Arc A750 Desktop Graphics Card এর গেমপ্লে ও বেঞ্চমার্ক শোকেস করেছে ইন্টেল।RTX 3060 এর সাথে Head to Head Comparison ও করেছে তারা।গেমিং ইন্ডাস্ট্রির দুই মডার্ন এপিআই DX 12 ও VULKAN বেসড অনেকগুলো গেম টেস্ট করা হয়েছে এই বেঞ্চমার্কে। ইন্টেল ফ্যানদের জন্য খুশির খবর যে এবার ইন্টেলের এই জিপিইউটির বেঞ্চমার্ক রেজাল্ট বেশ ভালো ও গড়ে RTX 3060 এর সমান বা কিছু ক্ষেত্রে বেটার পারফর্ম করছে ARC A750 গ্রাফিক্স কার্ডটি।
DX 12
ডিরেক্ট এক্স ১২ এ প্রায় ৪০ টা গেম টেস্ট করেছে ইন্টেল। তাদের টেস্টিং এ 1080p তে গড়ে ১০০ এর উপর ফ্রেমরেট এচিভ করতে দেখা যাচ্ছে Arc A750 কে। AAA গেমগুলোতে প্রায় সবগুলোতেই জিপিইউটি ৬০+ এফপিএস দিতে পেরেছে আল্ট্রা সেটিংসে। এবং বেশ কিছু AAA ও Esports গেমে ফ্রেমরেট ছিল ১০০+/১২০+।
RTX 3060 এর সাথে কম্প্যারিজনের সময় দেখা গিয়েছে কিছু টাইটেলে ইন্টেল এর জিপিইউ, কিছু ক্ষেত্রে এনভিডিয়ার জিপিইউটি অল্প ব্যবধানে এগিয়ে আছে বা পিছিয়ে আছে। কিছু গেমে পার্থক্য ১৫%/১০%/৫%+ ছিল ,বাকি ক্ষেত্রে তা ৫% এর নিচে ছিল। ওভারল ইন্টেলের রায়ান শ্রাউট ও টম পিটারসেনের মতে এভারেজে ইন্টেল ARC A750 3-5% বেটার পারফর্ম করছে।
1440p এর টেস্টিং এ অবশ্য দেখা গিয়েছে যে বেশিরভাগ গেমে Intel GPU টিই ৫-১০% বেটার পারফর্ম করছে ও অল্প কিছু গেমে পিছিয়ে রয়েছে। এখানেও ইন্টেল দাবি করছে যে গড়ে Arc A750 ৫% বেটার।
Vulkan
Vulkan API এর ৬টি গেম টেস্ট করে দেখানো হয়েছে। এখানে অবশ্য Strange Brigade ছাড়া বাকি গেমগুলোতে রেজাল্ট মোটামুটি সমানই বলা যায়। 1440p তে যদিও অপেক্ষাকৃত এগিয়ে আছে Arc A750।
এভারেজঃ
ইন্টেল এর সিমপ্লিফায়েড চার্টে দেখানো হয়েছে যে 1080p DX12 গেমস গুলোতে RTX 3060 এর তুলনায় Arc a750 এগিয়ে আছে ৩% ব্যবধানে। 1440p তে এই ব্যবধান ৫%। Vulkan এর ক্ষেত্রে 1080p তে ৪% ও 1440p তে ৫% এগিয়ে রাখা হয়েছে ইন্টেল এর জিপিইউ কে।
সেক্ষেত্রে মোটামুটি বলা যায় যে পারফর্মেন্স এর দিক দিয়ে ARC A750 অবস্থান করবে RTX 3060 থেকে সামান্য উপরে ও RX 6600 XT এর নিচে। অর্থাৎ RX 6600 XT ও RTX 3060 এর মধ্যখানে হবে এই GPU টির অবস্থান।
উল্লেখ্য, আগস্ট ও সেপ্টেম্বর মাসেই ইন্টেলের ডিস্ক্রিট গ্রাফিক্স কার্ড গুলো বাজারে ছাড়ার কথা রয়েছে। ও INTEL ARC A750 এর দাম ৩০০-৪০০ ডলারের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। ইন্টেল জানিয়েছে যে তারা প্রাইস টু পারফর্মেন্স এর দিক দিয়েই AMD ও NVIDIA কে পেছনে ফেলতে চায়।