Intel লঞ্চ করলো ARC B580 ও B570 গ্রাফিক্স কার্ড

অবশেষে ইন্টেল এনাউন্স করেছে তাদের নতুন প্রজন্মের গ্রাফিক্স কার্ড ARC B সিরিজ। প্রাথমিকভাবে আজ দুইটি গ্রাফিক্স কার্ড উন্মোচন করা হয়েছে। কার্ড দুটি ভিন্ন ভিন্ন সময়ে লঞ্চ হবে । চলুন জেনে নেওয়া যাক এই নতুন গ্রাফিক্স কার্ড দুটির স্পেসিফিকেশন,আর্কিটেকচার,আগের প্রজন্মের সাথে পার্থক্য,দাম ও লঞ্চ ডেট সম্পর্কে।

এক নজরে আর্কিটেকচার:

BATTLEMAGE সিরিজের মাধ্যমে ইন্টেল আত্মপ্রকাশ করিয়েছে সম্পুর্ণ নতুন গ্রাফিক্স আর্কিটেকচার, Xe2 এর। যা আগের প্রজন্মে ব্যবহার হওয়া Intel Xe থেকে অনেক দিক দিয়েই এগিয়ে রয়েছে ও পারফর্মেন্স ও ফিচার বিবেচনায় ARC A সিরিজ বা অন্যান্য প্রতিদ্বন্দ্বী গ্রাফিক্স কার্ডগুলোর বিরুদ্ধে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইন্টেলের সবথেকে বড় ভরসার জায়গা হয়ে থাকবে। মোটকথা এই গ্রাফিক্স কার্ড সফল হবে নাকি ব্যর্থ সেই প্রশ্নে ড্রাইভার অপ্টিমাইজেশনের আগেও মুল নির্ভরতার জায়গা হবে এই Xe2 আর্কিটেকচার।

প্রতি কোরে পারফর্মেন্স অনেক বেশি বৃদ্ধি পাবে Xe2 তে, এমনটা দাবী করছে ইন্টেল। প্রতিটি Xe2 কোরে চারটি করে DEEP xmx আছে । প্রতিটি Xe2 কোরের সাথে একটি করে BVH Cache, তার প্রত্যেকটিতে আবার ৩টি Traversal Pipeline,  (এগুলোতে আবার ৬টি Box intersections রয়েছে) ২টি করে Triangle intersection ও সর্বমোট ১৮টি Box Intersections। প্রত্যেকটি RT Unit ও Xe Core এর মাঝে রয়েছে একটি করে Thread Sorting Unit।Xe2 আশ্বাস দিচ্ছে ৩ গুন  vertex Fetch throughput ও  Mesh Shading performance এর। দুইটি Pixel backend দিয়ে দ্বিগুণ Blending throughput দিতে পারবে Xe2,এমনটাই বলা হচ্ছে।

Xe2 আর্কিটেকচারের উল্লেখযোগ্য ফিচার ও গেইন গুলো নিচের ছবি দুটো থেকে দেখে নিতে পারেন।

 

ইন্টেলের মতে, এই সবকিছুর ফলাফল হিসেবে শুধুমাত্র BMG G21 GPU তেই  Xe2 Xe থেকে প্রতি কোরে ৭০% পর্যন্ত বেশি পারফর্মেন্স দেবে ও প্রতি ওয়াটে ৫০% বেশি পারফর্মেন্স দেবে । যদিও Lunar Lake এর মত Mobile platform এ iGPU হিসেবে আগেই ব্যবহ্বত হয়েছে Xe2, তবে এর মুল সক্ষমতা কতটা, তা এবারই বোঝা যাবে।

এক নজরে ARC B580 ও B570:

ইন্টেল আজ এনাউন্স করেছে দুইটি গ্রাফিক্স কার্ড। কোনো চমক ছিল না, বহুদিন আগে অনলাইনে লিক হওয়া ও ডিসেম্বরে লঞ্চ নিশ্চিত হওয়া ARC B580 এর পাশাপাশি কিছুদিন আগে লিক হওয়া এর সহোদর B570 অফিশিয়ালি আজ এনাউন্স করা হয়েছে। স্পেসিফিকেশনেও নেই কোনো চমক, যেরকম আমরা Leaks গুলো থেকে জানতে পেরেছিলাম, স্পেসিফিকেশনে আমরা ঠিক তাই দেখতে পেয়েছি। BATTLEMAGE এ ইন্টেল ব্যবহার করেছে TSMC এর N5 Process।

