Search

Intel 13th Gen: ফুল লাইন আপের স্পেকস লিকড

এই বছরের শেষদিকে বাজারে আসার কথা আছে Intel 13th Gen Raptor Lake Desktop Line up এর।সেজন্যই প্রতিদিনই আমরা বিভিন্ন প্রসেসর এর স্পেকস ও পারফর্মেন্স সম্পর্কে  বিভিন্ন লিকসের মাধ্যমে টুকটাক তথ্য পাচ্ছি। এরই ধারাবাহিকতায় এবার লিক হয়েছে Intel 13th Gen এর সম্পুর্ণ লাইনআপেরই বেসিক স্পেসিফিকেশন।

Raptor Lake-S: ফুল লাইনআপ- ৪ থেকে সর্বোচ্চ ২৪ কোরের প্রসেসর

extremeplayer এর লিক করা লাইনআপ টি মুলত কোর ফ্যামিলির ফুল লাইনআপ। কেননা এখানে নেই কোনো পেন্টিয়াম,সেলেরন ফ্যামিলির প্রসেসর। তেমনিভাবে core family এর কিছু f ভ্যারিয়েন্ট এর প্রসেসর অনুপস্থিত রয়েছে এই লিস্টে। নিচে লিক হওয়া টেবিলটির দিকে যদি আমরা লক্ষ করি, তাহলে বিষয়টি আমাদের কাছে আরেকটু স্পষ্ট হবে।

লিস্টটি শুরু হয়েছে core i3 13100 কে দিয়ে যেটি এই লিস্টে সবথেকে কম সংখ্যক কোর,৪টি কোর ফিচার করছে। অবধারিত ভাবেই নেই কোনো hybrid architecture এর প্রয়োগ। অর্থাৎ শুধুমাত্র performance cores ই দেখতে পাব আমরা এই প্রসেসরে। ৬০ ওয়াটের টিডিপি বিশিষ্ট এই লো বাজেট প্রসেসরটির বেস ক্লক স্পিড 3.4 Ghz. রয়েছে মোট ১২ মেগাবাইটের ক্যাশ ও 24 EU বিশিষ্ট iGPU। লিস্টে উল্লেখ না থাকলেও এটা মোটামুটি নিশ্চিত যে core i3 13100f নামের ও প্রসেসর থাকবে অবশ্যই।

আরেকটি লক্ষ করার মত ব্যাপার হচ্ছে গত বার, অর্থাৎ 12th Gen এ আমরা core i3 12300 নামের একটি প্রসেসর দেখেছিলাম। যদিও এই লিস্টে 13300 নামের কোনো প্রসেসর নেই।

৪টি Core i5 প্রসেসরঃ

এই লিক হওয়া লিস্টে রয়েছে প্রত্যাশিত সবগুলো প্রসেসরই। core i5 13400,13500 থেকে শুরু করে 13600/k এর নাম দেখতে পাওয়া যাচ্ছে। লকড প্রসেসরগুলোর TDP ৬৫ ওয়াট ও আনলকড প্রসেসরগুলোর TDP ১২৫ ওয়াট। core i5 এর প্রত্যেকটি SKU তে এবার ব্যবহার করা হয়েছে হাইব্রিড আর্কিটেকচার। i5 13400 এ রয়েছে ৬+৪ মোট ১০ টি কোর ও ১৬টি থ্রেড। core i5 13500 এর ও 13600/k তে রয়েছে ১৪টি কোর ও ২০ টি করে থ্রেড। ২০ ও ২৪ মেগাবাইট এর ক্যাশ মেমোরি থাকবে ও 32EU এর iGPU ও থাকবে।

core i7 ও core i9ঃ

দুটি core i7 প্রসেসর রয়েছে ১৬ কোর ও ২৪ থ্রেড বিশিষ্ট। ৩০ মেগাবাইট এর ক্যাশ ৬৫ ও ১২৫ ওয়াটের TDP এগুলোর। দুটির মধ্যে একটি লকড, আরেকটি আনলকড। প্রত্যেকটিরই থাকবে iGPU ছাড়া ভ্যারিয়েন্ট। ৩২ EU এর IGPU ও থাকবে।

core i9 এর ক্ষেত্রেও IGPU,TDP একই রকম। ৩৬ মেগাবাইট এর ক্যাশ এর সাথে সর্বোচ্চ ২৪টি কোর। এই লিস্টে যদিও উল্লেখ করা হয় নি বুস্ট ক্লক সম্পর্কিত কোনো তথ্য।

Share This Article

Search