Search

Intel 14th Gen এ থাকতে পারে মোট ২৭টি প্রসেসর

14th Gen Raptor Lake refresh Desktop Processor Lineup লঞ্চ হবে অক্টোবরে এ খবর আমরা মোটামুটি সবাই ই জানি। লঞ্চ এর মাসখানেক বাকি থাকতে এবার সমগ্র লাইনআপের সবগুলো প্রসেসর এর স্পেসিফিকেশন লিক হয়েছে। জানা যাচ্ছে যে বিভিন্ন সিরিজে 14th Gen এর মোট প্রসেসর এর সংখ্যা হতে পারে ২৭টা।

Leaker YuuKi-AnS  একটি টুইট এর মাধ্যমে 14th gen এর সবগুলো সিরিজের সবগুলো প্রসেসর এর স্পেসিফিকেশন সহ তুলে ধরেছিলেন। পরে অবশ্য টুইটখানা সরিয়ে ফেলা হয়। এই লিক এ প্রসেসরের মডেল, ডাই,টিডিপি, সিপিইউ আইডি থেকে শুরু করে কোর থ্রেড সংখ্যা,ক্লক স্পিড ক্যাশ মেমোরি,মেমোরি সাপোর্ট,বলতে গেলে সবকিছুই উঠে এসেছে।

Non Core লাইনআপঃ

Core branding এর বাইরে একদমই এন্ট্রি লেভেল সেগমেন্টে দুইটা প্রসেসর লঞ্চ করবে Intel। এগুলো অনেকটা Celeron প্রসেসরের মতই হবে। এগুলোতে থাকবে না কোনো হাইব্রিড আর্কিটেকচার, যদিও 14th gen এর অন্যান্য প্রসেসরের মত এগুলোও Intel 7 আর্কিটেকচারেই প্রস্তত করা হয়েছে। দুইটি প্রসেসরেই রয়েছে ৬ মেগাবাইট ক্যাশ। দুইটি প্রসেসরই DDR4 এর পাশাপাশি DDR5 সাপোর্ট করে ৪৮০০ মেগাহার্জ পর্যন্ত। প্রসেসর দুইটির মডেল হচ্ছে Intel 300 ও intel 300T। 300 এর TDP 46 ওয়াট, T বা লো পাওয়ার ভ্যারিয়েন্টটির TDP ৩৫ ওয়াট। দুটি প্রসেসরই ডুয়াল কোর প্রসেসর।

Intel Core i3 sub-Branding: মোট ৩টি প্রসেসর

14th Gen Core i3 brand modifier এ এবার ৩টি প্রসেসর থাকছে। 14100 এর সাথে 14100f থাকছে বরাবরের মতই। এই দুটির সাথে তৃতীয় প্রসেসর হিসেবে থাকবে T lineup এর বা পাওয়ার সেভিং,Low TDP লাইনআপের Core i3 14100T। T লাইনআপের প্রসেসরটির TDP মাত্র ৩৫ ওয়াট। বাকি দুটির TDP যথাক্রমে ৬০ ওয়াট ও ৫৮ ওয়াট।

৬ কোর এর কোর আইথ্রি প্রসেসর আসার গুজব রটলেও পরে জানা গিয়েছে যে এবারেও কোর আই থ্রি প্রসেসর গুলো চার কোরেই সীমাবদ্ধ থাকছে। Core i3 14100,14100T,14100F, কোনোটাতেই হাইব্রিড আর্কিটেকচার থাকছে না। এগুলো H0 Die ফিচার করবে। ১২ মেগাবাইট এর ক্যাশ মেমোরির পাশাপাশি এগুলোতে 3.5 Ghz ও 2.7 Ghz base clock থাকবে (2.7 T প্রসেসরের জন্য)।

Core i5 Sub-brandng: মোট ১১টি প্রসেসর

সবথেকে বেশি প্রসেসর রয়েছে Core i5 sub-brand এ। ৩টি T লাইনআপের প্রসেসর ও বাকি ৮টি প্রসেসরের মধ্যে থাকবে ৩টি F ভ্যারিয়েন্ট এর প্রসেসর। তবে এখানে একটা বিষয় কিছুটা উদ্ভট, Core i5 14400, এই নামের  এর দুটি প্রসেসর রয়েছে, আবার 14400f নামেও দুটি প্রসেসর রয়েছে। বিষয়টি পরিষ্কার হয় এই Leak এর এই প্রসেসর গুলোর Die এর নাম দেখলে, ভিন্ন ভিন্ন Die ব্যবহার করে বানানো হয়েছে Core i5 14400, প্রত্যেকের আবার আলাদা আলাদা F ভ্যারিয়েন্ট ও রয়েছে। এজন্য 14400 এর রিপিট দেখা যাচ্ছে লিস্টে। এদের কোর কনফিগারেশন, TDP,Cache, clock speed সব অবশ্য একই রকম। শুধু B0,C0 ডাই এর পার্থক্য রয়েছে। P core ও E Core এর বেস ক্লক স্পিড যথাক্রমে 1.8 Ghz ও 2.5 Ghz, আগের মতই 6+4 ,১০ কোর ১৬ থ্রেড কনফিগারেশনে আসবে প্রসেসরগুলো। TDP ৬৫ ওয়াট।থাকবে ২০ মেগাবাইট এর ক্যাশ।