ARC B580 তে রয়েছে 12GB GDDR6 VRAM, 192-Bit মেমোরি বাস , PCIe 4×8 Lanes ও ১৯০ ওয়াট TDP। GPU হিসেবে এটিতে আছে BMG-G21 GPU এর FULL Die, অর্থাৎ জিপিইউটির সম্পুর্ণ সাইজ ও স্পেসিফিকেশনই এতে ব্যবহ্বত হয়েছে। মেমোরির স্পিড 19 Gbps ও Bandwidth 456GB/s। Arc B580 এর ক্লক স্পিড  2.67 GHz ও Xe2 কোর সংখ্যা 20।

B570 তেও একই GPU, BMG-G21 ব্যবহার করা হয়েছে তবে এটি কিছুটা Cut-down variant বলা যায় B580 এর Full Die এর। এতে ১৮টি কোর রয়েছে, 10GB GDDR6 Memory এর সাথে রয়েছে 160-Bit Bus ,150W TDP। B580 এর সমান 19Gbps মেমোরি স্পিড থাকলেও কাটাছেঁড়া করা হয়েছে Bandwidth এর সাথে, এটি কমে এসেছে 380GB/s এ।

ARC A VS ARC B: এলকেমিস্ট বনাম ব্যাটেলমেজ

এবার চলুন দেখে নেওয়া যাক Arc A সিরিজ ও B সিরিজের মধ্যকার পার্থক্যগুলো। B580 ও B570 এর সাথে আগের জেনারেশনের গ্রাফিক্স কার্ডগুলোর তুলনা করলে সবার আগে VRAM এর পার্থক্যই চোখে পরে, 1440P গেমিং কে ফোকাস করার জন্য অবধারিতভাবেই ইন্টেলকে ১২ জিবি VRAM এর দিকে যেতে হয়েছে 580 তে। আর বর্তমান সময়ে অকার্যকর ,অপ্রতুল প্রমাণিত হওয়া 8GB VRAM এর পরিবর্তে B570 তে দেওয়া হয়েছে 10GB VRAM। এই দুইটি VRAM ক্যাপাসিটি ARC A সিরিজে একেবারেই অনুপস্থিত ছিল। এখানে ইন্টেলের প্রশংসা করতে হয়, 16GB VRAM দিয়ে দামটা নাগালের বাইরে নিয়ে না গিয়ে ৮ আর ১৬ জিবির মাঝামাঝি ,১২ গিগাবাইটের ভির‍্যাম দেওয়া হয়েছে একটায়, আরেকটায় ৮ আর ১২ এর মাঝামাঝি,১০ গিগাবাইট।

শুধু VRAM নয়, বরং এই VRAM এর সাথে সম্পর্কিত আরো কয়েকটি স্পেসিফিকেশনেও পরিবর্তন এসেছে+আর্কিটেকচার,এফিশিয়েন্সি বিবেচনায় আরো কিছু বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে। এক নজরে সবগুলো গ্রাফিক্স কার্ড দেখতে পাচ্ছেন নিচের টেবিলে।

উপরের টেবিলে গ্রাফিক্স কার্ডগুলোর মধ্যে তুলনা করতে গেলে সবার আগে আমাদের নজর কাড়বে ক্লক স্পিড। গত জেনারেশনের ফ্লাগশিপ GPU ARC A770 এর তুলনায় এবারের মিডরেঞ্জের দুইটি GPU এর ক্লক স্পিড প্রায় ২০% থেকে ২৮% বেশি।। গতবার যেখানে আমরা ২১০০ মেগাহার্জ এর বুস্ট ক্লক দেখেছি এবার সেটা বেড়ে দাড়িয়েছে ২৬০০-২৬৭০ মেগাহার্জ । B750, 770 তে হয়তো আমরা ৩ গিগাহার্জের কাছাকাছি বা ৩ গিগাহার্জের বেশি ক্লক স্পিড দেখতে পেতে পারি।

