12MB(L3)। এবং GeekBench এর টেস্টিং এ Single Core এ 1247 এবং Multicore এ 6197 স্কোর করতে সক্ষম হয়েছে ইন্টেলের 11th Gen এর এই মিডরেঞ্জ প্রসেসর। প্রসেসরটির কোর এবং থ্রেড সংখ্যা পুর্বের জেনারেশনের মতই ৬ এবং ১২ (যথাক্রমে)।

২০০ ডলারের আশেপাশেই হয়তো পাওয়া যাবে এই প্রসেসরটি।আশা করা যাচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা আরেকটু কমে এর f ভার্সন বা গ্রাফিক্স ছাড়া ভার্সনটিও পাব। তবে অফিশিয়ালি রিভিল হওয়ার আগে দাম সঠিকভাবে বলা যাচ্ছে না।

Core i5 11500:

11400 এর সামান্য upgraded ভার্সন এটি। যদিও 10th Gen এর কথা বলতে গেলে 10500 সেরকম জনপ্রিয়তা পায়নি কারণ দাম হিসেবে 10400(নির্দিষ্ট করে বলতে গেলে 10400f) অনেক ভালো ডিল ছিল। যাই হোক, 11500 এর গিকবেঞ্চ লিস্টিং থেকে আমরা দেখতে পারছি এটার base clock 2.7Ghz এবং বুস্ট হয়েছে প্রায় 4.6 Ghz পর্যন্ত।অর্থাৎ 11400 এর থেকে ১০০-২০০ মেগাহার্জ বেশি।

প্রসেসরটির  cores and threads ও যথাক্রমে 6 ও 12টি।সাথে 12Mb L3 Cache । এর মানে প্রসেসরটি যে প্রকৃতপক্ষেই 11400 এর থেকে সামান্য boosted বা upgraded ভার্সন তা বোঝা যাচ্ছে কেননা প্রায় সব স্পেসিফিকেশনই এক।

যাই হোক, GeekBench এর স্কোরের দিকে এবার লক্ষ রাখা যাক,  Single Core এ 1588 এবং Multicore এ 7265 স্কোর করেছে core i5 11500। একই কোর থ্রেড সংখ্যা হলেও বেস ক্লক এবং বুস্ট ক্লক এর পার্থক্য এর কারণেই 11400 অপেক্ষা সিঙ্গেল কোরে ৩০০+ এবং মাল্টিকোরে ১১০০~ বেশি স্কোর করতে সক্ষম হয়েছে এটি।

Comaprison(GeekBench)

নিচের টেবিলটির দিকে লক্ষ করলে আমরা আগের জেনারেশন গুলোর মিডরেঞ্জ প্রসেসর এবং AMD এর একই বাজেটের প্রসেসরগুলোর সাথে স্কোরের পার্থক্য দেখতে পাবো এবং 11th Gen সম্পর্কে ধারণা পাব।

এখানে দেখা যাচ্ছে যে 11400 এবং 11500 প্রত্যেকেই ইন্টেলের 10th Gen এর 10400,10500 কে পেছনে ফেলেছে। বিশেষ করে 11500 এর স্কোরের পার্থক্য অনেক বেশি। 11500 একসময়ের ফ্লাগশিপ প্রসেসর 8700k কেও সিঙ্গেল এবং মাল্টিকোর স্কোরে বেশ বড় ব্যবধানে পিছনে ফেলেছে, অন্যদিকে 11400 সামান্য পিছিয়ে আছে।

মিডরেঞ্জের Ryzen 5 3600 এর x ভার্সন 3600x এর সাথে তুলনা করতে গেলে দেখা যাচ্ছে সিঙ্গেল কোরে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে 11500।

তবে আশাব্যাঞ্জক এবং আগ্রহের উদ্রেককারী বিষয় হচ্ছে AMD এর কয়েক মাস আগে লঞ্চ হয়ে যাওয়া ZEN3 এর 5600X (যেটির দাম অনেক বেশি) এর তুলনায় মাত্র ১% ও ১১% এ পিছিয়ে আছে 11500, অর্থাৎ সিংগেল কোর স্কোর প্রায় সমান। এর ফলে ধারণা করাই যাচ্ছে যে গেমিং এ আবার ও হারানো মুকুট ফিরে পেতে পারে ইন্টেল।

Share This Article

Search