এগুলোর সাথে থাকছে একটিমাত্র Core i5 14400T। এটার TDP কম ও ক্লক স্পিড কম, বাকি সব স্পেসিফিকেশন শতভাগ মিলে যায় অন্য চারটি প্রসেসরের সাথে।

এবার আরো দামী ও শক্তিশালী SKU গুলোর দিকে আসা যাক, Core i5 14500 এর Standard version এর সাথে রয়েছে একটি T Version। আগের চারটি প্রসেসরের সাথে এর পার্থক্য মুলত অতিরিক্ত চারটি E কোর এর ও প্রতি E core, P core এর ১০০ মেগাহার্জ বাড়তি ক্লক স্পিড এর পাশাপাশি ২৪ মেগাবাইট এর ক্যাশ এর।

Core i5 14600 SKUs

14600 এর চারটি SKU লঞ্চ হবে এবার। 14600,14600T, 14600K ও 14600KF। প্রথম দুটো প্রসেসর এর TDP যথাক্রমে 65 ওয়াট ও 35 ওয়াট। পরের দুটি 125 ওয়াট টিডিপিতে চলবে। প্রত্যেকটাই 14 কোরের প্রসেসর ।14600 এর বেস কোর ক্লক স্পিড হবে 2.0 Ghz ও 2.7 Ghz যথাক্রমে । K/KF এর জন্য তা হবে যথাক্রমে 2.6 Ghz ও 3.5 Ghz। T variant বা Lower TDP মডেলটির ক্লক স্পিড হবে 1.3-1.8Ghz।প্রত্যেকটিতেই থাকবে ২৪ মেগাবাইট এর ক্যাশ মেমোরি। এগুলোতে অবশ্য Out of the box 5600 Mhz DDR5 RAM এর সাপোর্ট থাকবে। প্রত্যেকটি প্রসেসরই B0 Die ফিচার করবে।

Intel core i7 14th Gen SKUs

এবার আসা যাক 14th gen core i7 গুলোর ব্যাপারে। মোট ৫ টি i7 SKU থাকবে যার মধ্যে একটি T Variant ও দুটি F variant থাকবে।Non K ও T variant গুলো ৬৫ ওয়াট ও 35 ওয়াটের হবে। ৫টি প্রসেসরেই থাকবে ৩৩ মেগাবাইট এর ক্যাশ মেমোরি। ৫টি প্রসেসরেই হাইব্রিড আর্কিটেকচারের সর্বমোট ২০টি কোর উপস্থিত থাকবে। 14700KF,14700K এর Base TDP হবে ১২৫ ওয়াট। 14700,14700F এর base clock 1.5 ও 2.1 Ghz, (0.9 and 1.3 Ghz for T variant)। 14700K,14700K এর base clock speed 2.5 Ghz and 3.4 Ghz।

Core i9 14th Gen SKUs

Core i7 এর মত i9 এও থাকবে ৫টি প্রসেসর। 14900,14900T,14900F,14900K ও 14900KF। ২৪টি কোর ,৩৬ মেগাবাইট এর ক্যাশ ,core i7 এর অনুরুপ ৬৫  ওয়াট ও ১২৫ ওয়াট TDP (35W for 14900T)।

  • 0.8-1.1Ghz clock speed for 14900T
  • 1.5-2.0 Ghz for 14900,14900F
  • 2.5-3.2 Ghz for 14900K,14900KF

এগুলোতেও B0 Die ব্যবহার করা হয়েছে, র‍্যাম সাপোর্ট ও core i7 এর মতই।

সারাংশঃ

২৭ টি প্রসেসরের মধ্যে রয়েছে ২টি non core প্রসেসর, ৪টি f series এর প্রসেসর। ৭টি Non k প্রসেসর ,৭টি T series প্রসেসর ৩টি unlocked k series প্রসেসর ৩টি KF সিরিজ প্রসেসর।

 

 

 

Share This Article

Search