এখানে অদ্ভুত ব্যাপার হলো ,Battlemage এ কোর কাউন্ট কমিয়ে দেওয়া হয়েছে, এটা আর্কিটেকচার গত কারণে নাকি পাওয়ার এফিশিয়েন্সি নিশ্চিত করার জন্য তা বলা যাচ্ছে না। আগের জেনারেশনের A580 তে ছিল ২৪টি কোর ও ACM-G10 এর ফুল ডাই এ ছিল ৩২টি কোর। এবারের G21 GPU এর ফুল কোরে আছে মাত্র ২০টি কোর।

কোর কাউন্ট কমানোর কারণেই কি ক্লক স্পিড দিয়ে সেটা পুষানো হলো, নাকি ক্লক স্পিড বেশি দেওয়ার জন্যই কোর কাউন্ট কিছুটা কমানো হলো? আবার আর্কিটেকচার গত সীমাবদ্ধতাও থাকতে পারে বা এফিশিয়েন্সির ব্যাপারটিও থাকতে পারে ইন্টেলের পরিকল্পনায়।

মেমোরির ইন্টারফেসে ডাউনগ্রেড এসেছে, ১৯২ বিট ও ১৬০ বিট মেমোরি ইন্টারফেসের বিপরীতে আগের জেনারেশনের সবগুলো কার্ডেই ছিল ২৫৬বিট ইন্টারফেস। তবে আমরা একটু আগে যে মেমোরি ক্যাপাসিটির আলোচনা করলাম, এরকম ১৯২ বিট,১৬০ বিট ইন্টারফেসের কারণেই  এরকম ১০ জিবি, ১২ জিবির মেমোরি দেওয়া সম্ভব হয়েছে।

মেমোরির ক্লক স্পিড বাড়ানো হয়েছে, কিন্ত আবার কমে এসেছে Bandwidth। PCIe এক্সপ্রেস লেনের কথা চিন্তা করলে এখানেও দেখা যাচ্ছে নেতিবাচক পরিবর্তন।

 

সম্ভাব্য পারফর্মেন্স:

ইন্টেল এই গ্রাফিক্স কার্ডগুলোর পারফর্মেন্স সম্পর্কে ধারণা দিতে বেশ কিছু চার্ট দেখিয়েছে। এখানে তারা ৩০-৪০টি গেম টেস্ট করেছে। গ্রাফগুলোতে দেখা যাচ্ছে কিছু গেমে XeSS আপস্কেলিং ব্যবহার করা হয়েছে, কিছু ক্ষেত্রে আবার নেটিভ 1440p রেজুলুশনেই আল্ট্রা সেটিংসে  টেস্ট করা হয়েছে। এই তালিকায় বিভিন্ন সালে রিলিজ হওয়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, Indie,AAA, Esports, AAA-Esports ইত্যাদি।  এই ৩০-৪০+ গেমে Arc A750 এর সাথে তুলনা করলে গড়ে  24% বেশি এফপিএস দিচ্ছে B580। এই গেমগুলোর মধ্যে অর্ধেকের বেশি গেমে ২০-৩০% বা তার ও বেশি পারফর্মেন্স গেইন দেখা যাচ্ছে।

যেহেতু XeSS ব্যবহার করা হয়েছে তাই এফপিএস নিয়ে সেরকম আলোচনা করা এখানে অমুলক। তবে অনেকগুলো AAA গেমেই ১০০-১৫০ এফপিএস দেখা যাচ্ছে 1440p Ultra তে।

বর্তমান জেনারেশনের গ্রাফিক্স কার্ডগুলোর মধ্যে ইন্টেল তুলনা করেছে ৩০০ ডলারের RTX 4060 এর সাথে, গড়ে তাতে আমরা ১০% পারফর্মেন্স এর বৃদ্ধি দেখতে পাচ্ছি আর এই তালিকায় অদ্ভুতভাবে সবথেকে বেশি ৪৩% পারফর্মেন্স গেইন দেখা যাচ্ছে CYBERPUNK 2077 এ যেখানে NVIDIA এর GPU গুলো সর্বোচ্চ ভালো পারফর্মেন্স দিয়ে থাকে। তবে গড়ে যদি 4060 থেকে এটি সত্যিই ১০% এর আশেপাশে ফাস্ট হয়ে থাকে, সেক্ষেত্রে এটিকে RTX 3060 Ti এর সাথেও তুলনা করা যাবে না। তবে এখানে ইন্টেল মুল প্রশংসাটা পাবে মুলত প্রাইসের কারণে।

দাম, রিলিজডেট  ও Performance per dollar :

ARC B580 এর দাম নির্ধারণ করা হয়েছে ২৫০ ডলার। যা আগের জেনারেশন থেকে সরাসরি ৭০ ডলার বেশি তবে আগের জেনারেশনের ARC A750 থেকে আবার কম। বর্তমানে অবশ্য 770,750 সবগুলোই ২০০-২৫০ ডলারের মধ্যে বিক্রি হচ্ছে। আশার ব্যাপার হচ্ছে AMD এর মত ইন্টেলের গ্রাফিক্স কার্ডগুলোর দাম ও ৬ মাস ১ বছর এর মধ্যে লঞ্চ প্রাইসের তুলনায়  অনেকটাই কমে আসে । সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি একসময় 580 কে আমরা ২০০ ডলারে পাব।

B570 এর দাম নিয়ে অবশ্য বিস্তর আলোচনা করা যায়, ২২০ ডলার এর বদলে এর দামটা ২০০ ডলার রাখা যেত কি না।

ইন্টেল আমাদের performance per dollar এর হিসাব ও দেখিয়েছে। RASTERIZATION এ ৩০০ ডলারের RTX 4060 কে ভিত্তি হিসেবে ধরে নিজেদের 250 ডলারের B580 সম্পর্কে  তারা বলছে এটা প্রতি ডলারে  ৩২% বেশি পারফর্মেন্স দেবে। RAY TRACING এর ক্ষেত্রে তা ২৫%।

ARC B580 পাওয়া যাবে ডিসেম্বরের ১৩ তারিখ থেকে। তবে B570 এর জন্য অপেক্ষা করতে হবে এক মাস ১০ দিনের ও বেশি।

 

XeSS2, XeSS Frame Generation & Low Latency:

ইন্টেল GPU লঞ্চের সাথেই ঘোষণা করেছে তাদের Upscaling method XeSS এর দ্বিতীয় জেনারেশন, XeSS2। লঞ্চ এর পর থেকে বড় কোনো আপডেট আসেনি এই আপস্কেলিং প্রযুক্তিতে।  এবার এটিতে যুক্ত হয়েছে FRAME GENERATION ও LOW LATENCY MODE। ফ্রেম জেনারেশনের কার্যক্রমটি দেখে বোঝা যাচ্ছে যে দুইটি ফ্রেম থেকে অতিরিক্ত আরেকটি ফ্রেম তৈরী হবে । দুইটি ফ্রেম থেকে  Optical flow reprojection  ও Motion vector, depth থেকে motion vector reprojection এর blending এর মাধ্যমে generated frame টি তৈরী হবে। কাজটি মুলত AI ভিত্তিক হবে।

NVIDIA REFLEX, AMD ANTILAG এর মত INTEL নিয়ে এসেছে XeLL বা Xe Low Latency ।

একই সাথে ইন্টেল লঞ্চ করেছে INTEL GRAPHICS SOFTWARE ইউটিলিটি, যেখানে জনপ্রিয় ও প্রয়োজনীয় সকল সেটিংস ই টুইক করা যাবে।

LIMITED EDITION , AIB PARTNERS MODELS:

গতবারের মত এবারেও INTEL লঞ্চ করছে LIMITED EDITION মডেল। এর পাশাপাশি বেশ কিছু AIB Partners ও নিজেদের কাস্টম মডেলগুলো ঘোষণা করে দিয়েছে। প্রথম থেকেই সাথে থাকা Gunnir এর পাশাপাশি ASROCK, ACER, SPARKLE দেখিয়েছে কাস্টম মডেলগুলো। AIB Partner এর তালিকায় এবার  নতুন যুক্ত হয়েছে MAXSUN ও ONIX । ARC এর শুরুতে AIB PARTNER এর সংখ্যা যা ছিল এবার সেই তুলনায় আমরা অনেকগুলো কোম্পানিকেই দেখতে পাচ্ছি। যদিও GIGABYTE, MSI ,ASUS এর মত ৩ জায়ান্ট এর কোনো খোঁজ পাওয়া যায়নি। ছবি থেকে দেখে নিতে পারেন এবারের custom model গুলো ও ব্রান্ডস গুলো।

Share This Article

Search